আকাশের গায়ে কেমন পুজো পুজো গন্ধ! হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালীর সবচেয়ে বড় উৎসবের উৎযাপন। দুর্গা পূজা। তাই এখন থেকেই পুজো পুজো ভাবটা ধরে রাখতে শুনতে শুরু করে দিন দুর্গা পূজা স্পেশাল গান।
পুজো, আর বাংলা গান বাজবে না, তাকি হয়? একদম না। তাই বাতাসে মিশে থাকা পুজোর আমেজকে আরও চাঙ্গা করে তুলতে ১০টি সেরা মা দুর্গার গান। না না ভক্তি মূলক ভেবে ঘাবড়ে যাবেন না। একেবারে ঢাকের তালে তালে নেচে ওঠার মত হিট বাংলা গান।
জিৎ গাঙ্গুলির পরিচালনায় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি একেবারে পুজোর জন্য পারফেক্ট গান। মন খুশিতে মেতে ওঠে গানটা শুনলেই।
আশা ভোসলের গাওয়া এই গানটি ছোটবেলার পুজোর দিনগুলো মনে করিয়ে দেয়। শিউলি ফুলের গন্ধ থেকে কাশ ফুলের খামখেয়ালী মাথা দোলানো চোখের সামনে ভেসে ওঠে। সাথে মা দুর্গার শক্তিময়ী রূপ ফুটে ওঠে সাবেকিয়ানার ছোঁয়ায়।
পুজোর হুল্লোড় ও জমজমাটি আনন্দে ভরপুর গানটি।
শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি সকাল সকাল শুনলে মনের সব গ্লানি নিমেষের মধ্যে দূর হয়ে যায়। এত শান্তি রয়েছে এই গানটিতে যে, হাজার বার শুনলেও মন ভরতে চায় না।
শুভমিতা ব্যানার্জীর কণ্ঠে গাওয়া শিশিরে শিশিরে শারোদ আকাশে গানটি দুর্গা পুজোর সেরা গানগুলির মধ্যে একটি। পুজো আসার গান এটি।
সায়নি পালিতের গাওয়া আগমনী গান।
মহালয়ার সকাল সকাল এই গান দিয়েই বাঙালীর দিন শুরু হয়। তাই পুজো স্পেশাল গানের লিস্টে এটি না থাকলে কি আর চলে!
সিনেমার গান কিন্তু দুর্গা পুজোর আলাদা আমেজ আছে গানটিতে। এত বছর পরেও নতুনের মত শুনতে লাগে গানটি।
বাঙালীয়ানায় ভরপুর একটি দুর্গা পূজা স্পেশাল গান। ‘বেলাশেষে’ মুভির গান। বনেদি বাড়ির পুজোর সুন্দর কাহিনী গানের মোড়কে ফুটে উঠেছে বিশেষ ভাবে।
লোকসঙ্গীতের ধাঁচে গড়া এই সুন্দর দুর্গা পুজো কেন্দ্রিক গান একেবারে ইউনিক ও স্পেশাল পুজোর জন্য।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…