খবর

গ্রামীন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন কিভাবে

একটা ছোট্ট বাড়ির আশা তো সবারই থাকে, তাই না! কিন্তু, যে পরিমাণে ইট, বালি, সিমেন্টের দাম বাড়ছে, তাতে জানি সবসময় সবার পক্ষে মাথা গোঁজার নিজস্ব ঠাইটুকু করে ওঠা সম্ভব হয় না। আর চিন্তা করবেন না, আপনার কষ্টের দিন শেষ। নিজের বাড়ি বানানোটা আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীনে আবেদন করে আপনি তৈরি করতে পারেন আপনার মনের মতো বাড়িটি। কি ভাবছেন! কিভাবে আবেদন করবেন? সেটা বলে দেবার জন্যই তো আমরা হাজির হয়েছি আপনার কাছে। আসুন জেনে নেই পদ্ধতিগুলো।

গ্রামীন প্রধানমন্ত্রী আবাস যোজনা কী? 

আগে এর নাম ছিল ‘ইন্দিরা আবাস যোজনা’ বা ‘Indira Awaas Yojana’(I.A.Y), যেটা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী’র হাত ধরে ১৯৮৫ সালে শুরু হয়। ২০১৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রধানমন্ত্রী গ্রামীন আবাস যোজনা’ বা ‘Pradhan Mantri Gramin Awaas Yojana’(P.M.G.A.Y)। এস.সি, এস.টি, সংখ্যালঘু সম্প্রদায় বা যারা বি.পি.এল গ্রুপে আছে, তাদের জন্য এ স্কিম আনা হয়েছে। এতে আবাদন করলে  উপযুক্ত ব্যক্তিরা ১.২ লক্ষ টাকা পেতে পারেন বাড়ি বানাবার জন্য ও ১২০০০ ( বারো হাজার) টাকা পেতে পারেন শৌচালয় বানাবার জন্য। যদি প্রয়োজন হয়, তাহলে আপনি ৭০,০০০ (সত্তর হাজার) টাকা ধার হিসাবে নিতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন 

যাতে আবেদন করা সহজসাধ্য হয় ও অনেকে আবেদন করতে পারে তাই অনলাইন পদ্ধতিতে আবেদন করার ব্যবস্থা হয়েছে। আসুন পদ্ধতি জেনে নিই।

নির্দিষ্ট লিঙ্ক খোঁজা 

প্রথমে আপনাকে pmaymis.gov.in এই লিঙ্ক সার্চ করতে হবে। সার্চ করলেই পেজটা চলে আসবে।

নির্দিষ্ট option খোঁজা

পেজটা এলে ‘Citizen Application’ option আসবে। তাতে ক্লিক করতে হবে। তারপর অনেকগুলো  option আসবে, যার মধ্যে থেকে ‘Benefit Under Other 3 Components’-এ ক্লিক করতে হবে।

Aadhar Card যোগ করা

এরপর আপনাকে ‘আধার কার্ড’ (Aadhar Card)-এর নম্বর জানাতে বলা হবে। সেটা ঠিকঠাকভাবে দিতে হবে। তারপর ‘Check’ option-এ যেতে হবে ও ক্লিক করতে হবে।

ফর্ম পূরণ 

ক্লিক করার পর একটা ফর্ম আসবে। সেটার মধ্যে আপনার যাবতীয় তথ্য যেমন রাজ্য , জেলা, নাম, বয়স ইত্যাদি সব জানতে চাওয়া হবে যা আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। আর জানতে চাওয়া হবে ব্যাঙ্ক-এর নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর এই সব। এইগুলোও আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। সব ভালোভাবে পূরণের পর ‘captcha’ option-এ যে সংখ্যাটা আসবে সেটা লিখে দিতে হবে ওখানে। এরপর ‘save’ option-এ ক্লিক করতে হবে। তাহলেই আপনার আবেদনটি পৌছে যাবে সরকারের নির্দিষ্ট ক্ষেত্রে।

সবটা এক নজরে 

আপনাদের সুবিধার জন্য গোটা পদ্ধতিটা আরেকবার দেখে নিন- Google chrome – google – pmaymis.gov.in – (official website) – ‘Citizen Application’ – ‘Benefit Under Other 3 Components’ – Aadhar Card নম্বর দিন –  ‘check’ – ফর্ম আসবে যা পূরণ করতে হবে – ‘captcha no’ দিতে হবে – ‘save’

গ্রাম সভার মাধ্যমে 

আবার অনেকসময় অনলাইনের বদলে গ্রাম সভার মাধ্যমে এই বাড়ি বানানোর প্রক্রিয়া চালানো হয়। সেক্ষেত্রে, আপনার গ্রাম সভার কাছে তো আপনার যাবতীয় তথ্য আছেই। যদি না থাকে, তাহলে এখনি দিয়ে আসুন। তাঁরা একটি তালিকা বানাবেন যাদের প্রয়োজন এই বাড়ির সেই ভিত্তিতে। তার মধ্যে আপনার নাম এলেই আপনি বাড়ি বানাবার টাকা পেয়ে যাবেন।      তাহলে আর দেরী কেন! আজই যান ও আপনার স্বপ্নের বাড়ি বানানোর পথে প্রথম পা টা রেখেই ফেলুন। পরিবারকে নিয়ে নিজের বাড়িতে থাকা আর কয়েক দিনের অপেক্ষা।

 

অভীক সরকার

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago