পুজোর উৎসবে সেজে উঠতে চলেছে গোটা শহর, গ্রাম, শহরতলী। আপনিও বা পিছিয়ে থাকবেন কেন? পুজোর জমকের সাথে সাথে আপনিও মুখের চমক ধরে রাখুন পুজোর চারদিন। ঘরে বসে সামান্য ঘরোয়া উপকরণের সাহায্যে করে নিন ফেসিয়াল। দেখবেন আলোর রোশনাই প্যান্ডেলের চেয়ে সবচেয়ে বেশি আপনার মুখেই জ্বলজ্বল করছে উজ্জ্বল ভাবে।
ফেসিয়াল করার প্রত্যেকটা স্টেপ ফলো করেই আপনি পেতে পারেন চমৎকার উজ্জ্বল ত্বক। খুব সিম্পল এই প্রতিটি স্টেপ।
ফেসিয়াল করার আগে সবচেয়ে প্রয়োজনীয় স্টেপ হল মুখ ভালো ভাবে পরিষ্কার করে নেওয়া। এতে ত্বকের উপরের ময়লাসহ ভিতরের মরা কোষ দূর হয়। পাশাপাশি স্কিনের বন্ধ পোরস খুলে যায়। এরফলে ফেসিয়াল করার কার্যকারিতা ভালো ভাবে ত্বকের উপর অ্যাপ্লাই হয়।
ফেসিয়াল ক্লিনজার ঘরে কিভাবে করবেন?
ফেসিয়াল স্ক্রাব করার ফলে স্কিনের প্রতিটি লেয়ার পরিষ্কার হয়ে যায়। ফলে ফেসিয়ালের এফেক্ট ভেতর পর্যন্ত প্রসারিত হয়।
ফেসিয়াল স্ক্রাব ঘরে কিভাবে করবেন?
পার্লারে গিয়ে অনেকেই ফেসিয়াল করার রিজন এই স্টেপটি। এতে ম্যাসাজ করে স্কিনকে রিল্যাক্স করা হয়। হাতের চাপের সাহায্যে ক্রিম অ্যাপ্লাই করা হয় এমন ভাবে যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে পুষ্টি প্রদান করে। তাই বাড়িতে ফেসিয়াল করার সময় এই স্টেপটি খুব ভালো ভাবে করা জরুরি।
ফেসিয়াল ম্যাসাজ ক্রিম ঘরে কিভাবে বানাবেন?
সবচেয়ে লাস্ট স্টেপ এটি। এতে আপনাকে একটি ফেস প্যাক বানিয়ে নিতে হবে সবার প্রথমে। এটি অবশ্যই স্কিনের ধরন অনুযায়ী বানাতে হবে। যেমন শুষ্ক ত্বকের জন্য ফেস প্যাক বা অয়লি স্কিনের ফেস প্যাক। নর্মাল স্কিনে সব রকমের ফেস প্যাক অ্যাপ্লাই করা যেতে পারে।
ফেসিয়াল প্যাক কিভাবে বানাবেন?
জেনে নিলেন সহজ ৪টি স্টেপ। সপ্তাহে দুবার করতে পারেন। আর পুজোর কদিন চাইলে রোজ সকালে এটি একবার ট্রাই করে দেখুন। জেল্লা বজায় থাকবে ১০০%।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…