শাড়ি প্রেমীদের জন্য রয়েছে ঘিচা শাড়ির লেটেস্ট ৭টি ডিজাইন। এবছর হয়তো পুজোর আনন্দে মাতার মত পরিস্থিতি নেই তবু নিজেকে খুশি রাখার জন্য, আসন্ন দুর্গা পুজো, কালী পুজো বা ভাইফোঁটার জন্য বেছে নিতে পারেন মনের মত একটা ঘিচা শাড়ি।
ঘি’য়ে ও হালকা লাল রঙের মেলবন্ধনে তৈরি এই সুন্দর হ্যান্ডলুম পিওর ঘিচা সিল্ক শাড়ি। ওভেন ও জরির সুন্দর কাজ করা পুরো শাড়ি জুড়ে। লাল রঙের ব্লাউজ পিস রয়েছে শাড়ির সাথে। মনের মত ডিজাইনের ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। ফলস ও পিকো করা আছে শাড়িটিতে।
বাংলার পিওর খাদি কটন এই ঘিচা শাড়িটি অসম্ভব সুন্দর দেখতে। কাপড় কোয়ালিটিও উন্নত মানের। তবে শাড়িটি বাড়িতে ধোবেন না, বরং ড্রাই ক্লিন করতে দেবেন কিনলে। এতে বছরের পর বছর শাড়ি নতুনের মত থাকবে। আর খুশির খবর হল এই শাড়িতে এখন রয়েছে দারুন অফার। পছন্দ হলে কিনতে দেরি করবেন না।
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পুজো স্পেশাল ঘিচা শাড়ি কালেকশান। ট্রাডিশানাল ঘিচা শাড়ি। পিওর ঘিচা সিল্কের কাপড়। শাড়ির ওজন ১ কিলোগ্রাম। অর্ডার করলে ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ি বসে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটি।
প্রিন্টেড প্যাটার্নের সিল্কের ঘিচা শাড়ি কালো ও লেমন হলুদ রঙের। সাথে রয়েছে ব্লাউজ বানানোর জন্য কাপড়।
ঘিচা শাড়ির আরেকটি সুন্দর কালেকশান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের। বাঙালীয়ানায় ভরপুর এই শাড়ি যেকোনো রকমের অকেসানে আপনাকে দেবে ক্লাসি লুক।
ওভেন ও ট্যাসেল ওয়ার্ক করা এই কালো রঙের সুন্দর ঘিচা শাড়ি খুব সহজে নর্মাল শাড়ির দোকানে পাবেন না। তাই পছন্দ হলে কিনতে দেরি করবেন না। স্টক সীমিত।
ট্রাডিশানাল ঘিচা সিল্কের এই শাড়িটি অপূর্ব সুন্দর দেখতে ঠিক ছবির মত। পুজো বা যেকোনো ধরনের অকেসানে ট্রাডিশানাল লুক পেতে চাইলে বেছে নিতে পারেন এই শাড়িটি। এটিও আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কালেকশান।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…