চুলে নানা রকমের হেয়ার স্টাইল করা সম্ভব হয় যখন চুল মোটা বা ঘনত্ব যুক্ত থাকে। কিন্তু রোজ রোজ এক গোছা করে চুল পড়লে কি আর হেয়ার স্টাইল করার মত চুল মাথায় থাকে? না থাকে না। তাই চুলের যত্ন নিন ঘনত্ব বাড়ানোর জন্য। পাশাপাশি খেয়াল রাখুন যাতে চুল পড়া বন্ধ হয়।
আমাদের ত্বক আর চুলের জন্য টক দই যে খুবই ভালো, তা তো আপনারা এতদিনে জেনে গেছেন। টক দইতে থাকা এনজাইম আমাদের তালুকে ঠান্ডা রাখে আর আমাদের চুলের গোড়া এতে খুবই মজবুত হয়। তাই চুলে হেনা করার সময় দই ব্যবহারের পাশাপাশি শুধু দইও ব্যবহার করে দেখুন।
টক দই ভালো করে ফেটিয়ে তাতে অলিভ অয়েল মিশিয়ে অ্যাপল সিডার ভিনিগার আর মধু দিন। ভালো করে মেশান। এবার ওই মিশ্রণটা আপনার চুলে আর স্ক্যাল্পে খুব ভালো করে লাগান। লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট মতো। তারপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। সপ্তাহে ২ দিন করুন পারলে।
শসা আমাদের স্কিন আর চুলের জন্য খুবই ভালো। শসায় থাকা স্যালিক আর মিনারেল নতুন চুল গজাতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রেখে চুলের গোড়ায় হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখে। তাই শসা ব্যবহার করুন চুলে।
আপনি শুধু শসার রসও ব্যবহার করতে পারেন বা তার সাথে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটা আপনার স্ক্যাল্পে খুব ভালো করে লাগান আর রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার দরকার নেই। সপ্তাহে তিন দিন করুন।
কলা যে খুবই ভালো আমাদের শরীরের জন্য তা তো আপনারা জানেন। রোজ নিশ্চয়ই আপনার সকালে কলা খাওয়ার অভ্যেস আছে। এবার চুলের ক্ষেত্রেও কলা ব্যবহার করুন। দেখবেন চুল কি সুন্দর ঘন হচ্ছে।
কলা প্রথমে চটকে নিন। তার সাথে পাতিলেবুর রস,নারকেল তেল আর অলিভ অয়েল মিশিয়ে তা চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন। দেখবেন এতে নতুন চুল গজাবে আর চুলের ভলিউম বাড়বে।
অ্যালোভেরা আর ডিম দুটোই আপনার চুলের জন্য খুব ভালো। আপনার চুল পড়া কমবে, আবার দ্রুত চুল গজাবেও।
ভালো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিন। তাতে ২টো ডিম ফেটিয়ে মেশান।ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ আপনার স্ক্যাল্পে আর চুলে লাগান আর রাখুন ৩০ মিনিট। তারপর ভালো করে শ্যাম্পু করুন। এটা কিন্তু খুবই ভালো প্যাক আপনার চুলের জন্য।
আমলকীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আর ভিটামিন সি আপনার চুলের জন্য বেশ উপকারী। তাই চুলে ব্যবহার করুন আমলকির রস।
আমলকী সেদ্ধ করে নিন। তারপর তা চটকে জলে গুলে নিন। এবার সেই মিশ্রণ থেকে শুধু জলটা ছেঁকে নিন। সেই ঘন জলটা এবার চুলে আর স্ক্যাল্পে লাগান আর ১০ মিনিট মতো রাখুন। সপ্তাহে তিন দিন করুন। দেখবেন উপকার পাচ্ছেন কত্ত তাড়াতাড়ি।
মেথি আমাদের চুলের জন্য খুবই ভালো। আপনার যদি খুশকি থাকে তাহলে সেই খুশকিও দূর হয় মেথি ব্যবহার করলে। আজ থেকেই ব্যবহার করুন।
মেথি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। তার সাথে মেহেদী পাতা বেটে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ১ ঘন্টা মতো। তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। এটা সপ্তাহে একদিন করুন। তাতেই কাজ দেবে।
তাহলে আজ থেকে আর কোনো চিন্তা নয়। শুধু ভালো করে শাক-সবজি খান, বেশি তেলতেলে খাবার না খেলেই ভালো। দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন আর নিজেকে হাসিখুশি রাখুন। এবার আয়নার সামনে দাঁড়িয়ে যত খুশি স্টাইল করুন আপনার ঘন কালো চুল নিয়ে। আর তখন দাশবাসকে মনে মনে একটু না হয় ধন্যবাদ দেবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…