বয়েসটা কম কিন্তু সকলেই মাসিমা বা আন্টি বলেই ডাকছে| কারণ তো আপনি নিজেই প্রতিদিন আয়নায় দেখতে পারছেন, আপনার সাদা চুল| এই সাদা চুলের জন্য কত রকম এমব্যারেসিং কথা বার্তা শুনতে হয় আপনাকে প্রতিদিন| তাই তো বলছি মন খারাপ করে মুখ ফুলিয়ে বসে থাকার দিন শেষ| আপনার সাদা চুল যাতে মাত্র এক সপ্তাহের মধ্যেই ঘন ও কালো হয় এবং আপনি যাতে মাসিমা কাকিমা থেকে দিদি বা বৌদি তে ফিরে আসেন সেই জাদু কাঠি নিয়ে আমি আজ চলে এসেছি| আজকের লেখা পড়ুন এবং ঘরে বসেই বানিয়ে ফেলুন এক মাত্র ৭ দিনেই চুল কালো করার উপায়|
কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না| তাই এই ব্ল্যাক ডাই বানাতে আপনাকে একটু সময় দিতে হবে| আপনার সুন্দর ঘন কালো চুলের জন্য এইটুকু সময় নিশ্চই আপনি দিতেই পারবেন|
ড্রাই আমলকি এক মুঠো, চা পাতা ১ চামচ, গোটা জিরে ১ চামচ, মেথি ১ চামচ, লাল জবা ফুল ৪-৫ টি, জল ৩-৪ কাপ, একটি পেয়াজের খোসা, আদা কুচি ২ চামচ, টক দই ৩ চামচ, হেনা ৪ চামচ|
প্রথমে একটি কড়াই গরম করে তাতে একমুঠো আমলকি কালো হওয়া অবধি ভেজে নিন| এরপর আঁচ কমিয়ে ১ চামচ চাপাতা কালো হওয়া অবধি ভেজে নিন| এবার জল ঢেলে দিন| জল ফুটে উঠলে তাতে জবা ফুলের পাঁপড়ি দিয়ে দিন| নাড়াচাড়া করতে থাকুন| এবার ওতে জিরে ও মেথি দিয়ে দিন এবং তার সাথে পেয়াজের খোসা ও আদা কুচি দিয়ে দিন| ভালো করে নাড়তে থাকুন| জলের পরিমান কমে আসলে গ্যাস বন্ধ করুন| ভালো করে ছেঁকে নিয়ে ওই মিশ্রণের জল পুনরায় ওই কড়াই তে ঢেলে দিন| তার সাথে হেনা পাউডার ভালো করে মিশিয়ে নিন| এই মিশ্রণ আগের দিন রাতে বানিয়ে পরের দিন সকালে চুলে লাগাতে হবে| তবে চুলে লাগানোর আগে তাতে দই মিশিয়ে নিন| সপ্তাহে দুদিন যথেষ্ট আপনার চুল কালো করার জন্য| চুল কালো করার সাথে সাথে এটি হেয়ার টনিকেরও কাজ করবে|
চুলে এই মিশ্রণ টি লাগানোর আগে মাথায় ভালো করে তেল মেখে নিন| তেল মেখে ৩০ মিনিট অপেক্ষা করে আপনার চুলের গোড়ায় ও চুলে ভালো করে লাগিয়ে নিন| ২ ঘন্টা পর প্রথমে ভালো করে হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে নিন| এরপর আপনি শ্যাম্পু করে নিতে পারেন তবে পরের দিন শ্যাম্পু করলে বেশি ভালো ফল পাওয়া যাবে|
চুল তাড়াতাড়ি কালো করার জন্য আমরা বাজার থেকে কিনে আনা প্রোডাক্ট গুলি ব্যাবহার করতেই পারি কিন্তু তাতে চুলের উপকার তাৎক্ষনিক হলেও ক্ষতি কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয়| তাই বাড়িতেই যদি আপনি এই তেল বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার চুল কালো হয়ে উঠবে|
