প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কি আপনি সেই পুরনো আপনিকে খুঁজে বেড়ান? এই আপনারই এক সময়ে যে ঘন কালো চুল ছিল, তা এখন ইতিহাস। বরং প্রতিবারই যখন আয়নার সামনে দাঁড়ান আপনার সিঁথি দেখে রীতিমতো চমকে ওঠেন এই ভেবেই যে, মাথার যে অংশে আজ টাক পড়ে গিয়েছে, সেখানে কি আর আদৌ চুল উঠবে!
আজ তাই আপনাদের জন্য রইলো এমন কয়েকটি ঘরোয়া পদ্ধতির সন্ধান যা কিনা চলে আসছে সেই মা-ঠাকুমার আমল থেকে। দেখে নিন সেগুলি কী কী-
‘মায়ের পায়ের জবা’ কিন্তু আপনার জন্য আশীর্বাদস্বরূপ। জবা ফুলের তেল মাথায় লাগালে আপনার চুল পড়া তো বন্ধ হবেই একইসঙ্গে মাথায় নতুন চুল গজাতেও শুরু করবে।
আমলা অর্থাৎ আমলকী। যা চুলের যত্ন নিতে দারুন কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এটি খুশকি দূর করা থেকে শুরু করে চুলের গ্রোথ বাড়াতেও সমান ভাবে সাহায্য করে।
মেথি চুলের জন্য খুবই উপকারি। চুল কালো রাখার পাশাপাশি এই তেল চুল পড়া নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত এই তেলের ব্যবহারে নতুন চুল গজানো শুরু হয় একমাসের মধ্যেই।
আগে যখন চুলে রঙ করার প্রচলন ছিল না তখন মেহেন্দি পাতা বেটে মাথায় লাগানোর প্রচলন ছিল, এতে যেমন আপনার চুল পায় এক প্রাকৃতিক রঙ তেমনই, চুলের গোড়ায় পুষ্টি যোগায়। তবে এখন আর মেহেন্দি পাতা হাতের কাছে না পেলে বাজার চলতি হার্বাল মেহেন্দির গুঁড়ো কিনে নিতে পারেন।
তুলসীর তেল আপনার চুলকে বাইরের দূষণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। খুব প্রাচীন কাল থেকেই এই তুলসীর তেলের ব্যবহার করা হয়ে আসছে, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানতেন না।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Sob e bujhlam.but tar thekeo akta boro somossa ache.mathay prochondo ukun.onek kichu try korechi..kichui hoyni.bises kore lik gulo kichu tei pore Na.tene ante gele betha lage.r ukun gulo kichu mekhe gele kodin bade Abar chole case.samner Mase Amar biye.ki Korbo bujhtei parchi Na.plz help me
এটি ট্রাই করুন। লিঙ্কে ক্লিক করুন