চুলের যত্ন

চুলের সমস্যায় ভুগছেন? ঘরোয়া ৬টি উপায়ে একমাসে করুন সমাধান

চুল থাকবে, আর চুলের সমস্যা থাকবে না—এ তো হতেই পারে না! হাজারো স্পা, বা দামী দামী পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করেও ফল পাচ্ছেন না? উল্টে দিন দিন সমস্যা বেড়েই চলেছে? চুলের সমস্যা এখন আমাদের প্রায় রোজকার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে বেরোলেই এত দূষণ, ধোঁয়া, ধুলো যে চুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুক্ষ হয়ে যাচ্ছে। অথচ রোজ রাস্তায় না বেরোলেই নয়! কাজে তো যেতেই হবে!

তাছাড়া আমাদের বর্তমান লাইফস্টাইল, স্ট্রেস, টেনশন, খাবারের ভুলভাল অভ্যেস—এসবও কিন্তু চুল পড়া বা চুল খারাপ হয়ে যাবার একটা প্রধান কারণ। খুশকির কারণেও চুল পড়ে যায়। এমনিতে দিনে সাধারণত ৫০-১০০ টা চুল পড়া নর্মাল ব্যাপার। এছাড়া বর্ষাকাল, শীতকাল এইসমস্ত বিশেষ ঋতু এলেই চুল পড়া যেন দ্বিগুণ হয়ে যায়। সকালে উঠেই হয়ত অভ্যাসেই চোখ চলে যায় আপনার মাথার বালিশের দিকে। গুনতে থাকেন কটা চুল পড়লো বা স্নান করার পর চুল আঁচড়াতে গেলেই হয়ত আপনার হৃৎকম্প শুরু হয়! ভাবেন কোন শ্যাম্পুটা ইউজ করলে রেহাই মিলবে চুল পড়ার হাত থেকে! এই যদি আপনার হাল হয়, তাহলে আজকের এই আর্টিকেলটা রইল আপনার জন্য। পুজোর আগে তাই চটপট জেনে নিন চুলের সমস্যার মুশকিল আসান টিপস।

মেথি

মেথি কিন্তু আপনাকে চুল পড়ার সমস্যার হাত থেকে সহজে মুক্তি দিতে পারে। মেথিতে প্রচুর পরিমাণে হরমোন অ্যান্টেসিডেন্টস থাকে যা চুলের বৃদ্ধি বাড়ায় ও চুলের গ্রন্থিকে পুনর্নির্মাণ করে। এছাড়া মেথির প্রোটিন ও নাইকোটিনিক অ্যাসিড চুলের বৃদ্ধি ঘটায় ও চুলকে মজবুত করে। মেথিকে জলে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর পরদিন মিক্সারে মসৃণ একটা পেস্ট বানিয়ে চুলে ভালো করে লাগান। ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। একমাস ধরে এটা যদি সপ্তাহে ২-৩ দিন করেন দেখবেন আপনার নতুন চুল গজাচ্ছে আবার চুল পড়াও অনেকটা বন্ধ হয়েছে।

পেঁয়াজের রস

পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এছাড়া সালফার চুলের গ্রন্থিতে রক্ত সঞ্চালনকে বাড়ায় ও প্রদাহকে কমায়। পেঁয়াজের রসে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যা খুশকি ও ব্যাকটেরিয়াকে দূর করে চুলকে সুস্থ রাখে। পেঁয়াজ বেটে তার রস মাথায় ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এটা করুন দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাচ্ছেন। আর রসুনের রসেও প্রচুর পরিমাণ সালফার থাকে। তাই রসুনের রসও মাথায় লাগাতে পারেন।

হেনা 

হেনা সাধারণত চুলকে রঙ করার কাজে ব্যবহৃত হলেও হেনা কিন্তু চুলকে গোড়া থেকে শক্ত করে। সর্ষের তেলের সাথে হেনা মিশিয়ে মাথার চুলে ভালো করে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটা করে দেখুন। ফল পাবেনই।

অ্যালোভেরা

অ্যালোভেরার মধ্যে থাকা কিছু এনজাইম চুলের বাড়ে সাহায্য করে। খুশকি, ইচিঙের সমস্যাতেও অ্যালোভেরা উপকার দেয়। অ্যালোভেরার অ্যালকালাইন প্রপার্টি চুলের স্বাভাবিক পি.এইচ. লেভেলকে বজায় রাখে। অ্যালোভেরা পাতার থেকে রস বের করে তা মাথায় ও চুলে ভালো করে লাগান। ৪০-৪৫ মিনিট রাখার পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার নিয়ম করে করে যান। দেখবেন খুব তাড়াতাড়িই আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে।

জবাফুল

শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু জানেন কি, জবাফুল চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায়। কম বয়সে যদি মাথার চুল সাদা হতে শুরু করে তাহলে জবাফুল আপনার কাজে লাগবে। তাছাড়া খুশকি, চুল পড়া ইত্যাদি সমস্যার সমাধানেও জবাফুল অব্যর্থ। কয়েকটা জবাফুল নিয়ে থেঁতো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চুল ও চুলের গোড়ায় স্কাল্পে ভালো করে মাখান। এক বা দেড়ঘণ্টা মতো রেখে হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন করুন এটা। চুলের সমস্যা থেকে চটজলদি রেহাই মিলবে।

তেল মালিশ 

এছাড়া তেল তো আপনাকে চুলে লাগাতেই হবে। চুলে পুষ্টির অভাব কিন্তু চুলকে ভেতর থেকে রুক্ষ করে দেয়। তার ফলে খুশকি বাড়ে। চুল পড়াও বেড়ে যায়। আপনাদের যাদের রোজই বাড়ির বাইরে বেরোতে হয়, তাদের পক্ষে চুলে রোজ তেল মাখাটা মুশকিলের। কিন্তু তাও সপ্তাহে অন্তত ৩ দিন চুলে তেল মাখুন। নারকেল তেল বা বাদাম তেল—ইত্যাদিতে ভিটামিন ই থাকে যা চুলে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে নরম করে তোলে। তাই যেকোনো ভিটামিন ই যুক্ত তেল হালকা গরম করে নিয়ে চুলে ও স্কাল্পে ভালো করে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন। ম্যাসাজ মাথায় রক্ত সঞ্চালনকে বাড়ায় ফলে চুলের গোড়া মজবুত হয়। তেল কিন্তু খুশকিকেও কমায় আর চুল পড়া বন্ধ তো করেই। তাই চুলে যাই করুন না কেন, চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে মাথায় তেল মালিশ খুবই জরুরি। নিয়ম করে এটা করে যান। সারারাত তেল মাথায় লাগিয়ে পরদিন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দেখবেন উপকার পাচ্ছেন। আর প্রচুর জল ও শাক-সবজি খান।

তাই বিজ্ঞাপনের চমকে পা দেওয়া বন্ধ করুন। আর ট্রাই করুন ঘরোয়া এই পদ্ধতিগুলো। ম্যাজিক যে পাবেন এই গ্যারান্টি রইলো। তারপর দেখবেন পুজো প্যান্ডেলে আপনার সিল্কি চুলের দিকে সব্বাই হাঁ করে দেখছে!

 

ইন্দ্রাণী ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago