হেয়ার স্টাইল করার জন্য সবসময় হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার, বা কার্লার দরকার নেই। হাতের কাছে অনেক সামান্য জিনিস আছে যা দিয়ে অনায়াসে হেয়ার স্টাইল করা যেতে পারে, সহজেই। আজ সেরকমই সহজ একটা টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মোজা দিয়ে কোন রকম কার্লার ছাড়াই চুল কার্ল করে নিতে পারেন এবার থেকে।
কি আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? কিন্তু লেখাটা শেষ পর্যন্ত পড়তে পড়তে আপনি অবশ্যই বিশ্বাস করে উঠবেন হলফ করে বলতে পারি। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি ভাবে মোজা দিয়ে চুল কার্ল বা কোঁকড়ানো করা যায়।
অনেকেই নানা পার্টি বা অনুষ্ঠানে আজকাল হেয়ার কার্ল করে আসে। বেশির ভাগ মহিলাই পার্লারে গিয়ে করেন এই হেয়ার স্টাইলটি। কিন্তু একেবারে পার্লার স্টাইলের হেয়ার কার্ল আপনিও করতে পারবেন এবার নিজে থেকে।
প্রথমে একটা লম্বা পরিষ্কার বা নতুন মোজা নিয়ে নিন। এটি আপনি কাজ হয়ে যাওয়ার পর ধুয়ে রেখে দিতে পারেন। পরে আবার ব্যবহার করা যাবে।
চিরুনি দিয়ে মাথার মাঝখান থেকে সিঁথি করে চুল দুভাগে ভাগ করে নিন।
এবার একটা খালি স্প্রে বোতলে জল ভরে তা চুলে স্প্রে করুন। হালকা ভিজিয়ে নিন চুল।
চুল ভালো করে আঁচড়ে নিন। এবার মোজা নিয়ে তা মাথার দুপাশ থেকে এনে সামনের দিকে সেপটিপিন দিয়ে আটকে নিন।
এবার দুভাগে ভাগ করা চুল যে কোন একদিক থেকে অল্প অল্প নিয়ে মোজার ভেতর থেকে রোল করে করে পুরো মুড়ে দিন।
দুভাগের চুল পুরো রোল হয়ে গেলে আপনার কাজ আপাতত শেষ।
ভিডিওর ০.৫৮ সেকেন্ড থেকে ২.২০ সেকেন্ড অব্দি দেখে নিন কি ভাবে মোজার ভেতর চুল রোল করবেন।
এবার সারা রাত এভাবে রেখে দিন। সকালে উঠে বেরোবার আগে আসতে আসতে মোজা চুলের থেকে খুলে নিন প্রথমে।
যত বেশিক্ষণ মোজাতে চুল রোল করে রাখবেন তত ভালো কার্ল হবে।
যদি পার্টিতে যাওয়ার থাকে তাহলে চেষ্টা করুন ৪ থেকে ৫ ঘণ্টা চুল রোল করে রাখার। আর পারলে রাতে চুল রোল করে শুয়ে যান বেরনোর আগে খুলুন।
হেয়ার স্প্রে ব্যবহার করুন রোল খোলার পর তাহলে ২৪ ঘণ্টা পর্যন্ত কার্ল থাকবে।
Price: Rs. 230/-
আমি যখন কার্ল করি এই স্প্রে’টা ব্যবহার করি। খুব ভালো চুলের জন্য। দামও বাজেট ফ্রেন্ডলি। অনেক দিন চলে। তো আপনারা চাইলে কিনতে পারেন।
মাত্র দুমিনিটে চুল কার্ল করার জন্য কি করবেন দেখে নিন নীচে দেওয়া আমাদের ভিডিওতে
https://dusbus.com/bn/kokrano-chul-soja-korar-pachti-niyom/
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…