Most-Popular

ছুলি থেকে মুক্তি পান ঘরোয়া উপায়ে

ছুলি! খুবই বিব্রতকর একটি রোগ। আপনার সুন্দর ত্বক ছুলি আক্রান্ত হলে তা বেশ সমস্যারই সৃষ্টি করে। তবে ছুলি নিয়ে ভয়ের কিছু নেই। ঘরোয়া কিছু টিপস মেনে চললেই আপনার প্রিয় ত্বক পেতে পারে ছুলি থেকে মুক্তি!

ছুলি কী? কীভাবে ছুলি ছড়ায়?

ছুলি আসলে এক ধরণের ছত্রাক। বিশেষ এক ধরণের ছত্রাকের সংক্রমণে ত্বকে ছুলি হয়ে থাকে। এই রোগে মুখে, হাতে, ঘাড়ে, পিঠে বা শরীরের অন্যান্য উন্মুক্ত স্থানে সাদা বা বাদামি রঙের দাগ দেখা যায়। স্যাঁতস্যাঁতে ও গরম আবহাওয়ায় ছুলির সংক্রমণ বেশী হয়। আবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও ছুলি হতে পারে। ছুলি ছোঁয়াচে রোগ বলেই ধরা হয়। তাই ঘর একজনের ছুলি হলে অন্যদের হওয়ার সম্ভাবনা থেকে থাকে।

ছুলি থেকে রক্ষা পাওয়া যাবে ঘরোয়া উপায়ে

ত্বকে ছুলি হলে ঘরোয়া কিছু টোটকা নিয়েই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনাকে আমরা আজ জানিয়ে দিচ্ছি এরকমই ঘরোয়া কয়েকটি টিপস, যা মেনে চললে আপনার ত্বকের ছুলি সেরে উঠতে পারে অল্প কিছুদিনের মধ্যেই।

১. ত্বকে ব্যবহার করুন সাদা তিলের মিশ্রণ

উপকরণ

১ টেবিল চামচ সাদা তিল, ১ চামচ হলুদ গুঁড়ো।

পদ্ধতি

সাদা তিলের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে সেটি বেটে পেস্ট তৈরি করে সেই মিশ্রণটি ত্বকে ছুলির ওপর প্রলেপ বসিয়ে দিন। ১০/১৫ মিনিট পর তা শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. টমেটো পেস্ট আপনাকে দিতে পারে ছুলি থেকে মুক্তি

উপকরণ

পাকা টমেটো ১ টা।

পদ্ধতি

পাকা টমেটো পেস্ট করে নিন। তারপর এটি ছুলি আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন ভালোভাবে। ১০-১৫ মিনিট রেখে শুকানোর পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্যবহারের ২/৩ ঘন্টা পর পর্যন্ত সে স্থানে কোনো সাবান ব্যবহার করবেন না। টানা দুই সপ্তাহ এটি ব্যবহারের পর আপনার ত্বক থেকে ছুলির দাগ শুধু হালকাই হয়ে যাবে না, বরং ত্বক হয়ে উঠবে আরও বেশি টানটান ও উজ্জ্বল।

৩. টকদই সাহায্য করবে আপনার ছুলি কমাতে

ছুলি ত্বক থেকে দূর করার জন্য টকদই-এর ভূমিকা অশেষ। টকদইয়ে থাকা ল্যাকটিক এসিড ছুলি সারাতে কাজ করে চমৎকারভাবে।

উপকরণ

টকদই পরিমাণ মত।

পদ্ধতি

আপনার ত্বকের ছুলির ওপর টকদই লাগান দিনে ৩/৪ বার। প্রতিবারই প্রায় ১৫ মিনিট পর্যন্ত লাগিয়ে রেখে দিন। কিছুদিনের মধ্যেই আপনি ছুলি থেকে মুক্তি পাবেন।

৪. পেঁয়াজ ও মধুর মিশ্রণও সারিয়ে তুলবে ছুলি

উপকরণ

পেঁয়াজের রস ১ চামচ, মধু ১ চামচ।

পদ্ধতি

পেঁয়াজের রস ও মধু পরিমাণ মতো নিয়ে ছুলির ওপর মাখুন। পরে ঠান্ডা পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটিও ত্বকের ছুলির দাগ হালকা করতে সাহায্য করে।

৫. ওটস ও দুধের মিশ্রণও ছুলি থেকে মুক্তি দেয়

উপকরণ

ওটস ১ চামচ, দুধ ২ চামচ।

পদ্ধতি

ওটস ও দুধ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে তা ছুলি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন টানা ২০ মিনিট। কিছুদিন পরেই আপনি ছুলি আক্রান্ত ত্বকের বেশ পরিবর্তন দেখতে পাবেন।

৬. ছুলির দাগ হালকা করে তোলে লেবুর রস

ছুলির দাগ হালকা করে তুলতে লেবুর রসের কার্যকারিতাও কম নয়। কেননা লেবুর রসে রয়েছে চামড়ার রঙ হালকা করার উপাদান, যা সহজেই ছুলির দাগকে সারিয়ে তুলতে পারে।

উপকরণ

লেবুর রস পরিমাণ মতো।

পদ্ধতি

লেবুর রস চিপে নিয়ে সেটি আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর সেটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব অল্প কিছুদিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি নিজেই।

৭. শসার রসও হালকা করতে পারে ছুলির দাগ

আপনার প্রিয় ত্বক থেকে ছুলির দাগ হালকা করতে শসার রসও বেশ কার্যকরী।

উপকরণ

শসার টুকরো পরিমাণ মতো।

পদ্ধতি

শসা টুকরো করে কেটে তা ছুলির ওপর ঘষতে থাকুন ১৫ মিনিট ধরে। কিংবা আপনি শসার রসও ম্যাসাজ করে লাগাতে পারেন। প্রতিদিন এটি ব্যবহার করলে ছুলির দাগ কমে যায় সহজে।

৮. ছুলি কমাতে ব্যবহার করতে পারেন ভেজিটেবল মাস্ক

উপকরণ

শসার টুকরো পরিমাণ মতো, স্ট্রবেরি ১ টি।

পদ্ধতি

ত্বকের ছুলি কমানোর জন্য কয়েক আর স্ট্রবেরি বেটে পেস্ট তৈরি করে সেই মাস্কটি আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। এই মাস্কটি ছুলি থেকে আপনাকে মুক্ত করবে কিছুদিনের মধ্যেই।

তাহলে আজ আপনাকে আমরা জানিয়ে দিলাম, আপনার প্রিয় ত্বকে ছুলি আক্রান্ত হলে কীভাবে সেই দাগ থেকে মুক্তি পাবেন। আশা করি, এই ঘরোয়া টিপসগুলো ফলো করে আপনি খুব সহজেই অল্প কিছুদিনের মধ্যে ছুলি থেকে মুক্তি পাবেন।

DB Staff

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago