ধর্ম ও সংস্কৃতি

আগামি দশ বছরের গণেশ পুজোর শুভ মুহূর্ত

দুর্গাপুজোর আগে যে পুজো জানিয়ে দেয় যে মা আসছেন, তা হল গণেশ পুজো। সিদ্ধিদাতা গণেশ এসে জানিয়ে দেন যে মা আসতে আর বেশি দেরি নেই। যদিও আমাদের বাংলায় বিশ্বকর্মা পুজোকে দেবীর আগমনের বার্তা হিসেবে ধরা হয়, কিন্তু গোটা ভারতের নিরিখে গণেশ পুজো বা গণেশ চতুর্থীর একটা আলাদা গুরুত্ব আছে।

বাণিজ্য নগরী মুম্বইয়ে বিশাল ধুমধাম করে গণেশ পুজো হলেও এখন বাংলাতেও বেশ ভাল করেই গণেশ পুজো হয়। অনেক বাড়িতেও গণেশ পুজো হয়। আসুন আপনাদের জানিয়ে দিই এই বছর সহ আগামী দশ বছরের গণেশ পুজোর পুণ্যলগ্ন।

১. ২০২১

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১০ সেপ্টেম্বর, শুক্রবার। সকাল ১০.১৯ থেকে বেলা ১২.৪৮ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৯ সেপ্টেম্বর, রবিবার।

২. ২০২২

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৩১ অগস্ট, বুধবার। সকাল ১০.২১ থেকে বেলা ১২.৫২ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ এখানেও প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী মূলত দশ দিনের অনুষ্ঠান হলেও আপনারা পরের দিন বিসর্জন দিতেই পারেন। তবে মূল নিয়ম মানলে গণেশ বিসর্জনের শুভ দিন হল ৯ সেপ্টেম্বর, শুক্রবার।

৩. ২০২৩

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল ১০.১৭ থেকে বেলা ১২.৪৪ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় দুই ঘণ্টার ওপর আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান আগেই বলেছিলাম। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

৪. ২০২৪

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর, শনিবার। সকাল ১০.২০ থেকে বেলা ১২.৪৯ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি আপনারা সময় পাবেন পুজো করার। গণেশ চতুর্থী যেহেতু দশ দিনের অনুষ্ঠান, তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।

৫. ২০২৫

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৭ অগস্ট, বুধবার। সকাল ১০.২২ থেকে বেলা ১২.৫৪ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। দুই ঘণ্টার বেশি আপনারা সময় পাচ্ছেন। এই বছরে গণেশ বিসর্জনের শুভ দিন হল ৬ সেপ্টেম্বর, শনিবার।

৬. ২০২৬

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৪ সেপ্টেম্বর, সোমবার। সকাল ১০.১৮ থেকে বেলা ১২.৪৬ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান বলে গণেশ বিসর্জনের শুভ দিন এই বছর হল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার।

৭. ২০২৭

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৪ সেপ্টেম্বর, শনিবার। সকাল ১০.২০ থেকে বেলা ১২.২৫ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টার বেশি আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার।

৮. ২০২৮

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৩ অগস্ট, বুধবার। সকাল ১০.২২ থেকে বেলা ১২.৫৫ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছিএই বছরেও আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী গোটা দেশে মূলত যেহেতু দশ দিনের অনুষ্ঠান, তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ২ সেপ্টেম্বর, শনিবার।

৯. ২০২৯

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল ১০.১৯ থেকে বেলা ১২.৪৭ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন গণেশ পুজো করার। এই বছরে গণেশ বিসর্জনের শুভ দিন হল ২১ সেপ্টেম্বর, শুক্রবার।

১০. ২০৩০

এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১ সেপ্টেম্বর, রবিবার। সকাল ১০.২১ থেকে বেলা ১২.৫২ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রতি বারের মতো এই বছরেও প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী বরাবরই দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার।

হাতের কাছে আপনারা পেয়ে গেলেন দশ বছরের গণেশ পুজোর খুঁটিনাটি। আর কোনও চিন্তা নেই। এখন মনের আনন্দে অন্তত এই বছরের গণেশ পুজোর পরিকল্পনা শুরু করে দিন।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago