Most-Popular

চুলের যত্ন নিতে আমলকী প্যাক ব্যবহার করুন

চুলের সমস্যায় ভোগেননি এরম বোধহয় কেউ নেই।ড্রাই স্ক্যাল্প বা প্রচণ্ড খুশকি,চুল ভেঙ্গে যাওয়া বা ফ্রিজি চুল,চুলের এইসব হাজারো সমস্যার সাথে পাল্লা দিয়ে হাজারো প্রোডাক্ট।কিন্তু ধুর!তাও চুল মনের মত হচ্ছে কই?চিন্তা কি!প্রতিবারের মত এবারও আপনার সমস্যার সমাধান করছে দাশবাস।সমাধানের নাম আমলকী

চমকে গেলে হবে না।কিনে আনতে হবে আমলকী।কারণ হ্যাঁ,আমলকী এতটাই সাহায্য করে চুলকে ভালো রাখতে।কারণ এতে আছে প্রচুর ভিটামিন সি যা চুলের খুশকি,ড্রাই স্ক্যাল্প,হেয়ার গ্রোথ ছাড়াও অকালপক্কতাও নিয়ন্ত্রণ করে।কিন্তু কিভাবে ব্যবহার করবেন আমলকীকে দেখুন।

আমলকী ও ডিম চুলের গ্রোথ বাড়াতে

এটা খুব ভালো একটা প্যাক।কারণ ডিমে আছে প্রোটিন যা হেয়ার ফলিকলসকে পুষ্টি যোগায়।চুলকে কন্ডিশনিং করে আর আমলকী তো এমনিতেই সাহায্য করে চুলের গ্রোথে।

উপকরণ

২টো আমলকী,২টো ডিম

পদ্ধতি

আমলকীর পেস্ট বানিয়ে নিন।এবার এতে ডিম দিন।খুব ভালো করে মেশান।চাইলে আমলকী পাউডারও ব্যবহার করতে পারেন।সেক্ষেত্রে ১কাপ আমলকী পাউডার লাগবে।ভালো করে মিশিয়ে,এবার এই ঘন পেস্টটা মাস্কের মত চুলে লাগান।একঘণ্টা রাখুন।তারপর ধুয়ে ফেলুন।সপ্তাহে একদিন করুন।এটা শুধু চুলের গ্রোথেই সাহায্য করবে না,ফ্রিজি হেয়ারের সমস্যা থাকলে সেটাও কমাবে এবং চুল চকচকে হবে।

আমলকী,শিকাকাই,লেবুর রস ও অ্যালোভেরা খুশকির সমস্যায়

এই চারটি উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখলে চুলের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

উপকরণ

১কাপ আমলকীর রস,১কাপ শিকাকাই,২চামচ লেবুর রস ও ৩ থেকে ৪ চামচ অ্যালোভেরা জেল

পদ্ধতি

প্রথমে আমলকী থেঁতো করে রস বার করে নিন।এবার এই ১কাপ রসের সাথে বাকি উপকরণগুলো মেশান।ভালো করে সব মেশান।ঘন একটা পেস্ট তৈরি করুন।এবার এটা স্ক্যাল্প সহ চুলে লাগান।আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।মাইলড শ্যাম্পু ব্যবহার করবেন।প্রতি সপ্তাহে একদিন করে ফেলুন খুশকি থেকে মুক্তি পেতে।

আমলকী,মেথি,কারিপাতা ও দই এর প্যাক চুল পড়া কমাতে

এটা একটা অসাধারণ প্যাক চুল পড়া কমাতে।আমলকী ও কারিপাতা চুল পড়া কমাতে তো সাহায্য করেই,তার সাথে আমলকী চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং দইমেথি চুলকে কন্ডিশন করে।

উপকরণ

১কাপ দই,২চামচ মেথি,২টো আমলকী ও ১৫ থেকে ২০টি কারিপাতা।

পদ্ধতি

সমস্ত উপকরণগুলি দইয়ে ভিজিয়ে রাখুন।সারারাত ফ্রিজে রেখে দিন।পরদিন সকালে সব উপকরণগুলির পেস্ট বানান।জল দেবার দরকার নেই।কিন্তু খুব ঘন হয়ে গেলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে।ভালো করে ঘন পেস্ট করে নিন।এরপর এটা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগান।একঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।মাইলড শ্যাম্পু হলে ভালো হয়।সপ্তাহে একদিন করলেই কাজ হবে।এটা চুল পড়া কমানোর সাথে সাথে,খুশকি দূর করবে এবং চুলকে সফট ও সাইনি করে তুলবে।

আমলকী,মধু ও শিকাকাই জট মুক্ত চুল পেতে

চুলে জট এক বিরক্তিকর সমস্যা।এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই প্যাক।এটা চুলকে কন্ডিশনিং করে তুলবে।আর চুল হবে নরম কোমল।

উপকরণ

২চামচ আমলকীর রস,১চামচ শিকাকাই পাউডার ও ২চামচ মধু।

পদ্ধতি

সমস্ত উপকরণগুলি ভালো করে মেশান।একটা ঘন পেস্ট তৈরি করুন।এবার এই পেস্টটা স্ক্যাল্পে লাগান।আধঘণ্টা অপেক্ষা করুন।তারপর শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে দুবার করুন ভালো ফল পাবার জন্য।

আমলকী ও আমণ্ড তেল অকালপক্কতার সমস্যায়

অকালেই চুল পাকা থেকে চুলকে বাঁচিয়ে রাখতে,এই প্যাক খুব ভালো কাজ দেয়।কারণ আমলকীতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা অকালপক্কতা রোধ করে।তাই যাতে অকালে চুল না পাকতে শুরু করে তাই আজ থেকেই এই প্যাক ব্যবহার করতে শুরু করুন।

উপকরণ

১টা আমলকী ও ২চামচ আমণ্ড তেল।

পদ্ধতি

প্রথমে আমলকী ব্লেণ্ড করে রস করে নিন।এরপর আমলকীর রসের সাথে আমণ্ড তেল মেশান।ভালো করে মিশে গেলে এটা স্ক্যাল্পে লাগান।ভালো করে ম্যাসাজ করে লাগাবেন।আগের দিন রাতে লাগিয়ে পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে দুদিন করুন।তাহলেই অকালপক্কতা থেকে মুক্তি পাবেন।

তাহলে এখন যতই হোক চুলে হাজার সমস্যা,সমাধান তো একটাই।সেটা হল আমলকী।তাই চুলকে সবদিক থেকে ভালো রাখতে আজই কিনে আনুন আমলকী।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago