স্টাইল আজকাল সর্বত্র সে হেয়ার কার্ট হোক বা ড্রেস। শাড়ি পরার ক্ষেত্রেও নানা ধরনের কায়দা রয়েছে। বিশেষ করে দুর্গা পুজো উপলক্ষে একটু স্টাইল তো বানতা হ্যা! কি এবার পুজোয় একদিন শাড়ি পরার প্ল্যান নিশ্চয়ই আছে? তাহলে আজকের এই ১০টি স্টাইল দেখে নিন। খুব সহজেই পরতে পারবেন। ছবি দেখে বেছে নিন মনের মত স্টাইল আর পুজোয় অয়ে উঠুন সেরা নন্দিনী।
নামটা নিছক মজা করে লিখলাম। সাধারণত রোজকার স্টাইলে যেমন শাড়ি পরেন সে ভাবেই পরবেন। কিন্তু একটু ক্যাসুয়াল ভাবে শাড়ির আঁচল রাখবেন। ভারী গয়নার সাথে শাড়ি এ ভাবে পরতে পারেন। একটু অন্যরকম দেখাবে।
লাল রঙের শাড়ি পরবেন ভাবছেন? তাহলে অভিনেত্রী মিমির মতই শাড়িটি পরতে পারেন। নতুন বউদের দারুন মানাবে এই স্টাইলটি। আঁচল একদম সরু করে প্লিট করবেন।
অঞ্জলি দিতে যাবেন যে শাড়িটি পরে তা পরুন বাঙালী আটপৌড়ে স্টাইলে। সাথে বেছে নিন সুন্দর ভারী গয়না। জ্যান্ত দুর্গা মনে করবে অনেকেই 😎 ।
পুজোর রাতে প্যান্ডেল দেখতে শাড়ি পরে যাওয়ার প্ল্যান থাকলে এই স্টাইলে পরুন। ভিড়ে শাড়ি ভালো ভাবে ক্যারি করতে পারবেন এতে। আর বেশ স্মার্ট দেখতেও লাগবেন।
বিয়ের পরের প্রথম পুজোর অঞ্জলি দিতে পরে নিন এই সাবেকিয়ানার স্টাইলে শাড়ি। নতুন বউয়ের রেশ ও বজায় থাকবে আর দেখতেও মিষ্টি লাগবেন।
নবমীর রাত মানেই পুজোর শেষ উৎযাপন। তাহলে তা হোক একটু স্পেশাল। সামনে থেকে আঁচল নিন আর মেতে উঠুন উৎসবে।
পুজোর সন্ধায় বাড়িতে পার্টি দেবেন আর ক্লাসি না দেখালে কি মানায়! সিম্পল স্টাইল কিন্তু বেশ আভিজাত্যপূর্ণ।
শাড়ি পরুন আর পাখনা মেলুন। মজা নয়। শাড়ি পরার স্টাইল এটি। ঠিক ছবির মতই সুন্দর মানাবে।
গুজরাটি স্টাইলে শাড়ি পরুন এবার পুজোয় একদিন। এ ভাবে শাড়ি পরা খুব সহজ আর দেখতেও অন্যরকম লাগে।
রয়াল ঘরানায় রাজরানীরা যে ভাবে শাড়ি পরতেন। সেই স্টাইলে একদিন শাড়ি অবশ্যই পরুন পুজোয়। থিম পুজোয় পদ্মাবতী থাকলে আপনারাও সাজতে পারেন রাজরানীর মত!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…