Categories: Uncategorized @bn

আইমেকাপ টিপস ৫টি, যা আপনার চোখকে সুন্দর করে তুলবে

যে চোখ দিয়ে আমরা দেখি এই সুন্দর পৃথিবী, সেই চোখ শুধু ইন্দ্রিয় নয়, এটি একটি সৌন্দর্যও বটে! এই চোখের মাঝেই ফুটে ওঠে আনন্দ, বিষাদ, হতাশা, ক্লান্তি আর আকাঙ্ক্ষা। আর এই চোখকে সাজানোর মাধ্যমে আপনার সৌন্দর্য্য যেন হয়ে ওঠে আরও দ্বিগুণ।

আসুন আজ জেনে নেই আপনি কিভাবে আপনার চোখকে সুন্দর করে সাজিয়ে তুলবেন তার সহজ ৫টি টিপস, যেগুলো মেনে চললে আপনার চোখের সৌন্দর্য্যে আপনি হয়ে উঠবেন আরও বেশি সুন্দরি, আকর্ষণীয়।

১/ চোখের ত্বক বুঝে মেকাপ করুন

প্রথমেই আপনাকে মেকাপ করার আগে বুঝে নিতে হবে আপনার ত্বকের ধরণ। আপনার ত্বক তৈলাক্ত হলে পাউডার জাতীয় ও ওয়াটার প্রুফ আইশ্যাডো ও আইলাইনার ব্যবহার করুন। স্বাভাবিক ত্বকে যে কোনো কিছুই চলতে পারে।

২/ চোখে মেকাপ করতে চোখের শেপ বুঝে

আপনার চোখ দুটো যদি একটু ছোট হয়, তাহলে যথাসম্ভব কম মেকাপ করতে হবে। এক্ষেত্রে ভারি মেকাপ ও গাঢ় আইশ্যাডো এড়িয়ে যাওয়াই শ্রেয়। হালকা রঙের আইশ্যাডো দিয়ে আইলাইনার টেনে দিন চোখের উপরে ও নিচে হালকা টান দিয়ে। আর মাশকারাও আপনাকে কম লাগাতে হবে। দুই চোখের দূরত্ব কম হলে আপনি নাকের কাছাকাছি চোখের ভেতর থেকে বাইরের দিকে আইশ্যাডো লাগাতে পারেন, যাতে চোখ দুটো বিস্তৃত বা টানা দেখায়। আবার দু’চোখের দূরত্ব বেশি হলে চোখের ভেতরের দিকের কোণায় আইশ্যাডো লাগিয়ে নিন। এরপর চোখের পাতা ঘেঁষে সরু করে আইলাইনার টেনে দিন। এতে চোখদুটো একটু কাছাকাছি আর টানা দেখাবে। আপনার চোখ যদি একটু বসা ধরণের হয়, তাহলে অবশ্যই আপনাকে আইশ্যাডো দিতে হবে হালকা করে। আর একটু ভাসা ভাসা চোখ হলে চোখের ওপরে ও নিচে আইশ্যাডো লাগিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৩/ পোশাকের রঙের সাথে মানানসই মেকাপ করুন

আপনাকে চোখের মেকাপ করতে হবে পোশাকের ধরণ ও রঙের সাথে মিলিয়ে। একদম ম্যাচিং কালারের আইশ্যাডো দিতে হবে এমন কোনো কথা নেই। তবে পোশাকের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মানানসই, এমন রঙটিই বেছে নিন আইশ্যাডো হিসেবে।

৪/ মেকাপে পরিপূর্ণতা এনে দেবে কাজল ও আইব্রু পেন্সিল

চোখের মেকাপে যদি পরিপূর্ণতা আনতে চান, তাহলে কাজল ও আইব্রু লাইনার ব্যবহার করতে পারেন। তাছাড়া বাঙালি নারীর কাজল কালো চোখ না হলে যেন আমাদের চলেই না! তাই চোখের ভেতর যত্ন করে কাজল টেনে নিন একদাগে। আর আপনার ভ্রু যদি একটু পাতলা ও সরু হয় তবে আইব্রু পেন্সিল দিয়েও হালকা করে দাগ টেনে নিতে পারেন। এছাড়া চোখের মেকাপ সম্পূর্ণ করতে আইব্রু কোণে হাইলাইটারও লাগালে মন্দ হয় না।

৫/ মাশকারা চোখকে বড় দেখাবে

চোখকে বড় আর সুন্দর দেখানোর জন্য চোখের পাপড়িতে মাশকারা ব্যবহারের কোনো বিকল্প নেই। মাশকারা আপনার চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। একসাথে অনেক করে মাশকারা লাগাবেন না। প্রথমে পাপড়িতে এক পরত মাশকারা দিয়ে সেটা শুকাতে দিন। শুকিয়ে গেলে আবার আরেক পরত মাশকারা লাগান। দেখবেন আপনার চোখের সাজ লাগছে অনেক বেশি আকর্ষণীয় ও গর্জিয়াস।

ঝটপট জানিয়ে দিলাম আপনাকে চোখের মেকাপের ৫টি টিপস। চোখকে আকর্ষণীয় ও সুন্দর করে সাজাতে হলে এই ৫টি টিপস ভুলে গেলে কিন্তু চলবে না!

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago