আজকাল পলিউশানের মাত্রা এত বেশি যে তা থেকে চুল ওঠা এক প্রকার জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও অন্যান্য কারন তো রয়েছেই। ইচ্ছে থাকলেও লম্বা চুল রাখা যায় না। চিন্তা নেই সলিউশান নিয়ে আজ হাজির। মাত্র দুই সপ্তাহে চুল হবে লম্বা ও মজবুত। ঘরোয়া উপায়ের সাহায্যে।
চুলের জন্য জবা ফুলের উপকারিতা বলে শেষ করা যাবে না। চুলের গ্রোথে সাহায্য করেই, সাথে চুলকে কন্ডিশনিং করে। খুশকি, শুষ্কতা, জট নিয়ন্ত্রণ করে। চুলকে তো ঘন করেই। কারন এতে আছে প্রচুর অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন সি। যা চুলের গোঁড়া মজবুত করে।
২ থেকে ৩টি জবা ফুল ও কয়েকফোঁটা লেবুর রস।
জবা ফুল প্রথমে কিছুটা জলে ভালো করে ফুটিয়ে নিন। এবার জল থেকে ফুল বাদ দিয়ে দিন। খালি জলটা সংগ্রহ করুন। এতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এটা শ্যাম্পু করার পর স্ক্যাল্পে লাগান। শ্যাম্পু করে চুল আগে মুছে নিন ভালো করে। তারপর এই মিশ্রণ স্ক্যাল্পে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা জল দিয়ে। যখনই শ্যাম্পু করবেন তখনই এটা করবেন। পারলে সপ্তাহে ৩ দিন করুন নিয়ম মত।
পেঁয়াজের রস জাস্ট একটা ট্রিটমেন্ট চুল গজানোর ক্ষেত্রে। পেঁয়াজের রসে থাকে প্রচুর পরিমাণে সালফার। যেটা স্কাল্পে চুল গজানোর জন্য দারুন উপকারী। এটা খুব ভালো কেরাটিন ট্রিটমেন্ট হিসাবেও কাজ করে। রক্তসঞ্চালন উন্নত করে।
১টা পেঁয়াজ ও একটু জল।
একটা পেঁয়াজ আগে একটু ব্লেণ্ড করে নিন। এরপর এটা ভালো করে চিপে রস বার করে নিন। এবার এর সাথে জাস্ট একটু জল মেশান। এবার মিশ্রণ স্কাল্পে ম্যাসাজ করে লাগান। অন্তত মিনিট ১৫ রাখুন। আরও বেশী রাখতে পারলে আরও ভালো। তারপর শ্যাম্পু করে নিন। এটা সপ্তাহে তিনদিন করুন। দুই সপ্তাহ পর দেখবেন স্কাল্পে কেমন ছোট ছোট চুল গজিয়েছে।
আলুর রস চুলের গ্রোথে সাহায্য করে, সাথে চুলকে কন্ডিশনিং করে।
১টা বড় সাইজের আলু ও একটু জল।
একটা আলু আগে একটু ব্লেণ্ড করে নিন। এরপর এটা ভালো করে চিপে রস বার করে নিন। এবার এর সাথে জাস্ট একটু জল মেশান। এবার মিশ্রণ স্কাল্পে ম্যাসাজ করে লাগান। অন্তত মিনিট ১৫ রাখুন। আরও বেশী রাখতে পারলে আরও ভালো। তারপর শ্যাম্পু করে নিন। এটা সপ্তাহে তিনদিন করুন। দুই সপ্তাহ পর দেখবেন স্কাল্পে কেমন ছোট ছোট চুল গজিয়েছে।
তাহলে জেনে নিলেন কিভাবে মাথায় চুল গজানোর অভিযান শুরু করবেন। এই অভিজানের সময় মাত্র দুই সপ্তাহ। তারই মধ্যে মাথায় আসবে চুল।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…