অনেকেই ফলস অ্যাইলাসেস ব্যবহার কর। কোন কোন ব্র্যান্ডের অ্যাইলাসেস চোখের জন্য ভালো হবে তা আমারা অনেকেই জানি না। কিন্তু যেকোনো আইল্যাসেস চোখের জন্য একদম ভালো না। এতে চোখের মারাত্মক ক্ষতি হয়। বিশেষত ফলস আইল্যাসের সঙ্গে যে আঠা গুলো থাকে তা অত্যন্ত নিম্ন মানের হয়। তাই ব্যবহার করুন ভালো ব্র্যান্ড আইল্যাস। যেগুলো খুব ভালো একটুও ক্ষতিকারক নয়।
একদম ন্যাচারাল লুকের আইল্যাস যদি চাও। তাহলে কিনে নাও ম্যাক আইল্যাসেস।আইল্যাসেস গুলো লাগিয়ে মনেই হবে না যে অ্যাইলাস লাগানো আছে চোখে। বিভিন্ন সেপের পেয়ে যাবেন। আপনাদের চোখ অনুযায়ী পছন্দ করে নিতে পারবেন। দাম পড়বে ৫০০।
এটাও পেয়ে যাবে নিভিন্ন সেপের। ব্ল্যাক ও একদম ন্যাচারাল কালারের আইল্যাস। এটা সহজেই অনলাইন ও অর্ডার করতেই পারেন। মোটামুটি সব কটা শপিং সাইটেই পেয়ে যাবেন। অ্যাডরেল আইল্যাসেস। দাম পড়বে ৩৭০ থেকে ৬০০।
যদি খুব ভালো কোয়ালিটির আইল্যাসেস ব্যবহার করতে চাও তাহলে বেছে নিতেই পার, সেফোরা আইল্যাসেস। ফলস আইল্যাসেসে যে আঠাটা থাকে, এতে সেটা খুবই ভালো কোয়ালিটির। চোখের কোন ক্ষতি হয় না। দাম পড়বে ৬০০।
এই ব্রান্ডের আইল্যাসেস গুলি সাধারণত সেনসিটিভ স্কিনের জন্য স্পেশাল। যাদের সেনসিটিভ স্কিন তারা সব কিছু ব্যবহার করতে পারে না। কিন্তু তারা অনায়াসে এই আইল্যাসেস ব্যবহার করতেই পারো। কোন রকম ক্ষতি হবে না। অথচ সুন্দর লাগবে। দাম পড়বে ৪৫০।
এটাও খুব ভালো একটা আইল্যাসেস ব্র্যান্ড। খুব ন্যাচারাল লুকের। একদম ক্লাসিক ব্ল্যাক কালার। খুব হালকা। এবং এটি আপনাকে দেবে একটা ড্রামাটিক লুক। দামও ১৬০ থেকে ২৩৫ এর মধ্যেই হয়ে যাবে।
যারা খুব স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন তাদের জন্য এই ব্র্যান্ডের আইল্যাসেস খুব ভালো। খুব ঘন আইল্যাসেস। খুব সহজেই আবার রিমুভ করা যায়। অনেক সময় আঠা বাজে থাকলে রিমুভ করতে খুব সমস্যা হয়। কিন্তু এতে এসব কোন সমস্যাই হবে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
এইসব কটা ব্র্যান্ডই খুব ভালো। আঠা খুব ভালো কোয়ালিটির। একটুও চোখের ক্ষতি হয় না। অনলাইন সহজেই পেয়ে যাবে। তাহলে এবার চোখে আইল্যাসেস কম থাকলেই চিন্তা নেই, নিশ্চিন্তে অ্যাইলাসেস দিয়ে নিজের চোখকে সাজাও।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…