বাসে করে দিব্যি যাচ্ছেন, কিচ্ছুক্ষণ পরেই ব্যাস, গা বমি ভাব। কি যন্ত্রণা! রোজ অফিস বা কলেজ যাওয়ার জন্য এখন কি করবেন? গাড়িতে ওঠাই দায়। উপায় আছে। সেটা নিয়েই আজকের লেখা।
যারা এই সমস্যায় কষ্ট পাচ্ছেন, তাঁদের কথা ভেবেই আজ নিয়ে এলাম কিছু সমাধান। কী কী করবেন গাড়িতে ওঠার আগে।
গাড়িতে যেতে যেতে হঠাৎ গা বমি লাগলে, সঙ্গে রাখুন লবঙ্গ। সমস্যা হলেই লবঙ্গ মুখে দিয়ে দিন। বা বাসে ওঠার আগে লবঙ্গ মুখে দিয়ে দিন। হালকা হালকা চিবোতে থাকুন। লবঙ্গের রস ইনস্ট্যান্ট রিলিফ দেবে এই সমস্যা থেকে। লবঙ্গের ওই ঝাঁঝালো গন্ধ, গা বমি ভাব কমিয়ে দেবে। লবঙ্গের মত একইভাবে কাজে লাগাতে পারেন এলাচকে। এটাও বেশ ভালো কাজ দেয় এই সমস্যায়। জাস্ট গাড়িতে ওঠার আগে এলাচ মুখে রাখুন।
আদাও কিন্তু খুব ভালো কাজ দেয় এই সমস্যার ক্ষেত্রে। এক্ষেত্রে খেতে পারেন আদা চা। তবে দুধ চায়ে আদা দিয়ে নয়। লিকার চায়ে আদা দিয়ে। কি ভাবছেন, বাসে আদা চা কী করে খাবেন? তাই এক্ষেত্রে একটুকরো আদা মুখে রাখুন। হালকা হালকা চিবোবেন। গা বমি কমে যাবে। কারণ আদার রসে থাকা অ্যান্টি-এমেটিক উপাদান গা বমির এই সমস্যাকে কমাতে সাহায্য করে। শুধু গা বমি নয়, এটা আপনার খাবারকে সঠিক ভাবে হজম হতেও সাহায্য করে।
পুদিনা পাতা বেশ ঠাণ্ডা হওয়ায় সাহায্য করবে এই সমস্যায়। তাই বাজার থেকে আগে পুদিনা পাতা কিনে আনুন। পুদিনা চা খান। মানে একটু জলে পুদিনা পাতা ভালো করে ফুটিয়ে নিন। এবার জল ঠাণ্ডা হলে সেটা খান। এছাড়া কাঁচা পুদিনা পাতা চিবোতেও পারেন। এতেও কাজ হবে। পুদিনার জল সাথে নিয়ে রাখুন। গাড়িতে উঠে পুদিনার জল খান।
এটাও একটা খুব ভালো উপাদান এই সমস্যা থেকে মুক্তি পেতে। এর জন্য বাড়ি থেকে বেরোবার জাস্ট আগেই মৌরি ভেজানো জল খেতে পারেন। মৌরি ভেজানো জল সঙ্গে নিতে পারেন। বাসে উঠে ওটা খাবেন। সাথে একটু মৌরি মুখে রাখতে পারেন। হালকা চিবোবেন। দেখবেন বাসে অতটাও আর কষ্ট হচ্ছে না।
গাড়িতে গা বমি ভাব আটকাতে কিনে রাখুন পিপারমেন্ট অয়েল। গাড়িতে ওঠার আছে রুমালে একটু অয়েল নিয়ে নিন। এবার রুমাল নাকে রাখুন। পিপারমেন্ট অয়েলের গন্ধ নিন। দেখবেন গা বমি ভাব আর লাগবে না।
তাহলে এবার বাসে উঠলে আর ভয় নয়, নিশ্চিন্তে ট্র্যাভেল করুন। কারন এই প্রতিটা জিনিসই গা বমি ভাব কমাতে আপনাকে সাহায্য করবে। তাই গাড়িতে ওঠার আগে নিশ্চিন্তে এগুলো ট্রাই করুন। আর মনের আনন্দে যান।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…