সকালে ঘুম থেকে উঠে যেই মুখে হাত দিলেন দেখলেন মুখ খুবই তেলতেলে লাগছে। নাকের চারপাশটা হাত দিতেই দেখলেন হাতে একগাদা তেল উঠে এল। আর আয়নার সামনে দাঁড়িয়ে আপনি রোজ যে দেখেন আপনার মুখে ব্রণ, ফুসকুড়ি এই সব হয়েছে, তাও কিন্তু এই তেলতেলে ত্বকেরই দান। আপনি বলবেন আপনি অনেক কিছু ব্যবহার করেছেন। কিন্তু দেখতেই তো পাচ্ছেন যে তাতে খুব একটা লাভ হল না। এবার তাই বাজারের জিনিস ছেড়ে ঘরের তৈরি উপাদানে বিশ্বাস করুন। আজকের আর্টিকেলটা পড়লেই সবটা বুঝতে পারবেন।
আপনি নিশ্চয়ই রোজ সাবান দিয়ে মুখ ধোন। তাহলে আজ থেকে এই অভ্যেস বন্ধ করুন। সাবান ব্যবহার করলে আপনার ত্বক আরও খসখসে আর রুক্ষ হয়ে যাবে। আর যদি আপনার মুখে ব্রণ বা তার দাগ থেকে থাকে, তাহলে তো কোনও ভাবেই সাবান মুখে লাগানো যাবে না। বেসন তার জায়গায় ব্যবহার করে দেখুন। বেসন আপনার ত্বককে ভিতর থেকে পরিষ্কার করবে। আর আপনার ত্বককে দাগহীন উজ্জ্বল বানাতেও সাহায্য করবে। তাই আজ থেকেই বেসন ব্যবহার শুরু করুন। আসুন দেখে নিই কীভাবে আপনারা বেসনের ফেসপ্যাক ব্যবহার করে আপনাদের ত্বককে আরও সুন্দর করতে পারবেন।
আপনার মুখে যদি ব্রণর দাগ থেকে থাকে, আর অনেক কিছু ব্যবহার করেও তা না যায়, তাহলে আপনি এই প্যাকটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই উপকার পাবেন।
উপকরণ
২ চামচ বেসন, অর্ধেক টম্যাটো, অ্যালোভেরা জেল
পদ্ধতি
প্রথমে টম্যাটো ভাল করে পিষে নিতে হবে। তার মধ্যে এবার বেসন যোগ করতে হবে। তার সঙ্গে দু চামচ মতো অ্যালোভেরা জেল মেশাতে হবে। এবার ভাল করে মিশিয়ে একটা পেস্ট বানাতে হবে। তারপর এই পেস্ট মুখে মেখে ৩০ মিনিট মতো রেখে দিতে হবে শুকিয়ে যাওয়া অবধি। তারপর ঠাণ্ডা জল দিয়ে হাল্কা হাতে স্ক্রাব করতে করতে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন তখনই মুখ বেশ তরতাজা লাগছে।
এই প্যাক ভিতর থেকে ত্বক খুব ভাল রাখে, পরিষ্কার করে।
উপকরণ
৩ চামচ বেসন, প্রয়োজন মতো দুধ, চন্দন গুঁড়ো।
পদ্ধতি
একটি পাত্রে বেসন, ভাল কোনও দোকান থেকে কেনা চন্দন গুঁড়ো আর দুধ নিয়ে ভাল করে মেশান। এবার এই ঘন পেস্টটা আপনার মুখে ২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন শুকিয়ে না যাওয়া পর্যন্ত। তারপর ঠাণ্ডা জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলুন। এটা খুবই উপকারী তৈলাক্ত ত্বকের জন্য। চন্দনের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ভিতর থেকে মুখ পরিষ্কার করে।
আমরা সবাই জানি গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। আর তার সঙ্গে বেসন যুক্ত হলে তো কথাই নেই।
উপকরণ
২ চামচ বেসন, ৩ চামচ গোলাপ জল।
পদ্ধতি
এক পাত্রে বেসন আর গোলাপ জল নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই পেস্ট মুখে মেখে ১৫ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে আসলে ঠাণ্ডা জল দিয়ে আস্তে আস্তে স্ক্রাব করে ধুয়ে নিন। গোলাপ জল ত্বককে ভিতর থেকে টোন করে আর উজ্জ্বলতা বজায় রাখে। রোজই এই প্যাক ব্যবহার করতেই পারেন।
বেসন বা হলুদ কোনও কিছুর উপকারিতাই নতুন করে আর বলার নেই। আমাদের ত্বকের যে কোনও সমস্যাতেই হলুদ খুব উপকারী। হলুদের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যাকটেরিয়ার সমস্যা দূর করে যা তৈলাক্ত ত্বকের জন্য খুব দরকার।
উপকরণ
৩ চামচ বেসন, ১ চামচ বেকিং সোডা আর আধ চামচ হলুদ
পদ্ধতি
সব উপকরণ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। একটা ঘন পেস্ট তৈরি হবে। সেই পেস্ট এবার মুখে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন শুকিয়ে না যাওয়া অবধি। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক আপনি সপ্তাহে দুদিন করতেই পারেন ব্যবহার।
আপনি এই সবকটি প্যাকই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…