শীতকাল আসলে একটু আনন্দ করবেন কি,ব্রণর জ্বালায় আপনার ফুর্তির আনন্দটাই মাটি হয়ে যায় নিশ্চয়ই?উঁহু,এবার শীতে ব্রণর উটকো আপদ যাতে আপনার আনন্দের পথের কাঁটা হয়ে না দাঁড়ায় তার জন্য চন্দনের ৫ টি দারুণ ফেস প্যাকের টোটকা নিয়ে আমরা ‘দাশবাসে’র পক্ষ থেকে হাজির আপনার জন্য।
চন্দন যে আমাদের ত্বকের যত্নে অত্যন্ত উপকারী,তা ‘দাশবাসে’র সৌজন্যে আপনারা সব্বাই অ্যাদ্দিনে মোটামুটি জেনে এসেছেন।ব্রণ হয় কিন্তু আমাদের ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়,তারজন্য ধুলো,ময়লা জমে।আর তাই ত্বকে যাতে তেল-ময়লা না জমে,সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার।চন্দন কিন্তু আদতে আপনার ত্বকের ওই অতিরিক্ত তেল টেনে বের করে ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে।ফলে ব্রণর সমস্যাও অনেকটাই কমে।আর ব্রণ হলে ত্বকে যে বিচ্ছিরি দাগ হয়,তা দূর করে ত্বককে উজ্জ্বল আর পরিষ্কার রাখতেও চন্দন সাহায্য করে।তাই আসুন,এবার দেখে নেওয়া যাক ব্রণ দূর করার জন্য চন্দনের ৫টি প্যাকের সন্ধান।
মুখে জমে থাকা অতিরিক্ত তেল কিন্তু ব্রণর অন্যতম কারণ।তাই মুখ যাতে তেলতেলে না থাকে সেজন্য এই প্যাকটি ব্যবহার করুন।
উপকরণ
চন্দন গুঁড়ো ১চামচ,মুলতানি মাটি ১চামচ,গোলাপ জল ২চামচ।
পদ্ধতি
চন্দনের গুঁড়ো,মুলতানি মাটি আর গোলাপ জল একসাথে মিশিয়ে মুখে মেখে ফেলুন।এরপর মুখেই শুকোতে দিন।শুকিয়ে মড়মড়ে হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।উপকার পেতে অন্তত ১দিন ছাড়া ১দিন ব্যবহার করুন।তবে এই প্যাকটি অতিরিক্ত ব্যবহার করবেন না,তাহলে কিন্তু আপনার ত্বক খুব বেশী ড্রাই হয়ে যাবে।
খাদির সব প্রোডাক্টই ভালো হয়।তাই এই স্যান্ডালউড পাওডারটাও আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।দাম খুবই কম।অনলাইনে পেয়ে যাবেন সহজে।
দাম ১৫০/-
ব্রণর জ্বালায় অনেক ফেস প্যাক,ক্রিম লাগিয়েও নিশ্চয়ই কোনো ফল পাননি?তাহলে এবার এই ম্যাজিক ফেস প্যাকটি ব্যবহার করে দেখুন দেখি।
উপকরণ
চন্দনের গুঁড়ো ১চামচ,১চামচ হলুদ গুঁড়ো,৩চামচ গোলাপ জল।
পদ্ধতি
চন্দন গুঁড়ো,হলুদ গুঁড়ো আর গোলাপ জল একসাথে মিশিয়ে নিন।এর বদলে আপনি চন্দন আর হলুদ একসাথে গোলাপ জলে বেটেও ব্যবহার করতে পারেন।এবার মুখে মেখে রাখুন।২০-২৫মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন ভালো করে।একদিন ছাড়া একদিন ব্যবহার করুন।দেখবেন ব্রণর সমস্যা একমাসে ভ্যানিশ হয়ে গেছে।
ইন্ডাস ভ্যালির এই স্যান্ডালউড ফেস প্যাকটিও আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।খুবই ভালো প্রোডাক্ট।
দাম ১৪৯/-
নিম আর হলুদ-দুটোই অ্যান্টি-সেপ্টিক আর অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।তাই ব্রণ তাড়াতে এটা ব্যবহার করুন।
উপকরণ
নিমপাতা বাটা ১চামচ,হলুদ বাটা ১চামচ,চন্দন বাটা ১চামচ।
পদ্ধতি
নিমপাতা বাটা,হলুদ বাটা আর চন্দন বাটা একসাথে মিশিয়ে মুখে মেখে নিন।এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।কয়েকদিন নিয়ম করে ব্যবহার করলে দেখবেন ব্রণর সমস্যা একেবারে দূর হয়ে গেছে।
চন্দন মুখে লাগালে মুখটা এমনিতেই ড্রাই হয়ে যায়।তাই স্কিন যাতে ড্রাই না হয়ে যায়,তার জন্য চন্দনের সাথে মধু মিশিয়ে লাগান।মধু আপনার ত্বককে ময়েশ্চারাইজ করে।
উপকরণ
চন্দন গুঁড়ো ১চামচ,মধু ১চামচ,হলুদ গুঁড়ো ১চামচ।
পদ্ধতি
চন্দন গুঁড়ো,মধু আর হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে মেখে ফেলুন।এরপর ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।নিয়ম করে ব্যবহার করুন।দেখবেন আপনার ব্রণর সমস্যাও মিটছে,আর ব্রণর ওই বিচ্ছিরি কালো দাগ-টাও কয়েকদিনের মধ্যে দূর হয়ে যাচ্ছে।
মেকআপ করে আর কদ্দিন ব্রণ লুকোবেন?তার থেকে আসুন ব্রণর হাত থেকে পার্মানেন্ট মুক্তি পান মাত্র কয়েকদিনে এই ফেস প্যাকের সাহায্যে।
উপকরণ
চন্দন গুঁড়ো ১চামচ,গোলাপের পাপড়ি গুঁড়ো ১চামচ,মধু ১চামচ।
পদ্ধতি
চন্দন গুঁড়ো,গোলাপের পাপড়ি গুঁড়ো আর মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন।এবার এটা মুখে মেখে আধঘণ্টা মতো রেখে দিন।দেখবেন মাত্র ১সপ্তাহেই আপনার ব্রণ গায়েব হয়ে যাবে।
তাহলে জেনে নিলেন আপনার ব্রণর সমস্যাকে পার্মানেন্টলি টাটা বলার জন্য কয়েকটা দারুণ ফেস প্যাকের সন্ধান।কিন্তু এছাড়াও কয়েকটা দারুণ রেডিমেড ফেস প্যাকের সন্ধান আপনার জন্য রইলো।দেখে নিন।
তাহলে এই শীতে চন্দনের ফেস প্যাক ব্যবহার করুন।দেখবেন ব্রণর উটকো আপদ আর আপনাকে অসময়ে ডিস্টার্ব করতে পারছে না।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…