আজ বুধবার, ৩১শে জানুয়ারী ঘটতে যাওয়া এই চন্দ্রগ্রহণ হল একইসঙ্গে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর তার সঙ্গে এটা হল ‘সুপার মুন’।ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনি সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ নিয়ে ওই ভূগোলের বইতে পড়েছেন। অনেকসময় দেখেও থাকতে পারেন। সে তো চন্দ্রগ্রহণ হতেই পারে।কিন্তু ২০১৮ সালের চন্দ্রগ্রহণ একটু বিশেষ নানা দিক থেকে। বিজ্ঞানীদের মতে এইরকম চন্দ্রগ্রহণ নাকি খুব কমই হয়। তাই আসুন জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণ নিয়ে কথা।
আসলে বুধবার, ৩১শে জানুয়ারী ঘটতে যাওয়া এই চন্দ্রগ্রহণ হল একইসঙ্গে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর তার সঙ্গে এটা হল ‘সুপার মুন’। সুপার মুন মানে হল যে দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে। আর এই মাসেই দুটো পূর্ণিমা পেয়েছি আমরা। তাই এইটা হল চলতি কথায় ‘ব্লু-মুন’। তাই এতো দিক থেকেই এই চন্দ্রগ্রহণ খুবই বিশেষ বিজ্ঞানীদের কাছে।
বুধবার কলকাতায় চন্দ্রোদয় হতে পারে বিকেল ৫টা ১৭ মিনিট নাগাদ। ৫টা ১৮ মিনিট থেকে আংশিক চন্দ্রোদয় হলেও পূর্ণগ্রাস শুরু হবে সন্ধ্যে ৬টা ২১ মিনিটে। আর শেষ হবে সন্ধ্যে ৭টা ৩৮ মিনিটে। আবার আংশিক চলবে ৮টা ৪২ মিনিট পর্যন্ত।
মূলত পশ্চিমবঙ্গে আর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারাই পুরো শুরু থেকে শেষ অবধি দেখতে পাবেন এই চন্দ্রগ্রহণ। আর ভারতের পশ্চিম উপকূলের বাসিন্দারা কিন্তু পূর্ণগ্রাসের শুরুটা দেখতে পারবেন বলে মনে হয় না। তাই আমরা বাংলার অধিবাসীরা কিন্তু বেশ ভাগ্যবান।
দেখুন গ্রহণের সময় এমনিতে কিছু খেতে নেই। তাই ওইটুকু সময় কিছু না হয় নাই খেলেন। তাছাড়া আর যা যা করা হয় মানে স্নান বা পুজো সেটা করা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হল এই চন্দ্রগ্রহণ আপনাকে দেখতেই হবে, কারণ এই জিনিস খুবই বিরল। তবে এটা আপনি খালি চোখেই দেখতে পারেন। কোনো সমস্যা নেই।
তাই আজ আপনার সন্ধ্যের সব কাজ বাতিল। আপনার প্রিয়জনদের কাছে নিয়ে ছাঁদে চলে যান আর চাঁদ-পৃথিবীর কাছাকাছি আসা দেখুন। আপনার মনে রাখার মতো স্মৃতি হতে চলেছে এটা কথা দিতে পারি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…