বর্তমান যুগে প্রতিটি ঘরে কম বেশি একটাই সমস্যার কথা শোনা যায়। ‘এত চুল উঠছে যে ন্যাড়া হয়ে যাবো’। ছেলে মেয়ে নির্বিশেষে এই সমস্যা। কম বয়েসেই মাথার সামনের দিক ফাঁকা হতে শুরু করে দিয়েছে। অনেকে তো চুল ওঠার ভয়ে চুল আছড়াতেই চান না। আমি এদের মধ্যে একজন। তবে ছিলাম, এখন আর নেই।
কেন? কি এমন টোটকা পেলাম? তা আপনাদের বলতেই আজকের লেখা। সারা বছর এটি আপনাকে সাহায্য করবে চুলের যত্ন নিতে। বিশেষ করে পুজোর আগে এই সমস্যার সমধান করে ফেলতে পারেন আপনারাও। নিয়ম করে কয়েকটা জিনিস মেনে চলুন একমাস, ভালো রেজাল্ট পেতে বাধ্য।
চুলের যত্ন নেওয়া মানে সপ্তাহে শুধু একদিন হেয়ার প্যাক লাগানো, বা মাসে একবার স্পা করা নয়। রোজ অল্প সময় হলেও কয়েকটা বিষয় যত্ন সহকারে মেনে চলা। এতে চুল ভেতর থেকে মজবুত হয়। চুল পড়া বন্ধ করতে কয়েকটি সিম্পল বিষয়ের খেয়াল রাখুন মন দিয়ে।
চুল পড়া নানা কারনে হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ একবার নিয়ে নেওয়া জরুরী সব সময়। তবে আজকাল পলিউশানের জন্য এই সমস্যা বেশি মাত্রায় দেখা দিচ্ছে। সে জন্য নিজে হেয়ার কেয়ার রুটিন মেনে চলা খুব জরুরী। উপরের ১০টি বিষয় খেয়াল রাখার পাশাপাশি এই দুটি হেয়ার প্যাক সপ্তাহে এক থেকে দুবার অবশ্যই ব্যবহার করা ভালো।
রুক্ষ শুষ্ক চুলের মালকিন বা মালিকরা এই হেয়ার প্যাকটি ব্যবহার করে চুল পড়া আটকানোর সাথে সাথে চুল সিল্কি করে তুলতে পারেন অনায়সে।
কি কি সামগ্রী লাগবে?
কি ভাবে ব্যবহার করতে হবে?
যাদের চুল অতিরিক্ত মাত্রায় অয়লি তাদের চুল পড়ার মাত্রা খুব বেশি। তাই তারা সপ্তাহে দুবার করে এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন।
কি কি সামগ্রী লাগবে?
কি ভাবে ব্যবহার করতে হবে?
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Amar khub chul pora r mathai pochondo khuski hoyeche kivabe kombe plz suggest