আধুনিক জীবনের সাথে তাল মিলিয়ে এগিয়েছে প্রযুক্তির ধারা ও কার্যকারিতা। বিজ্ঞানের কল্যানে একের পর এক আবিষ্কারে আমাদের জীবন হয়েছে সহজ ও সুন্দর। এদিক দিয়ে নিজের গৃহস্থালির সাজসজ্জা ও ব্যতিক্রম নয়। ব্যস্তজীবনে সময়ের বড়ই অভাব। সেই ঘাটতি মেটাতেই চটজলদি সমাধান ওয়াশিং মেশিন যা আমাদের যন্ত্রসভ্যতার এক অভিনব সংযোজন।
জনসাধারণের মধ্যে থাকা অহেতুক ভ্রান্ত ধারণা:
ওয়াশিং মেশিন আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন নিয়ে এলেও একে ঘিরে কয়েকটি মিথ, ভুল ধারণা মানুষের মধ্যে বর্তমান।
ওয়াশিং মেশিনে কাপড় এর সুতো আলগা হয়ে যায় এবং লিনেন বা পলিয়েস্টার বা রেশম ইত্যাদি কাপড়ের মেটিরিয়াল এ ক্ষতি হয়।
একসাথে অনেকবেশি জামাকাপড় কাচা যায়না।
যেহেতু বৈদ্যুতিন যন্ত্র তাই ইলেক্ট্রিক বিল আসবে মাত্রাছাড়া।
সাবান এর পরিবর্তে পাউডার ডিটারজেন্ট এর ব্যবহার হয় বলে তাতে ময়লা ছাড়তে সমস্যা হয়।
উপরের প্রত্যেকটি ধারণা ভুল। বিশেষ করে কাপড় খারাপ হওয়ার ভাবনা একেবারেই মিথ। তবে হ্যাঁ সঠিক ভাবে মেশিন না চালালে সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কাপড়। তো সেটা ব্যবহারকারীর দোষ মেশিনের না।
ব্র্যান্ড না বাজেট কোনদিকে ঝুঁকবেন?
শ্রমের সাশ্রয় ও সাধ্যের মধ্যে দাম এই দুই-ই খুবই গুরুত্বপূর্ণ ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে।আপনার চাহিদা অনুযায়ী সঠিক ওয়াশিং মেশিনটি নির্বাচন করলে তা দীর্ঘ সময় পর্যন্ত হেসেখেলে চলে যাবে।
নানারকমের ব্র্যান্ড বাজারে রয়েছে। এইসব ব্র্যান্ডের গোলকধাঁধায় যে প্রশ্নটা আপনার মাথায় চক্কর কাটবে তা হলো বাজেট এবং পারফর্মেন্স।
প্রয়োজনীয়তা ও বাজেট এর মধ্যে ফিট করবে এরকম কয়েকটি উপযুক্ত ব্র্যান্ড হলো – স্যামসাং, ওয়ার্লপুল, হাইয়ার, এলজি, হিতাচি, ভোল্টাস, প্যানাসনিক ইত্যাদি।
এখন কথা হলো যা হোক মেশিন কিনলেই তো হলো না।যেটা কিনা ভবিষ্যতে বিদ্যুৎবিল, সার্ভিসিং, সময়ের অপচয় এগুলো করে আপনার জীবন সরল করার পরিবর্তে আপনার কালঘাম ছুটিয়ে ছাড়বে।
বাজারচলতি ব্র্যান্ডগুলোর সহজলভ্যতার সাথে সাথে বাইরের দেখনদারীর ব্যাপারটি থেকেও সতর্ক থাকতে হবে। কোন ব্র্যান্ডে আছে টাম্বল কেয়ার টেকনোলজি তো কোন ব্র্যান্ডে এনএফসি আবার কোনটায় রয়েছে থ্রি ডি সেন্সর।
ওয়াশিং মেশিন কেনার সময় যা যা খেয়াল রাখবেন:
আমরা কিছু বিষয় খুব সহজেই এড়িয়ে যাই এবং পরে সেই সংক্রান্ত গন্ডগোল বাঁধলে দোষারোপ করি মেশিন কেই। কিন্তু কয়েকটি জিনিস মাথায় রাখুন দেখবেন আপনার অভিজ্ঞতা পাল্টে যাবে ওয়াশিং মেশিনকে কেন্দ্র করে।
১) টপ লোডার ওয়াশিং মেশিন
ভালো দিক:
এটি দ্রুত কাপড় কাচার জন্য খুবই বহুল প্রচলিত।
দাম কম হওয়ার কারণে জনপ্রিয়তা বেশি।
হাল্কা হওয়ার পোর্টেবিলিটি এর সুবিধে বেশি পাওয়া যায়।