মেকআপ

মুখের দাগ দূর করার সেরা ৫টি ক্রিম

আজকাল ধুলো বালি, পলিউশন আমাদের ত্বকের অত্যন্ত ক্ষতি করছে। এছাড়া সান ট্যান বা অন্যান্য কারণে ত্বকে  নানা ধরনের দাগ, কালো ছোপ হয়ে  আমাদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কে আড়াল করে দিচ্ছে। তাই ত্বকের যত্ন নেওয়া আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

ফেসিয়াল বা স্কিন ম্যাসাজ আমরা এই কারণেই পার্লারে গিয়ে করে থাকি। তবে আপনি বাড়িতে বসেও কিন্তু আপনার ত্বকের যত্ন নিতে পারেন। আজকাল বাজারে নানা রকমের ফেসক্রিম পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু খুবই উপকারী এবং কার্যকরী। এগুলির ঠিক মত ব্যবহারে কিন্তু আপনার ত্বকের পুরনো জেল্লা ফিরে আসতে পারে। সেরকমই ৫ টি ক্রিম যা উপকারী, সহজলভ্য ও আপনার বাজেটের মধ্যেই তা নিয়ে আমরা আজ আলোচনা করব।

১. গার্নিয়ার হোয়াইট কমপ্লিট

Garnier White Complete

এটি আপনার ত্বকের দাগ ছোপ কে হালকা করে, এছাড়া এটি সানট্যান থেকেও  ত্বককে রক্ষা করে।

প্রতিদিন সকালে মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে ভালো করে ৫ মিনিট ধরে এই ক্রিম আপনার ত্বকে ম্যাসাজ করুন।

এর ফলে ২-৩ সপ্তাহের মধ্যেই আপনার ত্বকের অবাঞ্ছিত কালো ছোপ, ডার্ক সার্কেল, সানট্যান হালকা হবে এবং আপনার ত্বক ২ গুন বেশি উজ্জ্বল হয়ে উঠবে।

বাজারে আপনি এই ক্রিমটি মাত্র ১৯৫ টাকা মূল্যে পেয়ে যাবেন।

  Buy

২. পন্ডস হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম

Pond’s White Beauty 

পন্ডস বহুবছর ধরে চলে আসা একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য ও কার্যকারী ক্রিম| আমদের দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জনই এই ক্রিম ব্যবহার করে থাকেন।

আপনি যদি এখনো এই ব্র্যান্ড ব্যবহার না করে থাকেন তাহলে পন্ডস হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিমটি ব্যবহার করে দেখুন।

এই ক্রিম আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করে। তার ফলে এর ব্যবহারে খুব সহজেই আমাদের মুখের যে কোনো ধরনের দাগ, ছোপ খুব সহজেই দূর করে| এর সাথে সাথে এটি আমাদের ত্বক কে ভেতর থেকে নমনীয় ও উজ্জ্বল করে তোলে।

এতে SPF ১৫PA++ থাকার জন্য এটি সানট্যান থেকেও আমাদের ত্বকের রক্ষা করে|

প্রতিদিন ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই ক্রিম দিয়ে মুখে ম্যাসাজ করুন।

২ সপ্তাহের মধ্যেই পার্থক্য সবার চোখে পড়বে।

বাজারে মাত্র ২১০ টাকা  মূল্যে আপনি এই ক্রিম সংগ্রহ করতে পারবেন।

  Buy

৩. লোটাস হার্বাল হোয়াইট গ্লো

Lotus Herbals White Glow

লোটাস আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এবং কার্যকরী প্রোডাক্ট।

আপনার ত্বকের ডার্কনেস ও ডালনেস দূর করার জন্য এর থেকে ভালো আর কিছু হতে পারেনা।

এটি পিগমেনটেশন দূর করে স্কিনটোন হালকা করে, আমাদের মুখের দাগ ছোপ দূর করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এতে বর্তমান মিল্ক ও ফ্রুট প্রোডাক্ট আমাদের ত্বকে খুব তাড়াতাড়ি কাজ করে।

এই ক্রিম লাগানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে ভালো করে ম্যাসাজ করলে আপনার দাগ ছোপ হীন ত্বকের জেল্লা সবার নজর কাড়বে।

আপনি এই ক্রিম টি ৩১৮ টাকা মূল্যে পেয়ে যাবেন।

  Buy

৪. ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ইনটেনস

Lakme Perfect Radiance Intense

পন্ডস ব্র্যান্ড এর মত আমাদের কাছে আরেক টি বহুল পরিচিত ব্র্যান্ড হলো ল্যাকমে। এর প্রতিটি প্রোডাক্ট আমাদের ত্বকের জন্য খুব ভালো।

এই ক্রিমটি খুব সহজেই আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করে। ত্বকের দাগ ছোপ কে হালকা করে ও ত্বককে উজ্জ্বলতা প্রদান করে।

এই ক্রিমটি খুব হালকা তাই সহজেই ত্বকে মিলিয়ে যায় এবং এতে বর্তমান ভিটামিন আমাদের ত্বক কে নমনীয় করে। তাই প্রতিদিন স্পটলেস সুন্দর উজ্জ্বল ত্বক পেতে এই ক্রিম টি ব্যবহার করুন।

মাত্র ৩৭৪ টাকা মূল্যে আপনি এই ক্রিম সংগ্রহ করতে পারবেন।

  Buy

৫. হিমালয়া ক্লিয়ার কম্প্লেক্সন ক্রিম 

Himalaya Clear Complexion cream

হিমালয়া হার্বাল প্রোডাক্ট, তাই প্রথমেই নিশ্চিত থাকুন আপনার ত্বকের কোনো ক্ষতি এটি ব্যবহার করলে হবে না।

এটি আপনার ত্বকের জন্য বেশ কার্যকরী হতে পারে।

এর উপাদান গুলি আমাদের ত্বকের যেকোনো রকম সমস্যা যেমন কালো ছোপ বা সানট্যান দূর করে, এছাড়া ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে।

এটি ডে ক্রিম। মুখে মাখার আগে এটি অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া জরুরি।

এটি আপনি বাজারে ১৮০ টাকা মূল্যে কিনতে পারবেন।

  Buy

আমাদের সবার ত্বক আলাদা এবং তার প্রয়োজন গুলিও আলাদা। তবে মুখের দাগ বা ছোপ দূর করার ক্ষেত্রে এই ক্রিম গুলি সব রকম ত্বকের ক্ষেত্রেই কার্যকরী। তাই আপনি এগুলির মধ্যে আপনার পছন্দের প্রোডাক্ট টি বেছে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিমগুলি  আপনি আমাজন বা ইবে দ্বারা কিনলে ভালো ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। আজই আনুন আর শুরু করে দিন রূপচর্চা।

অন্বেষা দত্ত লাহিড়ী

View Comments

  • আমার বয়স ১৭আমার মুখে প্রচুর কালো দাগ ঐগুলা দূর করার জন্য আমি কি লোটাস হারবাল হোয়াইটগ্লো ক্রিম ব্যবহার করতে পারি অনুগ্রহ পূর্বক জানালে উপক্রিত হবো

    • ব্যবহারের আগে একটু নেটে দেখুন আপনার মুখে দাগ কিসেের থেকে হচ্ছে। যদি সেই কারন ওই ক্রিম থেকে দূর হতে পারে। তাহলে লাগান না হলে সঠিক ক্রিম ব্যবহার করুন।

  • আমার বয়স ১৭ আমার মুখে প্রচুর ছোট ছোট কালে দাগ আমি কি লোটাস হারবাল হোয়াইটগ্লো ক্রিম ব্যবহার করতে পারি অনুগ্রহ করে জানান জানলে উপক্রিত হবো

    • ব্যবহারের আগে একটু নেটে দেখুন আপনার মুখে দাগ কিসেের থেকে হচ্ছে। যদি সেই কারন ওই ক্রিম থেকে দূর হতে পারে। তাহলে লাগান না হলে সঠিক ক্রিম ব্যবহার করুন।

      • আমার বয়স।আমার মুখে অনেকদিন ধরে মেছতার মতো কালো দাগ।প্রায় ২ইঞ্চি ।পন্ডস স্পট ক্রিমব্যবহারে কি কাজ হবে।আমার মুখ একটু তৈলাক্ত ।

        • ক্রিম না মেখে ঘরোয়া উপায় ট্রাই করুন। প্রথমে আলুর পেস্ট করে নিন।এবার এই পেস্টের সাথে মধু মেশান।এটা মুখের দাগের জায়গায় লাগান।১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন।তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।সপ্তাহে তিন থেকে চার দিন করুন এটি।খুব ভালো ফল পাবেন।

    • ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নিয়ে কোন ক্রিম ব্যবহার করুন বেশি ভালো হবে তাতে।

  • আমার মুখে ছোটছোট ব্রুন খুব বেশী। আমি কোন ক্রিম ব্যবহার করব

  • ভাই অনেক ত্রিম ব্যাবহার করছি কোন কাজ হচ্ছে না " আবার অনেক ওষুধ ও খাইছি

  • আমার বয়স 24মুখের ছোট ছোট গোটা গোটার ভিতরে কালো শাল কিভাবে দুর হবে

  • আমার মুখে ব্রনের কারনে কালো দাগ হয়েছে,,,এইগুলি দূর করতে কোন ক্রিমটি ব্যাবহার করলে ভাল হবে?

    • আপনার স্কিনের ধরন অনুযায়ী যে ক্রিমটা যাবে সেটা ব্যবহার করতে বলবো।

  • আমার মুখে মাঝেমধ্যে ব্রণ উঠে আর শরীরের অনেক জায়গা ও উঠে।
    সেটার জন্য কি করলে ভালো হবে জানালে খুশী হবো

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago