সরকারী চাকরী! বর্তমান ইঁদুরদৌড় এর প্রতিযোগিতার বাজারে যা একপ্রকার সোনার চাঁদ হয়েই দাঁড়িয়েছে। যেখানে পিএইচডি ডিগ্রী করেও হন্যে হয়ে ঘুরতে হচ্ছে একটা চাকরির জন্য, সেখানে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে সরকারী চাকরীর কল্পনা বোধহয় অনেকটা বামন হয়ে চাঁদে হাত বাড়াবার মতোই।
অনেকেই আছেন যাদের বৈবাহিক কারণে, আর্থিক কারণে বা অন্যান্য কারণে উচ্চমাধ্যমিক এর পর আর পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তারা উচ্চশিক্ষার সুযোগ লাভ করতে পারেননি বলে হীনমন্যতায়ও ভোগেন।
এছাড়াও রয়েছেন তারা যারা উচ্চমাধ্যমিক এর পর ডিগ্রী অর্জনের দিকে না এগিয়ে বিসিএ বা বিবিএ বা হোটেল ম্যানেজমেন্ট,পলিটেকনিক ইত্যাদি নানা বৃত্তিমুখী কোর্সের দিকে যান। তাতে করে সময় ও লেগে যায় বেশ খানিকটা কিন্তু সরকারী চাকরি রয়ে যায় অধরাই।
পশ্চিমবঙ্গ সহ সর্বভারতীয় স্তরে এমন কিছু প্লাটফর্ম রয়েছে যেখানে উচ্চমাধ্যমিক যোগ্যতাতেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন। সরকারি চাকরি শুধু সামাজিক সম্মান, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক সমৃদ্ধি প্রদান করেনা, ভবিষ্যৎ সুরক্ষাও সুনিশ্চিত করে। তাই এই স্তরে দরকার সঠিক পরিকল্পনা, সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা ও কঠিন অধ্যবসায় তাহলেই আপনি পৌঁছে যাবেন কাঙ্খিত লক্ষ্যে। রইলো আপনাদের জন্য সেরকমই চাকরির সন্ধান-
পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় একটি পরীক্ষা যার যোগ্যতামান উচ্চ মাধ্যমিক। খাদ্যবিভাগে খাদ্য সরবরাহ দেখাশোনা সহ নানা দায়িত্ব পালন করতে হয়। লিখিত পরীক্ষা হয় ১০০ নম্বরের তারপর মৌখিক এবং নথিপত্র যাচাই করে নিয়োগ করা হয়। বয়স ১৮-৪০বছর। বেতন-২৫০০০।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সর্বাপেক্ষা জনপ্রিয় চাকরী এটি। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ২০টি শব্দ এবং বাংলায় ১০টি শব্দ টাইপ করতে পারার দক্ষতা। টাইপিং সার্টিফিকেট এর কথা উল্লেখ নেই। বয়স ১৮-৪০বছর। এসসি ও এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ৫ বছর আর ওবিসি প্রার্থী দের ৩ বছরের ছাড় রয়েছে। বেতন ২৫,২০০।
ভারতীয় পোস্টাল সার্ভিস এর অধীনে শুধুমাত্র মাধ্যমিক এর নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ এর সুযোগ রয়েছে এই পদটিতে। পোস্ট অফিস কেন্দ্রিক নানা সার্কেলে নিয়োগ করা হয়ে থাকে। যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে কোনো রেকগনাইজড মাধ্যমিক বোর্ডের অধিভুক্ত স্কুল থেকে। নিজের লোকাল ভাষা মাধ্যমিক স্তর অব্দি বাধ্যতামূলক ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। সাইকেল চালানোর দক্ষতা প্রয়োজন। বয়স ১৮-৪০ বছর। বেতন ১২০০০। আবেদন করতে পারেন India post.gov.in এই সাইটে।
পশ্চিমবঙ্গ পুলিশের সাধারণ ও এক্সসাইজ কনস্টেবল পদে মাধ্যমিক পাস দিয়েই আবেদন করা যায়। এর ভ্যাকান্সি থাকে ৩০০০ এর উপরে। প্রিলিমিনারি পরীক্ষার পর শারীরিক পরীক্ষা হয় যাতে ছেলেদের ১৬৭ সেন্টিমিটার ও মেয়েদের ১৬০সেন্টিমিটার উচ্চতা দরকার হয়। ছেলেদের বুকের মাপ দেখা হয় ৭৮ সেমি। গোর্খা, রাজবংশী, গারওয়ালিদের ক্ষেত্রে ছাড় আছে যদিও। এরপর PET দিতে হয় যা হলো ১৬০০ মিটার রান যা সম্পূর্ণ করতে হয় ৬.৩০ মিনিটে। এরপর রিটিন টেস্ট ও তারপর মেডিক্যাল। বয়স ১৮-২৭ বছর। পে স্কেল ৫৪০০-২৫,২০০ টাকার মধ্যে।
স্টাফ সিলেকশন কমিশন যা ইউপিএসসি এর অধীনস্ত তারা উচ্চমাধ্যমিক যোগ্যতায় নানা চাকরি দেয়। এসএসসি স্টেনো গ্রাফার সি এবং ডি পদে নিয়োগ করে স্পিচ রাইটিং,পাবলিক রিলেশান ইত্যাদি কাজ করানোর জন্য। এরজন্য লিখিত পরীক্ষায় রিজনিং, ইংরেজি, ম্যাথ, জেনারেল নলেজ এর পরীক্ষা দিয়ে স্কিল টেস্ট দিতে হয়। বয়স ১৮-২৭। বেতন ২০২০০। সিএইচএসেল ও এইরকম পরীক্ষা নেয় ডাটা এন্ট্রি অপারেটর, ইউডিসি, এলডিসি পদে সমান যোগ্যতা অনুসারে।
চাকরীর সাথে মোটা বেতন এবং নিয়মানুবর্তিতা যদি পেতে চান অবশ্যই আপনার লক্ষ হবে রেল। একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে ভারতজুড়ে। তারা বিভিন্নপদে নিয়োগ করে চলেছে। অল্প দিনের মধ্যে নিয়োগ হয় এবং ভ্যাকান্সি থাকে প্রচুর। আবেদন করতে পারেন এসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলওয়ে ক্লার্ক, স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, হেল্পার সহ নানা পদে। কম্পিউটার বেসড টেস্ট ও তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা হয় ম্যাথ, জিআই, জেনারেল সায়েন্স ইত্যাদির উপর ভিত্তি করে মোট ১০০ নম্বরের।বয়স ১৮-৩০ এর মধ্যে। এনটিপিসি পদেও গুডস গার্ড, ট্রাফিক এপরেন্টিসের পদ, টাইম কিপার ইত্যাদির সুযোগ রয়েছে। বেতন ১৯৯০০-৩৫৪০০ টাকা।
এছাড়াও ১০+২ যোগ্যতায় ইন্ডিয়ান আর্মির টেকনিক্যাল এন্ট্রি স্কিম বা জুনিয়র কমিশনের অফিসার বা নেভির সেলর, ক্যাডেট এন্ট্রি ডোমেইন পদ, কোস্ট গার্ড ছাড়াও ডিফেন্সে বিএসফ, সিয়ারপিএফ, ইন্দো তিবেতান ফোর্স ইত্যাদি চাকরীর সুযোগ রয়েছে।বুকের ছাতি ৮০-৮৫সেমি, উচ্চতা ১৭০সেমি ও বয়স ১৮-২৫ এর মধ্যে হলে স্বচ্ছন্দে আবেদন করতে পারবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…