আপনার মুখের সৌন্দর্য নষ্ট করছে মুখের আঁচিল। তাহলে সত্যিই সমস্যারই কথা। একটা সামান্য কালো অথবা লালচে তিল বা আঁচিল আপনার যথেষ্ট মেকআপ করা সত্ত্বেও সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই রোজই হয়ে থাকেন। বিশেষত কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় হাজারো মেকআপ করা সত্ত্বেও শুধু মাত্র ওই একটা কারণেই মন খুঁতখুঁত করে বলুন? অনেকে হয়তো বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে ব্যবহার করেও কোনও ফল পাননি।
আসলে অতিরিক্ত রোদে ঘোরার কারণে, ত্বকের তেলতেলে ভাবের জন্য অথবা হরমোনাল পরিবর্তন জনিত কারণেও আপনার এমন সমস্যা হতে পারে। আমরা আপনাকে বলতে চলেছি এর খুব সহজ সমাধান, যার জন্য খুব কম পরিশ্রম করে আপনি বাড়িতে বসেই মুখের আঁচিলের হাত থেকে রেহাই পেতে পারেন। আসুন, দেখে নেওয়া যাক এর কিছু ঘরোয়া টোটকা।
পদ্ধতি:
আলুর একটি ছোট টুকরো নিয়ে মিনিট পাঁচেক সময় ধরে তিলের অংশটিতে ঘষতে থাকুন। অথবা, আলুর টুকরোটিকে কাপড়ের টুকরো দিয়ে তিল হওয়া অংশটিতে চেপে ধরে রাখুন মিনিট দশেক। তিলটিকে সম্পূর্ণ মিলিয়ে দিতে দিনে অন্তত দুইবার এটা করতে থাকুন।
সামান্য পরিমাণ রসুন নিয়ে সেটিকে পেস্ট করে নিন। এই পেস্টটিকে একটা গোটা রাতের জন্য তিলের অংশটিতে লাগিয়ে রাখুন, সম্ভব হলে একটি সুতির কাপড় দিয়ে জড়িয়ে রাখুন। পরপর কয়েকদিন সপ্তাহ তিনেক এটি করতে থাকুন। ফল ঠিক পাবেন।
এক্ষেত্রে তেমন কিছুই করার নেই আপনার নারকেল তেলটিকে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে রাখা ছাড়া। আঁচিলের অংশটিতে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। সম্ভব হলে সকালে ও রাতে– এভাবে দিনে দু’বার করে ব্যবহার করুন। আপনার আঁচিলের কোনও দাগই থাকবে না। নারকেল তেল ত্বকের জলীয়ভাবকে রাসায়নিকভাবে উন্নত করে, তাই খুব সহজেই আপনি এর থেকে মুক্তি পেতে পারেন।
প্রথমে আঁচিল হওয়া অংশটিকে ভালো করে পরিষ্কার করে নিন জল দিয়ে। এরপর ফ্রেশ অ্যালোভেরা জেল জায়গাটিতে লাগিয়ে একটি সুতির কাপড় দিয়ে ঘন্টা দুয়েক জড়িয়ে রেখে দিন। অ্যালোভেরা ত্বকের ক্ষেত্রে ভারতীয় আয়ূর্বেদ চিকিৎসায় বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে। কারণ এর মধ্যে থাকে পলিস্যাকারাইড, এনজাইম, ভিটামিন ও মিনারেলের রাসায়নিক সমন্বয়। তাই এক্ষেত্রেও খুব সহজেই আপনি এর সাহায্যে তিল বা আঁচিলেরও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাড়াতাড়ি ফল পেতে সম্ভব হলে দিনে দু’বার এই পদ্ধতি প্রয়োগ করুন।
কলার খোসা তো আপনি ফেলেই দেন। চাইলে এর থেকেও আপনি আঁচিলেরও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার জন্য একটি কলার খোসা নিয়ে তার ভেতরের দিকটি আঁচিলের দিকে মুখ করিয়ে, আঁচিলকে স্পর্শ করিয়ে রাখুন। এরপর এটিকে সুতির কাপড়ের ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে রেখে দিন সারা রাত। খুব সহজেই আপনি আঁচিলের থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি যতদিন না আঁচিলেরও দাগ মিশছে, এর ব্যবহার বন্ধ না করেন। কলার খোসায় থাকে প্রাকৃতিক এনজাইম। এ ছাড়াও থাকে অক্সালিক ও অ্যাসকরবিক অ্যাসিড। এই দুটির মিশ্রণ খুব সহজেই আপনার মুখের দাগকে মিশিয়ে দেয়।
ঘরোয়া পদ্ধতিতে প্রতিটি উপকরণ আপনি পেয়ে যাবেন হাতের কাছেই। ফলে অল্প পরিশ্রমেই খুব সহজেই আপনি এতদিনের একটি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর সময়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…