Personal Care

বাড়িতেই বানান ক্লে ফেসমাস্ক স্কিনের যেকোনো সমস্যার সমাধানে

তৈলাক্ত, ব্রণপ্রবণ এবং কম্বিনেশন ত্বকের জন্য উপযুক্ত মাস্কের কথা উঠলে বেন্টোনাইট (bentonite) ক্লে আপনার ত্বকের সমস্ত সমস্যাগুলির সমাধান হতে পারে। ক্লে মাস্ক ত্বককে নিরাময় করে এবং অতিরিক্ত সিবাম সরিয়ে দেয়, তৈলাক্ত ত্বকের ধরণের জন্য এগুলি দুর্দান্ত করে। পাশাপাশি শুষ্ক ত্বক যাদের তাদের ক্ষেত্রে ক্লে মাস্ক শক্তিশালী ডিটক্স হিসাবে কাজ করে।

সাধারণত ক্লে পাউডার এবং জল মিশিয়েই আপনারা ক্লে মাস্ক তৈরি করতে পারেন, তবে এটি একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইলে আপনারা নীচে বর্ণিত মাস্কগুলি ট্রাই করতে পারেন।

১. তৈলাক্ত এবং প্রদাহজনিত ত্বকের জন্য গ্রিন ক্লে মাস্ক

উপকরণঃ

  • দেড় চা-চামচ ফ্রেঞ্চ গ্রিন ক্লে
  • ১/২ চাচামচ কওলিন ক্লে
  • দেড় টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ১ টেবিল চামচ গোলাপ জল
  • ২ ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল বা একটি ব্রণ-হ্রাসকারী এসেন্সিয়াল অয়েল (ঐচ্ছিক)

পদ্ধতিঃ

একটি কাঁচ বা প্লাস্টিকের বাটিতে সবুজ এবং কওলিন ক্লে মেশান। অ্যালোভেরা জেল, গোলাপ জল এবং অন্যান্য এসেন্সেসিয়াল অয়েল মেশান। ত্বকে প্রয়োগ করুন এবং ১০-২০ মিনিটের জন্য রেখে দিন বা ততক্ষণ রখুন যতক্ষণ না ক্লে শুকোচ্ছে। এরপর উষ্ণ বা বাষ্পযুক্ত ওয়াশক্লোথ দিয়ে তুলে ফেলুন।

২. ব্রণ-প্রবণ ত্বকের জন্য হানি-ইনফিউজড ক্লে মাস্ক

উপকরণঃ

  • গ্রিন ক্লে- (যদি আপনার সংবেদনশীল ত্বক হয় তবে আর একটি বিকল্প হল Astura Bentonite Clay।)
  • ১ চা-চামচ মধু
  • তৈলাক্ত ত্বকের জন্য জল, কম্বিনেশন ত্বকের জন্য দুধ এবং শুষ্ক ত্বকের জন্য জোজোবা তেল নিন।

পদ্ধতিঃ

সমস্ত উপকরণের ২ ভাগ তরল ১ ভাগ ক্লে মিশিয়ে নিন। কিছুটা মধু মিশ্রিত করুন, ভাল করে নাড়তে থাকুন। কাদামাটি শুকিয়ে গেলে আরও কিছুটা তরল যোগ করুন। তৈরি হলে মাস্কটি অ্যাপ্লাই করুন এবং প্রায় ১৫ মিনিট রাখুন। একটি গরম ওয়াশক্লথ দিয়ে মাস্কটি সরিয়ে ফেলুন।

৩. শুষ্ক ত্বকের জন্য ক্লে এবং অয়েল মাস্ক

উপকরণঃ

  • ১ টেবিল চামচ গ্রিন ক্লে
  • ১ চা-চামচ অ্যাপ্রিকট কার্নেল তেল
  • ৩ ফোঁটা পামারোসা এসেন্সিয়াল অয়েল

পদ্ধতিঃ

পামারোসা এবং অ্যাপ্রিকট কার্নেল তেল মেশান। এরপর তেলটা ক্লে-র মধ্যে মেশান, প্রয়োজনে কয়েক ফোঁটা জল যোগ করতে পারেন। মিশ্রণটি ভালো করে মেশাতে হবে, যাতে তেল এবং জলটা ভালো করে গুলে যায়, এর জন্য প্রয়োজন হলে আরও জল যোগ করুন। এবার মাস্কের একটা পর্যাপ্ত স্তর মুখের ওপর লাগান ১০ মিনিটের জন্য শুকিয়ে দিন। একটি গরম ওয়াশক্লথ দিয়ে এটি মুছে ফেলুন।

৪. ক্লে এবং ওটস মাস্ক প্রদাহজনক ত্বকের জন্য

উপকরণঃ

  • ১ টেবিল চামচ বেনটোনাইট ক্লে
  • ১-২ টেবিল চামচ জল
  • ১ টেবিল চামচ গ্রাউন্ড ওটস

পদ্ধতিঃ

একটি কাচের বাটিতে মাটি, জল, ওটস এবং তেল মিশিয়ে নিন। ধীরে ধীরে আপনার মুখের উপর একটি মাস্কের স্তর ছড়িয়ে দিন। মিশ্রণটি মুখের ওপর লাগিয়ে ঘষবেন না, কারণ এটি ত্বকে আরও জ্বালাভাব অনুভূত করতে পারে। মাস্কটি প্রায় ১০ মিনিটের জন্য শুকিয়ে নিন, তারপরে তা তোলার জন্য গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫. ক্লগড স্কিনের জন্য ক্লে ও ডিমের সাদা অংশের মাস্ক

উপকরণঃ

  • ১টি ডিমের সাদা অংশ
  • ২ টেবিল চামচ সাদা বেনটোনাইট ক্লে
  • ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

পদ্ধতিঃ

একটি বাটিতে মাস্ক তৈরির উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে নিন। আপনার মুখের ওপর মাস্কের একটি স্তর প্রয়োগ করুন এবং এটি শুকনো হতে দিন। আপনার যতক্ষণ ভালোলাগে ততক্ষণ মাস্কটি রেখে দিন। এরপর উষ্ণ ওয়াশক্লথ দিয়ে মুছে ফেলুন।

মাস্ক অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু টিপসঃ

  • আপনি যদি একের বেশি মাস্ক তৈরি করেন তাহলে সেগুলিকে আলাদা আলাদা এয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। জল দিয়ে তৈরি মাস্ক এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। তেল-ভিত্তিক মাস্ক ৪ সপ্তাহ পর্যন্ত থাকে।
  • কোনওরকম ধাতুর বাটি বা চামচের সাহায্যে মাস্ক গুলবেন না। কাঠ বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন। কারণ ধাতব পাত্রের সঙ্গে কিছু কিছু মাস্ক রিয়্যাক্ট করতে পারে।
  • এমন কোনও উপকরণ নিয়ে যদি এক্সপেরিমেন্ট করেন যেটা আগে কখনও ব্যবহার করেননি, তাহলে তা ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago