মেকআপ

‘গ্লাস স্কিন’ মেকআপ! কোরিয়ান সৌন্দর্যের নতুন রহস্য।

‘গ্লাস স্কিন’! থুড়ি কাঁচের স্কিন! নিশ্চয়ই ভাবছেন এ আবার কি কথা! আমি নিশ্চয়ই পাগল-টাগল হয়ে গেছি বোধহয়! আজ্ঞে না, ‘গ্লাস স্কিন’ মেকআপ হল কোরিয়ার নতুন মেকআপ সেনসেশন যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় প্রায় সুনামি তুলে দিয়েছে! দেখা গেছে কোরিয়ান সুন্দরীরা কি জানি কীভাবে যেন কাঁচের মতো ঝকঝকে ত্বকের অধিকারী হয়ে উঠছেন! এ অবিশ্যি নতুন নয়।

মেকআপ নিয়ে কোরিয়ান মেয়েরা বরাবরই নতুন কিছু করতে ভালবাসেন। এর আগেও তাঁরা নানারকম নতুন নতুন মেকআপের পদ্ধতি আবিষ্কার করে গোটা পৃথিবীকে চমকেই দিয়েছেন। এই গ্লাস স্কিন মেকআপ তারই মধ্যে নতুন একটা সংযোজন আর কি!

‘গ্লাস স্কিন’ আসলে কি

‘গ্লাস স্কিন’ যে আদতে কি, তার রহস্য কিন্তু তার নামের মধ্যেই বলে দেওয়া আছে। গ্লাস স্কিন মানে কিছুই না, কাঁচের মতো ঝকঝকে, পরিষ্কার, নিদাগ চামড়া। যে চামড়া হবে স্মুদ, শাইনি, এবং তা আপনার ত্বককে এমনভাবেই আর্দ্র করবে, যাতে আপনার চামড়া যেন এক্কেবারে ময়েশ্চারাইজড আর কাঁচের মতোই স্বচ্ছ লাগে।

বিশেষজ্ঞরা কি বলেন  

‘পীচ অ্যান্ড লিলি’র প্রতিষ্ঠাতা অ্যালিসিয়া ইউন বলেন, গ্লাস স্কিন হল নাকি একটা ধারণা, যে ধারণা বলে কাঁচের মতোই স্বচ্ছ ত্বকের কথা! এক্কেবারে কাঁচের মতো ত্বক পাওয়া তো আর সত্যিকারের সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করলে তো তার কাছাকাছি একটা জিনিস পেতেই পারি। অ্যালিসিয়া বলেন, কোরিয়ার প্রত্যেক মেয়েরই নাকি স্বপ্ন থাকে এই কাঁচের মতোই ত্বকের অধিকারী হয়ে উঠতে। এটাই তাদের কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি! আর এই গ্লাস স্কিন নাকি কোরিয়ার লোকেদের কাছে তারুণ্যের প্রতীক। যে যত বেশী কাঁচের মতো উজ্জ্বল আর ঝকঝকে ত্বকের অধিকারী, সে নাকি ততই তরুণ!

আদৌ সম্ভব নাকি 

কিন্তু সে যাই হোক, আর যে বিশেষজ্ঞ যাই বলে থাকুন, আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন? ভাবছেন কাঁচের মতো পরিষ্কার স্কিন! এও সম্ভব! নিশ্চয়ই সবাই গুল দিচ্ছে! আর এদিকে আপনি তো কত্ত মেকআপ, বিউটি টিপসই ব্যবহার করেছেন, কত অজস্র সময় নষ্ট করে ফেলছেন সুন্দর দাগহীন, উজ্জ্বল চামড়ার অবসেশনে! তাও তো পাননি কাঁচের মতো চামড়া! আসলে যতই যা কিছু করে থাকুন না কেন, আর যত দামী প্রোডাক্টই ব্যবহার করে থাকুন না কেন, এটা তো নিশ্চয়ই মানবেন, যে কাঁচের মতো ঝকঝকে চামড়া পাওয়া সোজা ব্যাপার নয়। রাতারাতি হওয়াও সম্ভব নয়! এর জন্যে লাগে কঠোর অধ্যাবসায় আর দীর্ঘদিনের পরিচর্যা।

কীভাবে পেতে পারেন কাঁচের মতো স্কিন

অ্যালিসিয়া বলছেন, এর জন্যে আপনাকে কিছু প্রোডাক্ট ব্যবহার করতেই হবে এবং নিয়ম করে একটা নির্দিষ্ট স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। আর একবার যদি আপনি আপনার ত্বকের জন্যে সঠিক জিনিসগুলি বেছে ফেলতে পারেন, যেগুলো আপনার ত্বকের যথার্থ বন্ধু হয়ে উঠতে পারবে, তাহলেই অর্ধেক কেল্লা ফতে।

শুরু করুন আজই 

এক্সফোলিয়েট আর হাইড্রেট—কাঁচের মতো ঝকঝকে আর ফ্ল’লেস ত্বক পাবার এই নাকি গোপন রহস্য!

১. নিয়ম করে এক্সফোলিয়েটর দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করুন, যাতে ত্বকের মরা কোষ, মরা চামড়া সব গিয়ে আপনার ত্বক চকচকে আর মসৃণ হয়ে ওঠে।

২. তারপর ভালো কোনো একটা হাইড্রেটিং সিরাম নিয়ে মুখে ভালো করে লাগান, দেখবেন মুখ ময়েশ্চারাইজডও হচ্ছে, আবার কাঁচের মতো মোলায়েমও হয়ে উঠছে! তারপর সারারাত মুখে ওটা লাগিয়ে রাখুন। ব্যাস। এটাকেই আপনার বিউটি কেয়ারের মন্ত্র বানিয়ে ফেলুন। আর সারাদিনের বিউটি রুটিনে অ্যাড করে ফেলুন। আর তারপর দেখবেন ম্যাজিক কাকে বলে!

তাহলে আর দেরী করে কি করবেন? ‘শুভস্য শীঘ্রম’—দেখবেন কোরিয়ান মন্ত্রে আপনার ত্বক এই শীতে কাঁচের মতো না হলেও গোলাপের পাপড়ির মতো নরম আর মাখনের মতো মখমলি হয়ে উঠেছে! আর তারপর বন্ধুরা যদি আপনাকে জোর করতে শুরু করে আপনার এই স্কিন কেয়ারের নতুন রহস্য জানার জন্য, আর আপনার বর আপনাকে ছাড়তে না চান, সে দায়িত্ব কিন্তু আমাদের নয়!

ইন্দ্রাণী ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago