Most-Popular

গৃহবধূদের জন্য ঘরে বসে টাকা উপার্জনের সেরা ৫টি কাজ

গৃহবধূ বলেই যে শুধুমাত্র ঘরের কাজ করেই আপনার সময় কাটবে এমনটা ভাবার কোনও কারণ নেই। আপনি যদি চান আপনার স্বামীর মতো আপনার রোজগারও সংসারের কাজে লাগুক, তাহলে তারও অনেক উপায় রয়েছে।

ঘরের কাজ সেরেও আপনার হাতে থাকে যদি অতিরিক্ত সময়, তাহলে আপনি সেই সময়কে কাজে লাগিয়ে ঘরে বসেই টাকা রোজগার করতে পারেন।

১. নিজের হাতে জিনিস তৈরি করে বিক্রি করুন

আপনি যদি ভালো আঁকতে পারেন, অথবা যদি নিজে হাতে গয়না বানাতে পারদর্শী হন– তাহলে আপনি আপনার এই বিদ্যাকে কাজে লাগান। ঘরে বসেই ছবি আঁকুন, জিনিস বানান নানারকমের।

বিক্রি করুন সেগুলো প্রথমে নিজেদের আত্মীয়, বন্ধু-বান্ধবদের মধ্যেই। তারপরে দেখবেন মোটামুটি একটা পরিচিতি তৈরি হয়ে গেলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি অনায়াসেই আপনার হাতে তৈরি জিনিসগুলি বিক্রি করে লাভের অঙ্ক ভালোই রাখতে পারছেন। এক্ষেত্রে ঘরে বসে বানানো জিনিসগুলি বিক্রি করার ক্ষেত্রে আপনি ইন্টারনেটের সাহায্যও নিতে পারেন। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখান থেকেও প্রচার চালাতে পারেন। অথবা একটি পেজ তৈরি করে সেখান থেকেও চালাতে পারেন প্রচার। এভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনার হাতের কাজকে আপনি হাজার মানুষের সামনে তুলে ধরতে পারেন। যদি আপনার কাজের মধ্যে থাকে কোনও ইউনিকনেস বা অভিনবত্ব- তাহলে আপনার লাভের অঙ্ক বাড়তে থাকবে লাফিয়ে।

২. শিক্ষকতা করুন

যদি আপনার পড়তে ও পড়াতে ভালো লাগে, তাহলে শিক্ষকতাকেই আপনি পেশা করে নিন না অবসর সময়ে! সে ক্ষেত্রে আপনার প্রিয় বিষয় যেটি সেটিই পড়াতে থাকুন। পড়ানোর জন্য প্রথমে দেখুন ঐ বিষয়ের ছাত্র আপনার বাড়ির আশেপাশেই পান কিনা। যদি পেয়ে যান, তাহলে আপনি ক্রমশ পরিচিত হতে থাকবেন। তাই প্রাইভেট টিউশন আপনার রোজগারের ক্ষেত্রে একটি ভালো অপশন হতে পারে।

৩. রান্না করে রোজগার করুন

হোটেলের মশলাদার রান্নার থেকে প্রতিদিনের জন্য ঘরোয়া রান্নাই কিন্তু অনেকে পছন্দ করেন। আজকাল ছাত্র বলুন বা চাকরিজীবী- অনেকেই বাড়ির বাইরে থেকে পড়াশোনা বা রোজগার করেন। সে ক্ষেত্রে তাদের কাছে যদি আপনি অর্থের বিনিময়ে পৌঁছে দিতে পারেন ঘরোয়া রান্না, তাহলে তা থেকেও ভালোই উপার্জন হতে পারে। মানে, এক কথায় যাকে আমরা হোম ডেলিভারি বলি আর কি! আপনাকে তো বাড়ির জন্য রান্নাঘরেই বেশ খানিকটা সময়ে কাটাতে হয়, সে ক্ষেত্রে বাড়তি সময় ব্যয়ও হবে না, এদিকে লক্ষ্মীলাভও হবে। আজ থেকেই শুরু করে দিন।

৪. রোজগার করুন লেখালেখি করে

যদি আপনার মধ্যে থাকে ভাবনাকে ঝরঝরে ভাষায় লেখার দক্ষতা, ভাষার ওপর যথেষ্ট দখল, তাহলে তাকেও পুঁজি করে দিব্যি কাজ জুটোতে পারেন আপনি। বিভিন্ন ওয়েবসাইট তাদের লেখার জন্য কনটেন্ট রাইটার চায়। এ ছাড়াও খবরের কাগজ, পত্রিকাতেও আপনি ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতেই পারেন। সে ক্ষেত্রে আপনার লেখার মান অনুযায়ী সেগুলো ছাপা হবে কিনা ঠিক হবে। ছাপা হলে সেই লেখা থেকেও আপনার অর্থযোগ ঘটতে পারে। তাই ফ্রিল্যান্সিং বা কনটেন্ট রাইটিং আপনার ক্ষেত্রে একটি ভালো অপশন হতে পারে।

৫. মেকআপ ও বিউটিশিয়ানের কাজ করুন

আপনার যদি সাজগোজের প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনি মেকআপকেই আপনার পেশা করে নিতে পারেন। এ ক্ষেত্রে আপনি যদি এই বিষয়ের ওপর ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে তো খুবই ভালো কথা। অথবা আগ্রহ থাকলে কয়েক মাসের ট্রেনিং নেওয়ার কথা ভাবতে পারেন। এখন বিভিন্ন অনুষ্ঠানে মেয়েদের সাজগোজের জন্য এই ধরণের বিউটিশিয়ানের যথেষ্ট কদর রয়েছে। এছাড়া বিয়ের কনে সাজানোর কাজ যদি পান, তাহলে সেটি যথেষ্ট লাভজনক।

ফলে আপনি গৃহবধূ হলেও আপনার সামনে আছে রোজগার করার এমনই অনেক সুযোগ। তবে হ্যাঁ, প্রথমে আপনাকে ভাবতে হবে আপনার কোন কাজ করতে ভালো লাগে। সাজানো, লেখা, পড়ানো, ছবি আঁকা- ভালো লাগা যাই হোক না কেন; সেই ভালো লাগার হাত ধরেই আপনি রোজগার করতে পারেন। তাই বেছে নিন আপনার ভালো লাগাকে আর তাতে দক্ষতা বাড়ান। লক্ষ্মীলাভ এমনিই হবে।

সুমন সাহা

View Comments

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago