Most-Popular

Foods For Hair Growth: চুলের গ্রোথ বজায় রাখতে এই দশটি খাবার জরুরি

চুল আমাদের সবার কাছেই খুব প্রিয়। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখি যে আমাদের চুল ঠিক আমাদের পছন্দ মতো নয়, তাহলে আমাদের মন বেশ খারাপ হয়ে যায়। নারী হোক কি পুরুষ, সৌন্দর্যের রহস্য কিন্তু লুকিয়ে থাকে চুলেই। আর আজকের দিনে মেয়েরা যতই আধুনিক হোক না কেন, আর যতই ছোট চুল রাখুক না কেন, লম্বা চুলের যে কোনও বিকল্প হয় না, এটা কিন্তু তারাও মানে।

তাই খুব জরুরি হল আমাদের চুলের বৃদ্ধি বা গ্রোথ যাতে ভাল থাকে তার ব্যবস্থা করা। আর তার জন্য শুধু কিছু প্রোডাক্ট বাইরে থেকে লাগানোই যথেষ্ট নয়, কিছু পুষ্টিকর খাবারও খেতে হবে। আসুন তাহলে দেখে নিই সেগুলো কী কী।

১. পালং শাক

জানি অনেকেরই খেতে হয়ত খুব একটা ভাল লাগে না। কিন্তু চুলের বৃদ্ধির জন্য পালং শাক খুবই উপকারী। চুলের বৃদ্ধির জন্য দরকার ভিটামিন এ এবং সি আর এই দুটো উপাদানই রয়েছে পালং শাকের মধ্যে। এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন, যা চুলকে মজবুত করে। চুলের মধ্যে রক্ত সরবরাহ করতেও আয়রন সাহায্য করে। তাই চুলের জন্য পালং শাক খাওয়া অভ্যেস করুন।

২. বাদাম

শুধু বাদাম তেল অন্য তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখলে উপকার পাওয়া যাবে না। তাই এবার থেকে বাদাম খান। বিশেষ করে পেস্তা ও কাঠবাদাম। এর মধ্যে রয়েছে ভিটামিন বি আর জিঙ্ক, যা চুলের জন্য খুবই দরকারী।

৩. সবজির দানা

কি! শুনে খানিক চমকে যাচ্ছেন কী? তাহলে শুনুন, আপনার চুলের বৃদ্ধির জন্য সবজির দানা কিন্তু খুব উপকারী। দানায় থাকে ভিটামিন ই আর জিঙ্ক, যা চুলের বৃদ্ধি তো বটেই, চুলের অন্য নানা সমস্যা দূর করতে খুবই সাহায্য করে। তাই আপনি হয় এমনি হোক, বা দানা শুকিয়ে নিয়ে পরে রান্নায় দিয়ে হোক, কিন্তু সবজির দানা খান। এতে উপকার পাবেনই।

৪. বিনস

কোনও কিছু সুস্থ রাখার জন্য প্রোটিন খুবই দরকার। আর চুল তার স্বাস্থ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় প্রোটিন বিনস থেকেই নিয়ে নিতে পারে। বিনসকে তাই সঙ্গী করুন আর চুলের প্রোটিনের ভারসাম্য বজায় রাখুন।

৫. মাছ

মাছ নিয়ে নতুন করে আর কি বলব। আমাদের শরীরের জন্য মাছ যে কত ভাবে উপকার করে তা তো আমরা সবাই জানি। কিন্তু চুলের জন্যও আলাদা ভাবে মাছের দিকে নজর দিন। মাছে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুলের একান্ত আবশ্যিক উপাদান। তাহলে বুঝতেই পারছেন যে চুল ভাল রাখতে মাছ খাওয়া কতটা জরুরি।

৬. গোলমরিচ

রান্নায় স্বাদ বাড়াতে গোলমরিচ ব্যবহার করেন তো জানিই। কিন্তু এবার থেকে গোলমরিচ খাওয়ার আগে ভেবে নিন যে এটা আপনার চুলের জন্যও কতটা উপকারী। গোলমরিচে আছে ভিটামিন সি যা চুলের জন্য খুবই জরুরি। চুলের বৃদ্ধি ধরে থাকতে শুধু নয়, চুলের ডগা ফাটা, চুল পড়া বন্ধ করতেও খুব দরকারী হল ভিটামিন সি। তাই নিয়ম করে গোলমরিচ খান।

৭. মিষ্টি আলু

মিষ্টি আলু খেতে যতটা মিষ্টি, ততটাই কাজেরও। এই মিষ্টি আলুতে আছে বিটা ক্যারোটিন, যা চুলকে ভিতর থেকে মজবুত করতে সাহায্য করে। এর পাশাপাশি, বিটা ক্যারোটিন চুলের কোষ জন্ম নিতেও সাহায্য করে। আপনি আপনার খাদ্য তালিকায় তাই মিষ্টি আলু রাখতেই পারেন।

৮. ডিম

আমাদের চুলের একটি উপাদান হল প্রোটিন। প্রোটিনের অভাবে চুল পড়ে যায়। তাই চুলে প্রোটিনের সরবরাহ ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি নির্ভর করতে পারেন ডিমের উপর। এতে আছে প্রচুর প্রোটিন আর বায়োটিন। এর পাশাপাশি জিঙ্ক আর সেলেনিয়ামের মতো উপাদানও আছে ডিমে যা চুলের গ্রোথের জন্য খুব দরকার। তাই সানডে হোক কি মনডে, রোজ ডিম খাওয়া জরুরি।

৯. অ্যাভোকাডো

অ্যাভোকাডো চুলে ভিটামিন ই সরবরাহ করে। একটি মাঝারি অ্যাভোকাডো ২১% ভিটামিন ই এর জোগান দেয় চুলে। গবেষণা করে দেখা গেছে যে ভিটামিন ই নিলে চুলের গ্রোথ ৩৪.৫% মতো বেড়ে যায়। আর ভিটামিন ই তো ফলিকল শক্ত করে, স্ক্যাল্পকে ভাল রাখে। তাছাড়া এই অ্যাভোকাডো ফ্যাটি অ্যাসিডের উৎস, যা ছাড়া চুলের কোষ তৈরিও হবে না, মজবুতও হবে না।

১০. সয়াবিন

সয়াবিন যে চুলের জন্য ভাল এটা আমরা সকলেই জানি। সয়াবিনে থাকা স্পারমিডিন চুল লম্বা করতে সাহায্য করে। চুলের ভেঙ্গে যাওয়াও আটকায় এই সয়াবিন। যে কোনও ভাবেই হোক, তাই সয়াবিন আপনার খাদ্য তালিকায় যোগ করুন।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago