অনেকদিনই তো হল পুরনো হেয়ার স্টাইলে।আয়নায় রোজ রোজ নিজেকে একভাবে দেখতে আর কাঁহাতক ভালো লাগে বলুন?আর আপনার পার্টনারও নিশ্চয়ই একই হেয়ার স্টাইলে আর একই লুকে আপনাকে দেখে দেখে ক্লান্ত?এই শীতে আপনার লুকের বোরডম কাটানোর জন্য আমরা নিয়ে এসেছি ৬টি হাতে গরম টাটকা নিউ হেয়ার কাট!দেখুন তো,কোনটা আপনাকে ভালো লাগবে?
নিজের লুককে একঘেয়েমির হাত থেকে বাঁচিয়ে নতুন কিছু করতে চাইলে এই লঙ শ্যাগস হেয়ার স্টাইলটা কিন্তু করতেই পারেন।গোল,চৌকো,পানের মতো কি ওভ্যাল—আপনার মুখের শেপ যাই হোক না কেন,সে নিয়ে ভাবতে হবে না!মিডিয়াম হাইটের চুল যদি থাকে,তাহলে নিশ্চিন্তে এই হেয়ার কাটটা এবার পার্লারে গিয়ে কেটে ফেলুন।দেখবেন আপনার চুলের ভলিউমও খুব একটা কমবে না,উল্টে বেশ সুন্দর আর ট্রেন্ডি একটা স্টাইলিশ লুক আসবে।
লম্বা চুল ম্যানেজ করতে অসুবিধা হয়?চুলের লেংথ বাড়াতে চান না,অথচ দেখে যেন মনে হয় আপনার চুলের ভলিউম অনেক,তাই তো?তাহলে কিছুই না,জাস্ট লেয়ারস কেটে ফেলুন।চুলের লেংথ শর্ট করুন।আর তার সাথে লেয়ারস কিন্তু আপনার চুলকে বেশ ঘন ঘন একটা ফিলিংস দেবে।আপনি চুলের কিছু স্পেশাল ট্রিটমেন্ট করাচ্ছেন কিনা,ভেবে সব্বাই চমকে যাবে।
হালকা অগোছালো ভাব আর কেয়ারলেসনেসকেই কি আপনার নিউ লুকের চাবিকাঠি বানাতে চান?তাহলে এই কাটটা আজই পার্লারে গিয়ে কেটে ফেলুন।সিম্পল কাট।কিন্তু দেখে মনে হবে যেন আপনার মাথায় কত্ত চুল!কিছুই না,লম্বা চুল যেরকম সমান করে কাটার কাটুন।তবে চুল আয়রন করার আগে তলাটা ওয়েভি করে রাখুন।দেখবেন কেয়ারলেস লুকে আপনাকে কেমন বিউটিফুল লাগছে!
আপনার চুল কি খুব লম্বা?আর অতো লম্বা চুল কাটতেও ইচ্ছে করছে না?চিন্তা নেই।এই শীতে লম্বা চুলকে ম্যানেজ করেই আপনি স্টাইল করবেন।পার্লারে গিয়ে এই লঙ লেয়ারড লকস কেটে ফেলুন।লম্বা চুল এমনিতে কেমন একটা পেতে থাকে,ফলে চুল খুব পাতলা দেখায়।এই হেয়ার কাটে লেয়ারস থাকায় তা আপনার চুলকে ঘনও দেখাবে।আর আপনার পারসোনালিটিতে নতুন মাত্রা যোগ করে আপনাকে আরও এলিগ্যান্ট করে তুলবে!
আপনার মুখ যদি চৌকো হয়?তাহলে এই শীতে নতুন লুকে সকলকে চমকে দেবার জন্যে ট্রাই করুন শ্যাগ কাট উইথ শোল্ডার লেংথ হেয়ার কাট।চুলের লেংথ মাঝারি হলে,তা ম্যানেজ করাও আপনার পক্ষে সোজা হবে।আর তাছাড়া এই কাটে কিন্তু বেশ একটা ট্রেন্ডি লুকও আসবে।আর আপনি যদি ম্যাক্সিমাম সময় ওয়েস্টার্ন পরেন,তাহলে তো এটা আপনার জন্যে একদম পারফেক্ট হবে!
এই হেয়ার কাটটা অবশ্য নতুন কিছু নয়।তবে আপনার যদি খুব বড় চুল থাকে,এবং অন্য কোনো স্টাইল করতে মন না চায়,তাহলে এই কাটটা কেটে ফেলুন।সিম্পল কাট।লুককে একটু পাল্টানোর জন্যে বেস্ট।তাছাড়া আপনার লম্বা চুলের আগাটাও কিন্তু এই ভি শেপে দারুণ লাগবে।আর লম্বা চুলকে যদি মোটা দেখাতে চান?তাহলেও এই হেয়ার কাট আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে!
কি ভাবছেন?আপনার পার্টনার তো বলে বলে ক্লান্ত!এবার তো অন্তত নিজের লুককে চেঞ্জ করুন!আপনার মুখের সাথে মিলিয়ে পছন্দসই কাটটা কেটে ফেলুন।আর তারপর পার্লার থেকে আসবেন যখন,পার্টনারের রিয়্যাকশন দেখে আমাদের জানাতে ভুলবেন না যেন!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…