আগুনের সামান্য আঁচ শরীর স্পর্শ করলেই আমরা কেঁপে উঠি। আর আগুনের লেলিহান শিখা তো আরও সাংঘাতিক। তাই আগুনের থেকে বাঁচতে সাবধান থাকুন ও সকলকে সাবধান করুন।
আজকের লেখা আগাম সতর্ক বার্তা। কখন কোন জায়গায় আগুন লাগলে আর আপনি সেই স্থানে উপস্থিত থাকলে কি কি করবেন বাঁচার জন্য তা জেনে নিন।
সবার প্রথমে কি কি করা উচিত তা জেনে রাখা খুবই জরুরী। কারণ সেই বিপদের মুহূর্তে সহজ কয়েকটি জিনিস মেনে চললে আপনার ও অন্যের প্রাণ বাঁচতে পারে।
নানা কারণে আগুন লাগার সম্ভাবনা থাকে। ফলে নিজে থেকে আগুন নেভানোর চেষ্টা না করে। বরং আগে নিজে ও অন্যরা তা থেকে নিরাপদে যান। তারপর সাথে সাথে ফায়ার ব্রিগেড বা অগ্নিনির্বাপক দলকে খবর দিন।
ভারতে ফায়ার ব্রিগেড’র নম্বর ১০১। আর আপনার এলাকার সবচেয়ে নিকটতম ফায়ার ব্রিগেড’র নম্বর আগে থেকে জেনে রাখুন। তাহলে তা বেশি সুবিধা জনক।
আগুন লাগলে সবার প্রথম সেই জায়গা থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করুন। যদি আপনি অফিস,সিনেমা হল শপিং মল বা এমন জায়গায় আছেন যেখানে ইমারজেন্সি ডোর রয়েছে, তাহলে এই সময় ইমারজেন্সি ডোর বা আপাতকালীন দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করবেন। খেয়াল রাখবেন যেদিকে আগুন লেগেছে সেদিক দিয়ে না বেরোনোর।
বাড়িতে আগুন লাগলে নিজে, পরিবারের অন্যরা ও পোষা জীবজন্তু থাকলে তাদের বাইরে বেরোনোর ব্যবস্থা করুন সবার প্রথমে। ঘরের জিনিষপত্র নিয়ে বেরোনোর প্ল্যানে থাকবেন না।
বহুতলে থাকলে সিঁড়ি দিয়ে নীচে নামুন। লিফট ভুলেও ব্যবহার করবেন না।
আগুন লাগলে ভয় পাওয়া স্বাভাবিক। নানা গবেষণা থেকে জানা গিয়েছে অনেক সময় আগুন লাগার দুর্ঘটনায় মানুষের প্রাণহানি হয় ভয়ের কারণে। তাই ভয়কে জয় করে সেই সময় আগুনের থেকে বাঁচার চেষ্টা করুন।
আগুনের ধোঁয়া থেকে দূরে থাকুন। কাপড় দিয়ে মুখ ঢাকা দেওয়ার চেষ্টা করুন। কারণ আগুনের ধোঁয়া থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস বিষাক্ত। যা চোখে মুখে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে। বিশেষ করে যাদের শ্বাস কষ্টের সমস্যা আছে তাদের শ্বাসরোধ পর্যন্ত হতে পারে এইসময়।
আগুন লাগলে সবার প্রথমে বেরোনোর চেষ্টা করবেন তা থেকে, যদি দেখেন বেরোনোর অপশান নেই তাহলে ঘাবড়ে যাবেন না। সাহায্য আসা অবধি নিজেকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করবেন।
এরকম অবস্থায় সঙ্গে সঙ্গে মেঝেতে শুয়ে পরুন। এবার মেঝেতে সারা শরীর রোল করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়। এরকম করলে আগুন জলদি নিভে যাবে।
মেঝেতে রোল করার সময় হাত দিয়ে মুখ ঢেকে নেবেন যাতে, আগুনের আভা মুখে এসে না লাগে।অযথা লাফালাফি করবেন না আগুন লাগলে, এতে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…