গরমকাল হোক বা শীত আর বর্ষা, চুলের জ্বালায় আপনি নির্ঘাত সবসময়েই ব্যতিব্যস্ত থাকেন। এবার যাতে আর ব্যতিব্যস্ত হতে না হয়, তার জন্য আমরা ‘দাশবাসে’র তরফ থেকে নিয়ে এসেছি খোদ কেয়া শেঠের স্পেশাল হেয়ার কেয়ার টিপস।
আপনাকে রোজ রাস্তায় তো বেরোতে হয়ই। আর রাস্তায় বেরোনো মানেই গুচ্ছ ধুলোবালি আর পলিউশনে আপনার চুলের প্রায় বারোটা বেজে যাওয়া। তা এই ধুলোবালির থেকে আপনার চুলকে যদি রক্ষা করতে চান, তাহলে কিন্তু মাথা আর স্ক্যাল্প ভালো করে পরিষ্কার করা খুব জরুরী। তাই সপ্তাহে ৩ দিন মতো অন্তত শ্যাম্পু করুন। তবে হ্যাঁ, মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন, বেশী কড়া শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু আপনার চুল আবার বেশী ড্রাই হয়ে যেতে পারে আর চুল পড়াও শুরু হতে পারে।
আপনি শ্যাম্পু করার জন্য কেয়া শেঠের স্পেশাল শাইন অ্যান্ড সিল্ক হানি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তাছাড়া অন্য শ্যাম্পুও ব্যবহার করতে পারেন যা আপনার চুলের সাথে ভালো স্যুট করে।
খাদি শিকাকাই অ্যান্ড হানি শ্যাম্পু, ২১০ মি.লি.
অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। চুল পড়ার সমস্যায় ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে কিন্তু স্ক্যাল্প আর চুলের গোড়ার কেয়ার নেওয়া খুবই দরকার। তাই স্ক্যাল্প আর হেয়ার রুটে ভালো করে পুষ্টির যোগান দিন। নয়তো চুল কিন্তু পড়তে শুরু করে। আপনি কেয়া শেঠের অ্যালোপেক্স অ্যাবসোলিউট ব্যবহার করতে পারেন। এছাড়া এমনি শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
ট্রেসেমি নারিশ অ্যান্ড রিপ্লেনিশ শ্যাম্পু, ৫৮০ মি.লি.
চুলের গোড়াকে শক্ত করতে আর চুলকে নারিশ করতে এই হেয়ার প্যাক ব্যবহার করুন।
উপকরণ
মেথি ২ চামচ, অলিভ অয়েল ২ চামচ।
পদ্ধতি
সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে একে স্মুদ পেস্ট করে নিন।তারপর অলিভ অয়েলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। মাথায় শাওয়ার ক্যাপ জড়িয়ে ১ ঘণ্টা রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পুতে চুল ধুয়ে ফেলুন।
মাথায় নতুন চুল গজাতে কিন্তু এই হেয়ার প্যাক মাস্ট। তাছাড়া অ্যালোভেরা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে।
উপকরণ
অ্যালোভেরা রস ২ চামচ, জবাফুলের পেস্ট ৪-৫ টা।
পদ্ধতি
অ্যালোভেরা রস আর জবাফুলের পেস্ট একসাথে মিশিয়ে চুলে ভালো করে লাগান। ১ ঘণ্টা রেখে অনেক জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন অন্তত করলে উপকার পাবেন।
খুশকি হলে কিন্তু চুল পড়ার সমস্যা খুব বেড়ে যায়। বিশেষ করে শীতকালে এই জন্যেই চুল পড়ে বেশী। তাই দেখে নিন কেয়া শেঠের ঘরোয়া টিপসে কী করে খুশকি তাড়াবেন।
উপকরণ
রোজমেরি এসেনশিয়াল অয়েল ৩-৪ ফোঁটা, নারকেল তেল ১৫-২০ ফোঁটা।
পদ্ধতি
রোজমেরি এসেনশিয়াল অয়েল আর নারকেল তেল একসাথে মিশিয়ে আপনার মাথার স্ক্যাল্পে রোজ ম্যাসাজ করুন। ঘণ্টা দুয়েক রেখে চুল ধুয়ে ফেলুন। দেখবেন খুশকি এক্কেবারে ভ্যানিশ।
ওল্ড ট্রি রোজমেরি এসেনশিয়াল অয়েল
খাদি অ্যান্টি-ড্যানড্রাফ হারবাল শ্যাম্পু, ২১০ মি.লি.
তাছাড়া আপনার ড্রাই হেয়ারের সমস্যা থাকলে ঘরে বসেই হেয়ার স্পা করে নিতে পারেন। ‘দাশবাসে’র হেয়ার স্পা’য়ের আর্টিকল তো আপনারা সব্বাই অ্যাদ্দিনে পড়েই ফেলেছেন। তাছাড়া কেয়া শেঠের হেয়ার মিল্কও ব্যবহার করতে পারেন।চুলের রাফনেস কমাতে এটাও কিন্তু দারুণ কাজ দেয়। তাই চুলকে ম্যানেজেবল আর নরম করতে চাইলে এটা ট্রাই করুন।
হেয়ার মিল্ক বাই কেয়া শেঠ অ্যারোমাথেরাপি
আপনার চুলের আগা থেকে গোড়া অবধি যত্ন নিতে এটা ব্যবহার করুন। চুলকে হেলদি রাখতে কিন্তু এটা দারুণ কাজে দেয়।
তাহলে এবার তো কেয়া শেঠের স্পেশাল হেয়ার কেয়ার টিপস পেয়েই গেলেন। বেশী দেরী না করে চুলের যত্ন নিতে শুরু করুন,আর নিজেই তফাতটা বুঝুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…