কথায় বলে চোখই মনের আয়না। অর্থাৎ চোখ দেখে এক ঝলকেই পড়ে ফেলা যায় মন। আর এই চোখের ভাষাই বলে দিতে পারে মনের দিক থেকে আপনি কেমন মানুষ। আপনি কারওর সঙ্গে যতই ছলনা করুন না কেন, আপনার চোখে কিন্তু কিছুই লুকোনো থাকবে না।
বিচক্ষণ মানুষ আপনার চোখ দেখেই সবটা বুঝে নিতে পারেন। তবে এটা আমার কথা নয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এবং ক্যুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনঃস্তত্ত্ববিদরা যৌথভাবে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে চোখের রঙ অনুসারে মানুষের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশেষজ্ঞরা।
১) নীল চোখের অধিকারী যারা
নীল চোখের মানুষ সচরাচর দেখা যায় না বটে, তবে এরা খুবই আকর্ষণীয় দেখতে হয়ে থাকে।
এরা প্রেমের সম্পর্ক নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে থাকে, তাই সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করেন এরা।
পাশাপাশি নীল চোখের অধিকারীরা খুবই চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকেন।
সবদিক চিন্তাভাবনা করে তবেই এরা কোনও পদক্ষেপ গ্রহণ করে।
২) গাঢ় বাদামী রঙের চোখ যাদের
গাঢ় বাদামী রঙের চোখের মণি অনেকেরই দেখা যায়। বলা হচ্ছে এই ধরণের চোখের মণি যাদের তারা খুবই সৃজনশীল প্রকৃতির মানুষ হয়ে থাকেন।
নিত্য-নতুন জিনিস নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা এদের স্বভাবজাত।
সেইসঙ্গে নিজেদের কাজ নিয়ে এরা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন।
কোনও দায়িত্ব কাঁধে নিলে এরা সেই কাজে নিজেকে প্রমাণ করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন।
৩) ধূসর রঙের চোখের মণির অধিকারী যারা
ছাই বা ধূসর রঙের চোখের রঙ যাদের সেইসব ব্যক্তিরা খুবই ভদ্র ও নম্র স্বভাবের হয়ে থাকে।
এরা এদের ব্যক্তিত্ব দিয়ে খুব সহজেই অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিজীবন- এরা সবকিছুতেই একটা সামঞ্জল্য বজায় রাখতে জানেন, যার ফলে কোনও সমস্যার সম্মুখীন হলেও এরা খুব সহজেই তা কাটিয়ে উঠতে পারেন।
এদের আরও একটা গুণ হল এরা চট করে রেগে যায় না। তবে সমস্যা হল, একবার রেগে গেলে শান্ত হওয়া খুবই মুশকিল।
৪) কালো রঙের চোখের মণি যাদের
হরিণের মতো কালো চোখ যাদের তাদের ব্যক্তিত্বও কিন্তু খুবই মায়াবী।
এরা খুবই বিশ্বাসযোগ্য প্রকৃতির মানুষ হয়ে থাকেন।
এরা খুব সহজে প্রেমে পড়েন না, কিন্তু প্রেমের বাধনে বাঁধা পড়লে তাতে আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে পড়েন।
এরা নিজের কাছের মানুষের কাছে খুবই ভরসার পাত্র হয়ে ওঠেন।
সেইসঙ্গে কর্মক্ষেত্রে এই ধরণের মানুষরা খুবই পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন।
নিজের জায়গা তৈরীর জন্য এদের কাছে পরিশ্রমের বিকল্প আর কিছুই হয়ে উঠতে পারে না।
৫) হেজ়ল বা হাল্কা বাদামী রঙের চোখ
হাল্কা বাদামী এবং সবুজ-এর মিশেলে তৈরি হয় এই বিশেষ রঙের চোখের মণি।
চোখের মণির মতোই অভিনব এদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য।
এরা অসম্ভব সাহসী প্রকৃতির হয়ে থাকে। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে অসম্ভব ভালবাসেন এরা।
শুধু তাই নয়, একইসঙ্গে খুবই রোমাঞ্চপ্রিয় মানুষ হন তাঁরা। এরা খুব সহজেই অন্যকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন, তবে সমস্যা হয় এদের ব্যক্তিজীবনে।
কারণ বিশেষ এই ধরণেই মণির অধিকারী মানুষরা বেশিদিন ধরে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না। যার অন্যতম কারণ এদের বদমেজাজী স্বভাব।
View Comments
Cukh
Thanks you so much