আমলকি ১০-১২ টি, কারিপাতা ১ কাপ, লেবুর রস ৪-৫ চামচ, নারকেল তেল ২০০ গ্রাম|
প্রথমে আমলকির থেকে বীজ গুলি আলাদা করে নিন| মিক্সিতে সামান্য জল মিশিয়ে আমলকি বেঁটে ছাকনি দিয়ে ছেঁকে জুস বের করে নিন| পাত্রে নারকেল তেল গরম করে নিন। তাতে প্রথমে কারিপাতা গুলি কম আঁচে নাড়তে থাকুন| ৫-৭ মিনিট ক্রমাগত নাড়ার পর তাতে আমলকির জুস খুব সাবধানে ঢালুন| আরো ৫ মিনিট নাড়ার পর দেখবেন তেলের রঙ পরিবর্তিত হয়ে গিয়েছে| গ্যাস বন্ধ করে ভালো করে তেল ছেঁকে নিন| হালকা ঠান্ডা হয়ে আসলে লেবুর রস মিশিয়ে দিন|
প্রতিদিন রাতে শোবার আগে একটি পাত্রে আপনার প্রয়োজন অনুসারে তেল নিয়ে হালকা গরম করে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন| সকালে উঠে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন| এই তেল মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার চুলের স্বাভাবিক কালো রং ফিরিয়ে আনবে|
চুল তাড়াতাড়ি কালো করতে হেনা কিন্তু খুব উপকারী| তাই আমি যে হেনার হেয়ার প্যাকের কথা বলছি তার প্রয়োগে কিন্তু নিমেষের মধ্যেই আপনার চুল কালো হয়ে যাবে|
হেনা আপনার চুলের প্রয়োজন অনুযায়ী, টক দই ২-৩ চামচ, পেয়াজের রস ২ চামচ, ডিম একটি, আমলকি বাটা ২ চামচ, জল প্রয়োজন অনুযায়ী|
একটি প্লাস্টিকের পাত্রে প্রয়োজন মত হেনা পাউডার নিয়ে তার সাথে টক দই, পেয়াজের রস, ডিম ও উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে সারারাত ঢেকে রেখে দিন| সকালে উঠে ওতে আমলকি বাঁটা মিশিয়ে আরো ৩০ মিনিট মত রেখে দিন|
প্রথমে মাথায় ভালো করে নারকেল তেল মেখে নিন| এবার এই হেনা প্যাক ভালো করে চুলে লাগিয়ে হেয়ার ক্যাপ থাকলে তা দিয়ে ঢেকে রাখুন ২ ঘন্টা মত| যদি হেয়ার ক্যাপ না থাকে তাহলে চুল উঁচু করে বেধে রাখুন| ২ ঘন্টা পর প্রথমে হালকা গরম জলে মাথা ধুয়ে নিন ভালো করে| শ্যাম্পু পরের দিন করে নিন| সপ্তাহে দু দিন এই হেয়ার প্যাক লাগালে এক সপ্তাহের মধ্যেই আপনার চুল আবার আগের মতই কালো ও উজ্জ্বল হয়ে উঠবে|
এই উপায় গুলি ছাড়াও চুলে নিয়মিত তেল লাগানো কিন্তু খুব জরুরি| আপনার চুলের স্বাভাবিক কালো রঙ বজায় রাখতে হলে কিন্তু আপনাকে নিয়মিত যে কোনো একটি পদ্ধতি মেনে চলতে হবে| এই প্রত্যেকটি ঘরোয়া উপায় কিন্তু ১০০% গ্যারান্টি রাখে| তাই নিন্দুকদের মুখ বন্ধ করতে বা যারা আপনার সাদা চুল নিয়ে হাসাহাসি করে তাদের চমকে দিকে এই বেলাই লেগে পড়ুন মিশন কালো চুলে|
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…