“মুখের কালচে ভাব দূর করতে কতই তো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করলাম, কোন কাজই তো হল না”- এইরকম আফসোস প্রায় সকলের মুখেই শোনা যায়। সাধারণভাবে, ত্বকের তৈলাক্ততা, মুখের কালচে ভাব-কে বাড়িয়ে তোলে। যদিও বা ড্রাই-স্কিনের অধিকারিনীরাও এর থেকে মুক্তি পান না।
বিশ্বাস করুন, এই ২ টি ঘরোয়া ফেসপ্যাক, আপনাদেরকে, এই প্রবলেম থেকে পার্মানেন্ট সলিউশন দেবে।
ফেসিয়ালে, পাকা টমেটোর থেকে সস্তা এবং চমকপ্রদ উপাদান, আর কিছু হয় না। শীতকালে এই উপকরণটি সহজলভ্য-ও বটে। প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি এবং পটাশিয়ামের উপস্থিতি, পাকা টমেটো কে, ফেসিয়ালের দুনিয়ায়, একটি বিশেষ স্থান দিয়েছে।
উপকরণ
১. একটি প্রমান সাইজের পাকা টমেটো
২. চন্দন গুঁড়ো
৩. মুলতানি মাটি
৪. গোলাপ জল
পদ্ধতি
১. প্রথমেই পাকা টমেটো-টিকে মিক্সচার ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিন।
২.তৈরি হওয়া পেস্টটির থেকে, দুই চামচ নিয়ে, একটি কাচের বাটিতে রাখুন।
৩.এখন এক চামচ চন্দনগুঁড়ো, এক চামচ মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু এবং কয়েক ফোঁটা গোলাপজল, ওই পেস্টের সঙ্গে খুব ভালো ভাবে, কাচের বাটি-টির মধ্যে মিশিয়ে নিন। ব্যাস, আপনার প্যাকটি তৈরি।
৪. মিশ্রণটি তৈরি হয়ে গেলে হাতের আঙ্গুলের সাহায্যে, প্রলেপ আকারে, মুখে যত্ন সহকারে লাগিয়ে নিন।
৫.প্রলেপটি, না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৬.এবারে হালকা গরম জলে মুখটি ধুয়ে ফেলুন।
৭.সপ্তাহে কমপক্ষে দুই দিন এই প্যাকটি ব্যবহার করুন।
কথা দিলাম, এই প্যাকটির নিয়মিত ব্যবহারে আপনার কালচে মুখ, উজ্জ্বল হবেই হবে।
অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ কাঁচা হলুদ, মুখ এবং ত্বকের যত্নের একটি অপরিহার্য উপাদান। সত্যি কথা বলতে গেলে, এটি একটি ন্যাচারাল কসমেটিক্স।
উপাদান
১. ২ টি কাঁচা হলুদের টুকরো
২. টক দই
৩.মধু
৪.নিম পাতা
পদ্ধতি
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
খুব ভালো,,,
ধন্যবাদ।
Thank u...I will try...
আমার দুটোগালে মেচেতা আছে কি করলে এই দাগগুলো যাবে বলেদিলে ভালো হয়
এই লিঙ্কে দেখুন