দেখতে দেখতে শেষ হতে চলেছে আরও একটা বছর। এই যেন মনে হয়ে শুরু হল ২০১৯ সাল। কিন্তু দেখতে দেখতে হয়ে এল বছরের শেষ। আসতে চলেছে নতুন বছর, ২০২০। নতুন বছর নতুন আশা, নতুন কিছু স্বপ্ন। তবে প্রত্যেকবারই নতুন বছর শুরু হওয়ার আগে সকলেরই একটা বিষয় মনে হয় যে, নতুন বছর কেমন কাটবে?
সকলেরই মনে হয় যে নতুন বছর সবসময়ই শুভ কাটুক, সবকিছু শুভ হোক। তবে আপনার সময় কেমন যাবে, বা আপনার জন্য আগামী দিনে কী কী ভালো খবর অপেক্ষা করছে, এসবই কিন্তু অনেকাংশে নির্ভর করে আপনার ভাগ্যচক্রের ওপর, যার অনেকটাই আবার নির্ভর করে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর।
আর জ্যোতিষশাস্ত্রে এই গ্রহ-নক্ষত্রের অবস্থানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কারণ এই গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে, ১২টি রাশির মধ্যে ৫টি রাশির আগামী বছর খুব ভালো কাটতে চলেছে। যে কোনও পরিস্থিতিতি বাধা-বিপত্তি কাটিয়ে উঠে সবকিছুই খুবই ভালো হতে চলেছে যে পাঁচ রাশির সেগুলি হল-
২০২০ সাল কর্কট রাশির জন্য বিশেষ বার্তা বয়ে নিয়ে আসবে। ভালো থাকার অন্যতম শর্ত হল অর্থ। আর কর্কট রাশির ক্ষেত্রে ২০২০ সালে এই অর্থভাগ্য অসম্ভব ভালো। সারা বছর ধরেই অর্থ উপার্জনের যোগ রয়েছে। পাশাপাশি প্রেমের সম্পর্ক স্থাপনের জন্য এই বছরটি খুবই শুভ। বিশেষত যাঁরা একা মানুষ, তাঁদের জীবনে ২০২০ সালে এক পছন্দসই মনের মানুষের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে সব মিলিয়েই এই রাশির মানুষদের আগামী ২০২০ সালটি এতটাই ভালো যাবে যে তাঁদের কাছে এই বছরটি মনের মণিকোঠায় সবার সেরা হয়ে থাকবে।
বৃষ রাশির মানুষদের জন্য ২০২০ সালটি একে বারে সোনায় সোহাগা হয়ে দেখা দেবে। কারণ ২০২০ সাল আপনাকে নাম-যশ-অর্থ-প্রতিপত্তি সবকিছুই উপহার দেবে। শুধু তাই নয়, এই সালটি বৃষ রাশির মানুষের কাছে এমন কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে, যা তাদের একেবারে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। যারা সবে কেরিয়ার শুরু করেছেন, তারাও নিজের কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছানোর সুযোগ পাবেন। যার ফলে কর্মক্ষেত্রে উন্নতি তো ঘটবেই সেইসঙ্গে প্রচুর পরিমাণে আয়েরও দিশা দেখা যাবে।
কুম্ভ রাশির জাতকরা আগামী ২০২০ সালে নিজেদের জীবনটাকে নতুন করে খুঁজে পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র বলছে, নতুন বছর কর্মজীবনে সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে। ২০২০ সাল আপনাকে নিজেকে প্রমাণ করার একটা বিরাট সুযোগ এনে দেবে, যার ফলে আপনার নিজেরে সেরাটা প্রমাণ করতে পারবেন। সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। সেইসঙ্গে ব্যক্তিজীবনেও সুখের সময় নিয়ে আসতে চলেছে ২০২০। প্রেমের সম্পর্ক মধুর হতে চলেছে এই বছর।
এই রাশির জাতকরা বছরের শুরু থেকেই নিজেদের ভাগ্যের পরিবর্তন অনুভব করতে না পারলে একটু ধৈর্য্য ধরুন। কারণ কন্যা রাশির জাতকরা বছরের মাঝামাঝি সময় থেকে প্রচুর অর্থের মুখ দেখবেন। শুধু তাই নয় ২০১৯-এর যাবতীয় মানসিক অশান্তি ও দুশ্চিন্তা কেটে গিয়ে কন্যা রাশির জাতকরা নতুন সূর্যের সন্ধান পাবেন। যার ফলে এই রাশির জাতকরা নিজেদের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। কোন বড় কিছু কাজ করার থাকলে বছরের মাঝের দিকে সেই কাজে হাত দিন। শুভ হবে সব দিক থেকে।
২০১৯ সাল সেইভাবে সঙ্গ না দিলেও কিন্তু ২০২০ সালে সিংহ রাশির জাতকদের ভাগ্যচক্রে বৃহস্পতি থাকবে তুঙ্গে। যার ফলে আপনারা প্রভূত ধন-সম্পত্তির অধিকারী হবেন সেইসঙ্গে কাজের ক্ষেত্রেও প্রচুর নাম-যশ-খ্যাতি অর্জন করবেন। শুধু তাই নয়, ব্যবসায়ীদের জন্যও ২০২০ সাল চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এই রাশির জাতকরা যাতেই হাত দেবেন তা-ই সোনা হয়ে উঠবে। সর্বপরি এই বছরটা আপনাদের খুব আনন্দে কাটবে।
উপরের যাবতীয় আলোচনা রাশিচক্র মতে জ্যোতিষ শাস্ত্রের কথা। এসব বিশ্বাস অবিশ্বাস প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা। তাই এই পাঁচ রাশি বাদে যে বাকি রাশির জাতকদের আগামী বছর শুভ নয়, এমন ভাবনার পোষণ মনে ভুলেও আনবেন না। গণনা অনুসারে এই পাঁচ রাশির আগামী বছর বিপত্তি মুক্ত কাটতে চলেছে তার সাথে আশাকরি সবার জীবন সুন্দর হয়ে উঠুক নতুন বছরের শুভ সন্ধিক্ষণে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…