Most-Popular

আই ব্রো ওয়াক্সিং কিভাবে ঘরে করবেন- স্টেপ বাই স্টেপ

আই ব্রো ওয়াক্সিং যারা নিয়মিত করে থাকেন তাদের জন্য আজ রয়েছে দারুন একটি খবর। পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর করতে হবে না। তাছাড়া পয়সা কিছুটা হলেও কম খরচ হবে। মনে প্রশ্ন জাগছে কিভাবে? দাঁড়ান সব বলছি এক এক করে। এবার থেকে নিজেই নিজের পছন্দ মত আই ব্রো রাখুন নিজের হাতে। আই ব্রো ওয়াক্সিং ঘরে করে নিন কম খরচে খুব সহজে।

স্টেপ বাই স্টেপ দেখে নিন 

আই ব্রো ওয়াক্সিং ঘরে করতে হলে সহজ কয়েকটা স্টেপ ফলো করলেই হবে। কোন রকমের ঝামেলা নেই। নিজেও করতে পারবেন অন্যকেও করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

ওয়াক্স কিভাবে বানাবেন

আই ব্রো ওয়াক্সিং করতে ওয়াক্সের প্রয়োজন। না না বাইরে থেকে কিনতে হবে না। এটি বানানোর  জন্য যে যে জিনিস লাগবে তা আপনি আপনার রান্নাঘরে পেয়ে যাবেন। মধু, লবণ, ময়দা ও জল। এই চারটি উপকরন দিয়ে ওয়াক্স বানাতে হবে।

একটি বাটিতে মধু, লবণ, ময়দা ও জল সমপরিমানে নিন। যেহেতু  শুধু আই ব্রো ওয়াক্সিং করবেন তাই ২ থেকে ৩ চা চামচ করে উপকরন নিলেই হবে।

চারটি উপকরন ভালো ভাবে মিশিয়ে নিন। এবার গ্যাসে বা মাইক্রভেন থাকলে তাতে ২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য গরম করুন মিশ্রণটি। সাবধানে করবেন। হালকা পুরু মত হয়ে যাবে মিশ্রণটি। মানে রেডি আপনার ওয়াক্স।

১০ মিনিটের জন্য এবার মিশ্রণটিকে ঠাণ্ডা হতে দিন। গরম থাকলে আপনার স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা দেখতে পুরু মোমের মত হয়ে যাবে। হাতে নিলে একটু চ্যাটচ্যাট করবে।

ওয়াক্স কিভাবে ব্যবহার করবেন 

ওয়াক্সিং করার প্রথমে ভালো করে ফেশওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। যাতে মুখে জমে থাকা ময়লা ও প্রাকৃতিক তেল না থাকে। ভালো করে পরিষ্কার তোয়ালেতে মুখ মুছুন।

এবার আই ব্রো তে যেখানে যেখানে লোম সরাতে চান সেখানে একটি এয়ারবাড দিয়ে ঘরে বানানো ওয়াক্স খুব সাবধানে সাথে লাগান। ছবিতে দেখে নিন যেভাবে লাগানো হচ্ছে ঠিক সেইভাবে।

এবার একটি কাপড়ের টুকরো, খুব ভালো হয় যদি ফ্যাব্রিক স্ট্রিপস কিনে আনতে পারেন। দাম খুবই কম। এবার এটি ওয়াক্স লাগানো অংশে ভালো করে চেপে ধরুন। ১০ মিনিট মত রাখুন। ঠিক ছবিতে যেভাবে করা আছে ওই ভাবে করুন।

ওয়াক্স সরানো 

ফ্যাব্রিক স্ট্রিপস এবার এক ঝটকায় টেনে সরান। খেয়াল রাখবেন ডান আই ব্রো’র ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে টানুন। আর বাম আই ব্রো’র ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে টানুন। ছবি দেখে নিন। হালকা একটু লাগবে। কিন্তু চেষ্টা করবেন ফ্যাব্রিক স্ট্রিপস সরানোর সময় যতটা জলদি টেনে সরানো যায়। আসতে আসতে করলে অবাঞ্ছিত লোম গুলি থেকে যাবে।

এবার একটি পরিষ্কার কাপড় হালকা গরমজলে ভিজিয়ে নিয়ে জায়গাটা মুছে নিন। ব্যাথা থেকে আরাম পাবেন। বরফ থাকলে বরফ দিতে পারেন। তারপর ভালো করে মুছে ভ্যাসলিন জাতীয় ক্রিম অল্প লাগিয়ে নিন। ব্যাস আই ব্রো ওয়াক্সিং সম্পূর্ণ। ভালো করে আয়নায় দেখে নিন। যদি ভালো করে লোম না সরে সেই জায়গায় ঠিক একই ভাবে আর একবার ওয়াক্সিং করে নিন।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago