Most-Popular

Hairstyles For Curly Hair: কোঁকড়ানো চুলের জন্য ৬টি হেয়ার স্টাইল

আপনার কি কোঁকড়ানো চুল? তাই বুঝি আপনি ভাবতে বসেছেন যে আপনার চুলের জন্য সেরকম কোনও হেয়ার স্টাইলই নেই। কিন্তু এই চিন্তা একদমই ভুল। কোঁকড়ানো চুলই সেই ধরণের চুল যার নিজস্ব স্টাইল আছে, নিজস্ব আবেদন আছে। আপনারাও কিন্তু অনায়াসেই কোঁকড়ানো চুলের অনেক রকমের স্টাইল করতে পারেন। এতে আপনার লুকেও আসবে বেশ খানিক পরিবর্তন। আজ তাই আমরা আপনাকে সাহায্য করব কোঁকড়ানো চুলের জন্য ৬টি হেয়ার স্টাইলের কথা জানিয়ে।

১. ব্রেইডেড হেয়ার ব্যান্ড (BRAIDED HEAD BAND)

আজকের দিনে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে এই ব্রেইডেড হেয়ার স্টাইল কিন্তু সবচেয়ে আধুনিক, বলতে পারেন মার্কেটে ইন। এর সবচেয়ে বড় কথা হল এটি খুব কম সময়ে করে নেওয়া যায়। মাত্র ৫ মিনিট সময় লাগবে হয়ত আপনার এটি করতে। প্রথমে একটি কানের পাশ থেকে কিছু চুল নিন আর একটি মোটা বিনুনি তৈরি করুন। এবার এই বিনুনি আরেক পাশের কানের উপর দিয়ে মাথার কাছে নিয়ে যান আর একটি পিন দিয়ে শক্ত করে আটকে নিন। এটা অনেকটা আপনার মাথার ন্যাচারাল হেয়ার ব্যান্ডের মতো লাগবে আর কাজ করবে।

২. ওয়াটারফল স্টাইল হেয়ার (WATERFALL STYLE HAIR)

কী! নাম শুনে চমকে যাচ্ছেন? এটা করাও কিন্তু খুব বেশি কঠিন নয়। এটি করার জন্য প্রথমে একটি কানের পাশের চুল দিয়েই শুরু করুন। একটা বিনুনি তৈরি করুন। আরেক দিকের কানের পাশ থেকে এভাবেই আরেকটি বিনুনি তৈরি করুন। এবার এই দুটি বিনুনি মিলিয়ে নিন। এভাবেই আরও দুটি বিনুনি জোড়া তৈরি করুন আর তাদের মিলিয়ে দিন। এবার এই সবকটি বিনুনি একসঙ্গে নিয়ে একটি বড় নট তৈরি করুন আর সেটা একটু নিচের দিক করে ঝুলিয়ে রাখুন। দেখবেন একটা ওয়াটারফলের মতোই দেখতে স্টাইল আপনি পাবেন।

৩. ফ্রেঞ্চ ব্রেইডেড বান (FRENCH BRAIDED BUN)

আপনি কি শাড়ির সঙ্গে নতুন কিছু ট্রাই করতে চান, যেটা একটু এক্সপেরিমেন্টাল হবে? তাহলে কিন্তু আপনি এই স্টাইল ট্রাই করতেই পারেন। সব সময়ে যে ট্র্যাডিশনাল চুলই লাগবে শাড়ির সঙ্গে তা কিন্তু নয়। এটি করার জন্য আপনার মাথার এক দিক থেকে এক গোছা চুল নিন আর তার তিনটে ভাগ করুন। তারপর তাদের একসঙ্গে করে একটি উঁচু করে খোপা মতো করুন। এবার চুলের আরেক পাশ থেকেও কিছু চুল নিন আর তা ওই চুলের গোছায় মিশিয়ে দিন। এবার ওই গোটা খোপাটা একটু উঁচু করে তুলুন। এবার বাকি চুলগুলো বের করে ঝুলিয়ে দিন। তারপর পিন দিয়ে শক্ত করে আটকে দিন।

৪. ফ্রেঞ্চ ব্রেন্ডেড পনি টেইল (FRENCH BRAIDED PONY TAIL)

এই স্টাইলটি করতে গেলেও কিন্তু আপনাকে কানের পাশের চুল আবার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দু দিক থেকে এক গোছা করে চুল নিন। তাদের বিনুনি বানান। আর এই বিনুনি দুটি একে অন্যের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে মাথার মাঝখানে এনে ছেড়ে দিন। এভাবেই একটি পনি টেইল তৈরি করে নিন। দেখবেন এই লুকটা একদম অন্য রকম লাগবে।

৫. হাফ আপ হাফ ডাউন (HALF UP HALF DOWN)

এটা তৈরি করা খুবই সোজা এবং এটি দেখতে খুবই ভালো লাগে। বেশ নতুনত্ব আছে এর মধ্যে। শুরুতে আপনার দুই পাশের কানের দিক থেকে দুই গোছা চুল নিন। একটু মোটা করেই গোছা নিন আর সেটি মাথার মাঝখানে এনে আরও একটু কুঁচকে পিন করে দিন। আপনি ফ্লাওয়ার পিন ব্যবহার করতে পারেন আরও সুন্দর এফেক্ট পাওয়ার জন্য।

৬. সাইড হেয়ার পাফ (SIDE HAIR PUFF)

এটা খুবই সোজা একটি হেয়ার স্টাইল। কিন্তু এটি দেখতে যতটা সুন্দর সেই তুলনায় খুব কম সময় লাগে। এটা তৈরি করার জন্য আপনার মাথার বেশির ভাগ চুল এক দিকে নিয়ে আসুন। এবার একটা পিন দিয়ে চুল বেঁধে একটু উপর দিকে চুল তুলুন। আপনি যদি পিনটাকে একটু সুন্দর দেখে বাছেন তাহলে আপনার স্টাইল হবে আরও আকর্ষণীয়।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago