বিয়েবাড়িই বলুন বা কোনো এমনি অকেশন—আপনার হট বং লুকের সাথে যদি পারফেক্ট হেয়ার স্টাইলটাই না থাকে, তাহলে তো সাজটাই কমপ্লিট হয় না, তাই না?
ট্র্যাডিশনাল শাড়িতে যখন আপনি পাক্কা বাঙালীয়ানাতে, তখন আপনার চুল বাঁধার জন্যও তো চাই মানানসই পারফেক্ট বাঙালী স্টাইলের কম্বো! তাই আজকের আর্টিকলে রইলো এই চুল বাঁধার লেটেস্ট বাঙালী স্টাইল।
যে কোনো অকেশনই থাকুক না কেন, শাড়ির সাথে এই বং খোঁপা স্টাইল কিন্তু সবসময় পারফেক্ট।
মাঝখানে সিঁথি কাটুন। এবার ঘাড়ের কাছে মাথার পেছনে চুলে একটা পারফেক্ট টাইট খোঁপা করে ফেলুন। বিয়েবাড়ি হলে নিশ্চিন্তে ফুলের মালা লাগান আপনার খোঁপায়।
ব্যাস,রেডি আপনার বং খোঁপা। চুল যত বড় হবে, খোঁপা কিন্তু ততই খুলবে! আর সাথে কপালে লাল বড় টিপ আর হেভি জুয়েলারি-পারফেক্ট ট্র্যাডিশনাল এথনিক বং লুকের জন্য আর কি চাই!
বিয়েবাড়ি বা যে কোনো সময়েই এই বিনুনি লুক কিন্তু আপনাকে এথনিক একটা ফিলিংস দেবেই। আর করাও খুব সোজা, চুলও থাকবে নিট অ্যান্ড ক্লিন।
সিম্পল একটা বিনুনি বাঁধুন। আর ওতে ফুলের মালা লাগিয়ে ফেলুন। ঘন আর লম্বা চুল হলে তো আর কথাই নেই। দারুণ এলিগ্যান্ট লাগবে।
হেয়ার পাফে সবসময়েই আপনাকে ভালো লাগে। তাই চুলকে যদি ফ্লাফি করতে চান, তাহলে এই হেয়ার স্টাইলটা করুন। দেখে মনে হবে যেন আপনার মাথায় কত্ত চুল! আর গোল মুখ যদি হয়, তাহলে তো আর কথাই নেই!
চুল ভালো করে আঁচড়ে চুলের নীচেটা হালকা কার্ল করে নিন। পার্লারে যেতে ইচ্ছে না হলে আপনি ঘরে বসেই কার্ল করে নিতে পারেন। এ বিষয়ে আপনাকে সাহায্য করবে ‘দাশবাসে’র আর্টিকল। এবার সামনের অংশে পাফ করে বাকিটা ছেড়ে রাখুন। খুবই সুন্দর লাগবে শাড়ির সাথে।
সাইড বান এই বাঙালী লুক কিন্তু এবারের হেয়ার স্টাইলে একদম লেটেস্ট। যে কোনো শাড়ির সাথে যাবে এই ট্র্যাডিশনাল হেয়ার স্টাইল। আর আপনার মুখ যদি লম্বাটে হয়, তাহলে লো সাইড বান খুবই ভালো লাগবে।
চুল ভালো করে আঁচড়ে মাঝখানে সিঁথি করুন। তারপর মাথার সাইডে নীচে করে একটা লো পনিটেল করে নিন। এবার আপনার পনিটেলের থেকে ২ ইঞ্চি একটা অংশ বেছে ওটাকে পেঁচিয়ে ফেলুন। এভাবে বাকি চুলের সাথেও এরকম করুন। দেখবেন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা বান হয়ে গেছে। বিয়েবাড়ি থাকলে চোখ বুজে খোঁপায় ফুল লাগান।
আপনার যদি গোল মুখ হয় আর ট্র্যাডিশনাল বাঙালী লুক যদি পেতে চান, তাহলে এই সাইড ফিশটেল ব্রেইড আপনার জন্য পারফেক্ট হবে।
চুল ভালো করে বেঁধে মাথার একপাশে সিঁথি কেটে নিন। এবার একটা লো সাইড পনিটেল বেঁধে নিন। সেই চুলটাকে দু’ভাগে ভাগ করুন। ফিশটেল ব্রেইড স্টাইলে চুল বেঁধে নিন।পনিটেল করার সময় যে গার্ডার আটকেছিলেন ওপরে, সেটাকে কেটে ফেলুন। ফুল গুঁজে নিলেই রেডি আপনার পারফেক্ট বং লুক সাইড ফিশটেল ব্রেইড।
চুল বাঁধার জন্য লেটেস্ট স্টাইল চান? তাহলে ট্রাই করুন এই স্টাইলটা। দেখতে খুবই এলিগ্যান্ট লাগবে। আর যেকোনো মুখের শেপের সাথেই কিন্তু এই হেয়ার স্টাইলটা যাবে।কীভাবে করবেন? দেখে নিন।
চুল মাঝখানে সিঁথি কেটে দু’পাশে ভাগ করে নিন। চুলের বাঁ দিকের অংশ থেকে ২ ইঞ্চি নিয়ে কয়েকবার টুইস্ট করে মাথার পেছনে নিয়ে যান। এবার ডান দিকেও এটা করুন।একটা পনিটেল করে ফেলুন। পনিটেল থেকে খানিকটা চুল নিয়ে গার্ডারের কাছে র্যাপ করে নিন। ছবির মতো পনিটেলে ভলিউম তৈরি করে চুলের তলার অংশে গার্ডার বেঁধে নিন। তারপর ফাইনালি খানিকটা চুল নিয়ে গার্ডারের চারপাশে র্যাপ করে ফেলুন।দেখতে খুবই গর্জাস লাগবে।
এটা কিন্তু সত্যিই একটা ইউনিক চুল বাঁধার স্টাইল। শাড়ির সাথে এই হেয়ার স্টাইলে আপনাকে দারুণ ট্র্যাডিশনাল লাগবে।
চুলে একদিকে সিঁথি করুন। ডান দিকের সামনের অংশ থেকে ২ ইঞ্চি অংশ চুল থেকে বেছে টুইস্ট করুন। এবার কানের পাশে নিয়ে গিয়ে পিন বা ক্লিপ দিয়ে আটকে নিন। বাঁ দিকের সাথেও এরকম করবেন। ঘাড়ের কাছে একটার ওপরে আর একটা পনিটেল করে ফেলুন। ওপরের পনিটেলটা টুইস্ট করে ববি পিন দিয়ে আটকে ফেলুন। ছবির মতো করে খোঁপা করে নিন। নীচের পনিটেলটার সাথেও এটা করুন। আপনার খোঁপায় ববি পিন দিয়ে গজরা আটকে ফেলুন। খুবই গর্জাস আর এলিগ্যান্ট লাগবে।
আপনার ট্র্যাডিশনাল হেয়ার স্টাইলে একটু ক্যাজুয়াল লুক দিতে চাইলে এই হেয়ার স্টাইলটা ট্রাই করুন।
চুলকে কার্ল করে চুলের মাঝখান থেকে ওয়েভ করতে শুরু করুন। দু’পাশে টুইস্ট করে সাইড করে মাথার পেছনে নিয়ে আসুন। ঘাড়ের কাছে এনে একটা লুজ খোঁপা করে নিন।আপনার কার্লি লকসকে মুখের দু’পাশে আলতো করে ছেড়েই রাখুন।
শাড়ির সাথে বাঙালী এই চুল বাঁধার স্টাইল কিন্তু এক্কেবারে খুবই ফ্যাশনেবল লাগবে।তাছাড়া একটা ভিন্টেজ লুকও আসবে।
পাফ করে পেছনের চুলে খোঁপা বেঁধে নিন। তারপর চুলকে ভালো করে পিন দিয়ে সেট করে নিন। খুবই এলিগ্যান্ট লাগবে। বিয়েবাড়ি বা এমনি পার্টির জন্য দারুণ স্টাইল।
কোনো চুল বাঁধার চক্করে না যদি যেতে চান, তাহলে এই হেয়ার স্টাইলটা করুন। চুল বাঁধতেও হবে না, আর শাড়ি বা এথনিক ইন্ডিয়ান ওয়্যারের সাথে দেখতেও গর্জাস লাগবে।আর মুখের শেপ যদি লম্বা হয়, তাহলে এই স্টাইল জমবে ভালো।
চুলকে কার্ল করে বাউন্সি একটা ওয়েভি লুক দিন। চুলে লেয়ার কাট কাটা থাকলে তো আরও ভালো। শাড়ির সাথে এই হেয়ার স্টাইলে খুবই গ্ল্যামারাস লাগবে। আয়রন করে হেয়ার কার্ল করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। এতে আপনার চুলে একটা ন্যাচারাল বাউন্সি লুক আসবে। কাঁধের দু’পাশে ক্যাজুয়ালি ফেলে রাখুন।
তাহলে এবার ভেবে ফেলুন নেক্সট বিয়েবাড়িতে পারফেক্ট বং লুকে সাজতে কোন হেয়ার স্টাইলকে বাছবেন আপনি। গর্জাস শাড়ির সাথে পারফেক্ট হেয়ার স্টাইল-তবেই না আপনি হয়ে উঠবেন পারফেক্ট বঙ্গনারী!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…