Most-Popular

চুলের যত্ন নিতে ব্যবহার করুন আমলকি ও রিঠা

আপনার চুল আপনার কাছে খুব মূল্যবান তাই এর যত্ন নিতে হবে বিশেষ ভাবে| আমলকি ও রিঠা প্রাচীন কাল থেকেই চুলের যত্ন নিতে ব্যবহৃত হয়ে আসছে| আজকের লেখাটি পড়ুন আর জেনে নিন ঘন কালো একমাথা চুল পেতে কিভাবে ব্যবহার করবেন আমলকি ও রিঠা|

আমলকি কেন ব্যবহার করবেন

আমলকি ভিটামিন সি তে পরিপূর্ণ| এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড, আয়রন ও ক্যারোটিন বর্তমান| তাই চুলের যে কোনো ধরনের সমস্যা, যেমন চুল পড়ে যাওয়া, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া, অকালেই চুল সাদা হয়ে যাওয়া ইত্যাদির সমাধানে আমলকি অত্যন্ত কার্যকরী| আমলকির নিয়মিত ব্যবহারের ফলে আমাদের চুল সুন্দর, ঘন কালো হয়ে ওঠে| এছাড়া এটি আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে|

রিঠা কেন ব্যবহার করবেন

রিঠা অপর একটি প্রাকৃতিক উপাদান আপনার চুল ভালো রাখার জন্য| এতে বর্তমান আন্টি ফাংগাল ও আন্টি ব্যাকটেরিয়াল উপাদানগুলি আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া রিঠা আমাদের চুল সুন্দর সিল্কি ও উজ্জল করে তোলে খুব সহজেই|

আমলকি ও রিঠা ব্যবহার পদ্ধতি

আমলকি হেয়ারপ্যাক ১

উপকরণ

আমলকি পাউডার (বাজারে সহজলভ্য), ডিম ১ টি|

পদ্ধতি

প্রথমে একটি ডিম ভালো করে ফেটিয়ে তার সাথে ৩-৪ বড় চামচ আমলকি পাউডার মিশিয়ে নিন যাতে কোনো লাম্প না থাকে| মিশ্রণটি স্মুদ পেস্টে পরিণত করতে অল্প জল ব্যবহার করুন| এবার এই হেয়ার প্যাকটি একটা ব্রাশের সাহায্যে ভালো করে চুলের গোড়ায় ও চুলে লাগিয়ে ১-২ ঘন্টা রেখে দিন| ১-২ ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন| ডিমের গন্ধ দূর করার জন্য ১ কাপ লেবুর রস ১/২ কাপ জলে মিশিয়ে মাথায় মেখে আরেক বার মাথা ধুয়ে নিন| নতুন চুল গজাতে ও সিল্কি সফ্ট চুলের জন্য সপ্তাহে এক দিন করে ব্যবহার করুন|

আমলকি হেয়ারপ্যাক ২

উপকরণ

আমলকি পাউডার ২ বড় চামচ, হেনা ২ বড় চামচ, জল।

পদ্ধতি

আমলকি পাউডার, ও হেনা হালকা গরম জলে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট মত বানিয়ে নিন| এবার একটি ব্রাশের সাহায্যে ভালো করে চুলের গোড়ায় ও চুলে লাগিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করুন| ২-৩ ঘন্টা পর ভালো করে চুল শুকিয়ে গেলে ঠান্ডা জলে মাথা ভালো করে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন| এটি নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া চুল নরম ও মসৃণ করে| সপ্তাহে একদিন এর ব্যবহার যথেষ্ট|

আমলকি হেয়ারপ্যাক ৩

উপকরণ

আমলকি ৩-৪ টি, কারিপাতা ১০-১২ টি ও নারকেল তেল|

পদ্ধতি

নারকেল তেলে ৩-৪ আমলকি (কেটে), কারিপাতা ভালো করে ফুটিয়ে নিন| ঠান্ডা করে ছেঁকে নিন| এই তেলটি মাথায় ভালো করে মালিশ করে ১০ থেকে ১৫ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন| এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল অকালেই সাদা হওয়া থেকে রক্ষা পাবে, এছাড়া এটি চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে|

রিঠা হেয়ারপ্যাক ১

উপকরণ

রিঠা ১০-১২ টি, আমলকি (শুকনো) ২-৩ টি|

পদ্ধতি

প্রথমে রিঠাগুলির থেকে বীজগুলি বের করে নিতে হবে| এবার বাইরের খোসা ফেলে দিয়ে ৩-৪ কাপ জলে শুকনো আমলকি সমেত ভিজিয়ে রাখতে হবে সারারাত| এবার এই জলে ভেজানো আমলকি ও রিঠা জল সমেত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলের পরিমাণ কমে আন্দাজ ১ কাপ মত হয়ে আসছে| ঠান্ডা হলে আমলকি ও রিঠাগুলি চামচ দিয়ে স্ম্যাশ করে নিন| এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন| এটি আপনি চুল ধোয়ার জন্য ব্যবহার করুন| কিছুদিনের মধ্যেই আপনার চুল ঘন, কালো ও মসৃণ হয়ে উঠবে| সপ্তাহে ২ দিন ব্যবহার করলে ভালো ফল পেয়ে যাবেন|

রিঠা হেয়ারপ্যাক ২

উপকরণ

রিঠা পাউডার(বাজারে সহজলভ্য) ৩-৪ চামচ, ১ টি লেবুর রস, ২-৩ চামচ দই|

পদ্ধতি

রিঠা পাউডার, লেবুর রস ও দই ও প্রয়োজনে একটু জল মিশিয়ে একটি স্মুদ পেস্ট তৈরী করুন| এবার ভালো করে এই হেয়ারপ্যাক স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন| ১-২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন| এই হেয়ার প্যাক আপনার রুক্ষ শুস্ক ও নির্জীব চুলকে কিছুদিনের মধ্যেই জেল্লাদার ও নরম করে তুলবে| ভালো ফল পেতে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন|

রিঠা হেয়ারপ্যাক ৩

উপকরণ

রিঠা পাউডার ২ চামচ, আমলা পাউডার ২ চামচ, নারকেল তেল, ঠান্ডা দুধ(না ফোটানো)।

পদ্ধতি

রিঠা পাউডার, আমলা পাউডার প্রয়োজন মত দুধ ও প্রয়োজন মত নারকেল তেল মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন| খেয়াল রাখতে হবে মিশ্রণে যেন কোনো লাম্প না থাকে| এবার এই পেস্ট আপনার স্কাল্প ও চুলে ভালো করে লাগিয়ে ৩০-৩৫ মিনিট মত অপেক্ষা করুন| এবার প্রথমে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে শ্যাম্পু করে নিন| এতে চুলের স্প্লিট এন্ড সমস্যা অচিরেই দূর হবে| সপ্তাহে ২ দিন ব্যবহার করুন ভালো ফল পেতে|

শ্যাম্পুকে কিছুদিনের জন্য টাটা বলে আমলকি ও রিঠার হেয়ারপ্যাক কিছুদিন ব্যবহার করেই দেখুন, কথা দিচ্ছি আপনার চুল ঘন কালো জেল্লাদার এবং অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠবে| তবে সবগুলো হেয়ারপ্যাক একবারে ব্যবহার না করে এক এক মাসে দুটি বা তিনটি ব্যবহার করুন|

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago