টিভি, ফেসবুক, টুঁইটার সর্বত্র এখন একটাই খবর! নভেল করোনা ভাইরাস। সারা দেশ জুড়ে এই ভাইরাসে আক্রান্ত মানুষ। বিপদ এখন বেড়েই চলেছে। তাই ঘরে থাকুন লকডাউন মানুন।
আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। তাই এর সম্পর্কে সম্পূর্ণ ভাবে ওয়াকিবহাল থাকুন নিজে ও অন্যদেরও সতর্ক থাকতে বলুন। এতদিন ধরে ঘরে বন্দি বলে অযথা বিভ্রান্ত হবেন না ফেক নিউজ পড়ে। সজাগ থাকুন সুস্থ্য থাকবেন।
করোনা ভাইরাস একটি বিশেষ বড় ধরনের ভাইরাস, যা অত্যন্ত ভয়ঙ্কর। যা সাধারন সর্দিকাশির থেকে বড় ধরনের রোগের দিকে রোগীকে ঠেলে দেয়। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাস একটি নতুন স্ট্রেন যা আগে মানুষের মধ্যে দেখা যায়নি। এই ভাইরাস মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে সংক্রমিত হতে পারে।
ভুল ধারণা: এই ভাইরাস বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে।
সত্য: করোনা ভাইরাস সংক্রমণের এটি সাধারণ ভুল ধারণা। এটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে ঠিকই। তবে এটি মূলত শ্বাস প্রশ্বাসের ছিদ্রের সংস্পর্শের মাধ্যমে সংক্রমণ ঘটায়।
ভুল ধারণা: এটি মল পরিত্যাগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সত্য: সংক্রামিত ব্যক্তির মল থেকে COVID-19 ধরার ঝুঁকি কম। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে এই ভাইরাসটি কিছু ক্ষেত্রে মলত্যাগে উপস্থিত হতে পারে, তবে তাই বলে এই পথ দিয়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রধান নয়।
ভুল ধারণা: প্রাণীর উৎসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সত্য: COVID-19 এর সম্ভাব্য প্রাণী উৎস এখনও নিশ্চিত করা যায়নি। তবে সুরক্ষার জন্য, পশুর বাজার ঘুরে দেখার সময়, প্রাণী এবং পশুর থেকে দূরত্ব বজায় রাখুন। কাঁচা বা কম পাঁকে রান্না করা খাবার খাবেন না আপাতত। প্রাণী পণ্য এড়াতে যত্নের সাথে কাঁচা মাংস, দুধ ভালো করে রান্না করুন। দুধ ভালো ভাবে ফুটিয়ে নিয়ে তবেই খান।
ভুল ধারণা: পোষা প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সত্য: বিড়াল এবং কুকুরের মতো পোষা প্রাণী এই ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে বা ভাইরাস ছড়িয়ে দিতে পারে এমন কোনও প্রমাণ নেই। তাই অযথা ভুল খবরে নিজে বিব্রত হবেন না।
ভুল ধারণা: অ্যান্টিবায়োটিক করোন ভাইরাসকে প্রতিরোধ করতে পারে।
সত্য: না, অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। তাই এটি করোনা ভাইরাস প্রতিরোধ করতে অক্ষম।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…