Most-Popular

ঘর সাজাবার ৯টি জিনিস যা ৫০০ টাকায় পাবেন অনলাইন থেকে

ঘর কি দিয়ে সাজালে ভালো লাগবে এই নিয়ে আমরা কতই না ভেবে থাকি।শুধু কি ভালো,যাতে একটু এলিগ্যান্ট লাগে সেটাও তো দেখতে হয়।তাই আজকের লেখায় রইল আপনার ঘরকে ‘ফিল গুড’ বানানোর জন্য নটি এমন জিনিস যা আপনার পছন্দ হবেই।

১. ওয়াল ফ্রেম

বসার ঘরে এরম ওয়াল ফ্রেম কিন্তু সবার নজর টানবে।ভীষণ সুন্দর তিনটি কালার কম্বিনেশন,যা বিশেষ ভাবে নজর কাড়ছে।ঝুলিয়ে রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থাও করা আছে।খুব হালকা ওয়েট।আর ওয়াটার রেসিস্টেন্ট পেন্টিং।তাই ভিজে কাপড় দিয়ে সহজেই পরিষ্কার করতে পারবেন।এরম তিনটি ফ্রেম,আরও নানারকম চোখ ধাঁধানো পেন্টিং ও রঙের ভ্যারাইটি তো পেয়েই যাবেন।

দামঃ এটার দাম ৩৯৮।তবে এগুলো পেয়ে যাবেন ২৯৭ থেকে।

কিনুন 

২. জয়পুরি ক্র্যাফটস উডেন কী হোল্ডার

বাড়ির নানারকম চাবি বা অন্যান্য কিছু ঝুলিয়ে রাখার জন্য,সুন্দর দেওয়ালে পেরেক পুঁতবেন নাকি!তাহলে আপনার সাধের রুমের সব সৌন্দর্য গেল বলে।তাই কিনে নিন এরম একটা কী হোল্ডার।বাড়ির নানা জায়গার চাবিও ঝুলিয়ে রাখতে পারবেন।তাহলে দরকারের সময় এদিক ওদিক চাবি খুঁজতে হবে না।একই জায়গায় সব পেয়ে যাবেন।শুধু চাবি নয়,হালকা কোন জামা,বা হালকা যে কোনো জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন।তাহলে সৌন্দর্যও বজায় থাকল,আবার আপনার সাধের রুম ওলট পালটও হল না।এগুলো বিভিন্ন দামে বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন।

দামঃ ৪১৮ টাকা।

কিনুন 

৩. ওয়াল হ্যাঙ্গিং শো-পিস

স্বস্তিক চিহ্নকে খুব লাকি মনে করা হয়।সেই সঙ্গে দেওয়ালের শোভাও বাড়াবে।কাউকে গিফট দেওয়ার জন্যও খুব ভালো অপশন।এরম একটা লাকি গিফট পেলে তো সবাই খুশী হবে।নিজের বাড়িতেও দেওয়ালে ঝুলিয়ে রাখুন এটি।লাকিও হবে,আবার সবার নজরও কাড়বে।

দামঃ ৩৯৯ টাকা।

কিনুন 

৪. সিঙ্গেল ওয়াল পেন্টিং

নিমন্ত্রণ বাড়ি যাবেন।বুঝতে পারছেন না কি দেবেন?তাহলে কিনে নিন এরম একটা মাল্টিকালার ফ্রেম।অসাধারণ পেন্টিং দেখে চোখ ধাঁধিয়ে যাবে সবার।আর যাকে দেবেন সে আপনার এই গিফট এ বোধহয় সবচেয়ে বেশি খুশী হবে।সঙ্গে নিজের জন্যও কিনে নিতে পারেন।বসার ঘর হোক বা শোয়ার,ঘর সাজানোর প্রশংসায় ঝুলি ভরে যাবে।আরও বিভিন্ন অসাধারণ সমস্ত পেন্টিং পেয়ে যাবেন।এগুলি ড্রাই কাপড় দিয়ে পরিষ্কার করবেন।

দামঃ এটার ২১৯ টাকা।তবে এর দাম শুরু ১৯০ থেকে।

কিনুন 

৫. গ্রামাফোন

পুরনো ফ্যাশন খুব পছন্দ হলে,ঘরে রাখতেই পারেন এরম একটা হ্যান্ডমেড গ্রামাফোন।আজকাল ঘর সাজানোর ফ্যাশনে,মারাত্মক চাহিদা রয়েছে গ্রামাফোনের।বেশ একটা আর্টিস্টিক ছোঁয়া,সঙ্গে আভিজাত্যপূর্ণ ফ্যাশন।অনেকেই আজকাল বাড়ির এক কোণে গ্রামাফোন সাজিয়ে রাখেন।আপনিও ট্রাই করে দেখতেই পারেন।

দামঃ ২৯৩ টাকা।

কিনুন 

৬. দুর্গ

বেশ অন্যরকম ফ্যাশন পছন্দ হলে,এরম একটা দুর্গের সেট ঘরে রাখুন।যারা ফ্যাশন নিয়ে খুব চর্চা করেন,তাদের জন্য এটা খুব ভালো অপশন।বেশ অন্য রকম অথচ দারুন ফ্যাশনেবল।

দামঃ ২৫১ টাকা।

কিনুন 

৭. স্ট্যান্ড র‍্যাক

ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস এদিক ওদিক ছড়িয়ে না রেখে,এরম একটা সুন্দর র‍্যাক কিনে নিন।তাহলে দরকারের সময় খোঁজাখুঁজিও করতে হবে না,আবার এটা আপনার ছোট্ট সুন্দর রুমটাকে করে তুলবে আরও বেশি ফ্যাশনেবল।এতে আপনার যে কোনো জুয়েলারি,বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস ঝুলিয়ে বা এমনিও রাখতে পারবেন।এটা আরও অন্য রঙের পেয়ে যাবেন।

দামঃ ৩৮৯ টাকা।

কিনুন 

৮. বুদ্ধা শো-পিস

রুমটাকে যদি এরম একটা শো-পিস দিয়ে সাজিয়ে রাখেন,তাহলে সবার চোখ আগে যাবে ওটার দিকে।অসাধারণ কালার কম্বিনেশন।সঙ্গে সূক্ষ্ম কারুকার্য।মারাত্মক স্টাইলিশ।এটা শুধু একটা মুখ।ফুল বডিও পেয়ে যাবেন।বিভিন্ন ডিজাইনে।ডিজাইন অনুযায়ী এর দাম বিভিন্ন।

দামঃ ২৯৯ টাকা।

কিনুন 

৯. আর্টিফিসিয়াল বাম্বু লিভস

ন্যাচারাল লুক যারা খুব পছন্দ করেন,তাদের জন্য এটা খুব ভালো।একটুকরো সবুজ,যেটা প্লাস্টিক ও কাঠের সমন্বয়ে তৈরি।এটা বাঁশঝার।এরম আরও নানারকম গাছ পেয়ে যাবেন।এমনি সাধারণ ফুলদানীর যেমন উচ্চতা হয়,মোটামুটি সেরমই উচ্চতা।বিভিন্ন গাছ অনুযায়ী দামও বিভিন্ন।

দামঃ ৩৯৫ টাকা।

কিনুন 

তাহলে আপনার ছোট্ট সুন্দর রুমটাকে আরও সুন্দর করে তোলার অনেক সন্ধান আজ দিয়ে দিলাম।আজ এই পর্যন্তই।কি মন ভরল না এতে?মন ভরাতে ‘দাশবাস’ তো আছেই।এরম নিত্য নতুন আরও ফ্যাশনেবল জিনিসের সন্ধান দিতে থাকবো।তাই চোখ রাখুন ‘দাশবাসে’।

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago