Most-Popular

চুলের যত্নে এতদিন অনেক টিপস ট্রাই করলেন! ট্রাই করুন এবার মুশকিল আসান টিপস

হেনা বস্তুটি হেনা গাছের পাতাকে শুকিয়ে তৈরী করা হয়। বাজারে নানা ব্র্যান্ডের হেনা পাওয়া যায়। সাধারণত হেনা গাছের পাতাকে নানা উপায়ে শুকিয়ে পাউডার বানানো হয়। এছাড়া বিয়ে বা যেকোনো শুভ অনুষ্ঠানে যে মেহেন্দি পরা হয় সেটিও এই হেনা গাছের পাতা থেকেই বানানো হয়। হেনার উপকারিতা বহু প্রাচীন কাল থেকেই একে জনপ্রিয় করে তুলেছে।  ফলত এর ব্যবহার ও বেড়েছে। চুলকে রং করার সাথে সাথে এটি আমাদের চুলের স্বাস্থ্য বৃদ্ধি  করে। চুলের জেল্লা বাড়িয়ে তোলে, চুল নরম ও মসৃন করে। আজ জেনে নিন হেনা চুলের কি কি উপকার করে।

চুলে রং করার প্রাকৃতিক উপাদান

হেনা বা মেহেন্দি চুল রং করার প্রাকৃতিক উপাদান। আমরা অনেকেই পাকা চুল আড়াল করার জন্য হেয়ার কালার ব্যবহার করি। এতে নানা রকম রাসায়নিক থাকে যা আমাদের চুলের ক্ষতি করে থাকে। কিন্তু হেনা চুল রং করার জন্য ব্যবহার করলে চুলের ক্ষতি হয় না কারণ এতে কোনো রাসায়নিক মিশ্রিত থাকে না। হেনার প্রাকৃতিক রং খুব সহজেই পাকা চুলকে আড়াল করতে সক্ষম হয়। এছাড়া সাদা চুল ছাড়াও এটি আমাদের চুলের স্বাভবিক কালো রঙকে হালকা বাদামী বা লালচে রঙে পরিনত করে কোনো রকম ক্ষতি ছাড়াই। তাই চুল রং করার জন্য এটি একটি সহজ এবং সুরক্ষিত উপায়।

প্রয়োজন মত হেনা পাউডার ও গরম জল মিশিয়ে হেনা পেস্ট তৈরী করে তাতে একটি ডিম ও লেবুর রস ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরী করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার চুলে ভালো করে লাগিয়ে ২ থেকে ৩ ঘন্টা রেখে দিয়ে জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে। এরপর মাথায় তেল মেখে পরের দিন শ্যাম্পু করলে চুলের রং দীর্ঘস্তায়ী হবে।

প্রাকৃতিক কনডিশনার 

হেনা আমাদের চুলের প্রাকৃতিক কনডিশনার হিসেবে ব্যবহিত হতে পারে। এটি আমাদের চুল নরম ও মসৃন করে।

বর্তমান এসেনসিয়াল অয়েল আমাদের চুল নরম ও মসৃন করে। হেনা, গরমজল ,টকদই,ও ডিম মিশিয়ে মিশ্রণ তৈরী করে ২-৩ ঘন্টা রেখে দিয়ে মিশ্রণ টি চুলে লগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। মাসে দুবার এইভাবে হালে হেনা লাগালে আপনার চুল নরম মসৃন ও জেল্লাদার হয়ে উঠবে।

খুশকি দূর করার উপদান

হেনাতে বর্তমান আন্টিব্যাকটেরিয়াল ও আন্টিফাঙ্গাস উপাদান থাকতে এটি আমাদের খুশকি দূর করতে সক্ষম। খুশকির কারণে আমাদের স্কাল্প রুক্ষ হয়ে যায়। ফলত চুলকানি ও চুল পরা সুরু হয়। বেশি খুশকি হলে আমাদের স্কিন ইনফেকশনের ভয় থাকে। হেনা আমাদের মাথার খুশকি দূর করে এবং স্কাল্পের রুক্ষতা দূর করে।
হেনা পাতা, নিমপাতা এবং তুলসী পাতা অল্প জল দিয়ে ভালো করে বেটে শুধু স্কাল্প এ লাগিয়ে ১ থেকে ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন। এরপর মাথায় অল্প বাদাম তেল লাগিয়ে নিন। এটি খুসকি খুব তাড়াতাড়ি দূর করে ও স্কাল্পের রুক্ষতা দূর করতে সক্ষম।

চুল পরা রোধ ও চুল গজানোর উপাদান

প্রাকৃতিক দূষণ ও শরীরের নানা সমস্যার কারণে আমাদের চুল পরে যায়।

নিয়মিত হেনার ব্যবহার আমাদের চুল পড়া রোধ করে শুধু তাই নয় এটি একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান যা আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। হেনা পেস্টের সাথে আগে থেকে ভিজিয়ে বেটে রাখা মেথি পেস্টের সাথে মিশিয়ে মাথায় মাখলে চুল পরা কম হয় ও মাথায় নতুন চুল গজায়।

স্প্লিট এন্ড রোধক উপাদান

আমাদের চুল রুক্ষ হয়ে গেলে আমাদের চুলগুলি নমনীয়তা হারায় এবং চুলের ডগা গুলি ফেটে যায়। এতে চুল যেমন সৌন্দর্য হারায় তেমনি এটি চুল পরাকে কমায় করে। হেনা আমাদের চুলকে নমনীয়তা দান করে ফলত চুল রুক্ষ হয়না। হেনা পাউডার, ডিম এবং অলিভ অয়েল মিশিয়ে ভালো করে চুলে লাগিয়ে ১ ঘন্টা পর হালকা গরম জলে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। এতে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা কম হয়।

আমাদের চুলের যত্ন করার জন্য হেনার ব্যবহার অত্যন্ত কার্যকরী। চুলের স্বাস্থ্য বৃদ্ধি করতে হেনা ব্যবহার করুন এবং সহজেই চুল সুন্দর, ঘন এবং জেল্লাদার করে তুলুন।

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago