শীত পড়তে না পড়তেই হাত পা রুক্ষ হতে শুরু করেছে তো?শুধু আপনি কেন,এই রুক্ষতা সকলকেই নিজের আক্রমনের শিকার করেছে।শিশু থেকে বুড়ো সকলেরই কিন্তু এই সময়টা ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন হয়।কারণ এই সময়ে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে পরে।তাই ত্বকের নমনীয়তা বজায় রাখতে এবং ত্বককে মোলায়েম রাখতে বিশেষ বন্দোবস্তের প্রয়োজন হয়ে পরে।মুখে তো নানা রকম ক্রিম মাখছেন,কিন্তু হাত পায়ের ত্বকের খেয়ালও তো রাখতে হবে।তাই এই শীতে আপনার শরীরকে করে তুলুন শিশুদের মত নরম মোলায়েম।’দাশবাস’এর পেজে আজ আমি দেবো ৫টি বডিলোশনের সন্ধান যা আপনার শুষ্ক ত্বকের রুক্ষতা দূর করবে।যাদের ত্বক এমনিতেই রুক্ষ তারাও কিন্তু সারা বছর এই বডিলোশন ব্যবহার করতে পারবেন।
ত্বকের রুক্ষতা দূর করতে ভেসলিন বডিলোশনের নামটি সবার আগে মনে আসে।প্রতিদিন নিয়ম করে ১বার মাখলেই কিন্তু রুক্ষতা শুষ্কতা আপনার ধারেকাছেও আসবে না।এটি ২৪ ঘন্টা আপনার ত্বক রিপেয়ারের কাজ করে এবং ত্বকের গভীরে গিয়ে নমনীয়তা দান করে।সহজলভ্য এই বডিলোশন এমনি যে কোনো বিউটি প্রোডাক্টের স্টোরেই পেয়ে যাবেন।এছাড়া অ্যামাজনে আপনি ২১২ টাকা মূল্যে এই বডিলোশন কিনতে পারবেন।
এই বডিলোশনে বর্তমান কোকো বাটার আমাদের ত্বকের গভীরে গিয়ে আমাদের রুক্ষতাকে দূর করে।ড্রাই স্কিন সেলগুলিকে রিপেয়ার করে।ফলত ত্বকের কোমলতাকে ২৪ ঘন্টা আটকে রাখে।এই বডিলোশন আপনি সারাবছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।এটিও খুব সহজেই আপনি বাজার থেকে কিনে ফেলতে পারবেন,তবে অনলাইনে কিনতে চাইলে অ্যামাজনে ২২৫ টাকায় আপনি কিনে ফেলতে পারবেন।
নাম একটু আনকমন হলেও কাজে কিন্তু ১০০ তে ১০০।এই বডিলোশন আপনার ত্বকের নমনীয়তাকে লক করে দেয় এবং আপনার ত্বকের প্রটেকশন শিল্ডের মত কাজ করে ২৪ ঘন্টা।তাই ত্বক রুক্ষ বা শুষ্ক হলে এখনই কিনে ফেলুন এই বডিলোশন।অ্যামাজনে ৩৪৯ টাকায় আপনি এই প্রোডাক্টটি কিনে ফেলতে পারবেন।
লোটাসের এই বডিলোশন রুক্ষ শুষ্ক ত্বকের জন্য একেবারে পারফেক্ট।সারাবছর নিজের ত্বকের কোমলতা ও নমনীয়তাকে মেন্টেন করার জন্য আপনি এই ময়েশ্চারাইজার রেগুলার ব্যবহার করতে পারেন।এতে বর্তমান আমন্ড অয়েল ত্বক কে রুক্ষ শুষ্ক হতে দেয় না।ফ্লিপকার্ট থেকে কিনে ফেলতে পারেন এই প্রোডাক্ট ২৫৫ টাকায়।
আপনার শুষ্ক রুক্ষ ত্বককে নিমেষে কোমলতা দান করতে গেলে এই শিয়া বাটার এবং ওয়ার্ম ভ্যানিলা যুক্ত বডিলোশন কিন্তু আপনার ত্বকের পরম বন্ধু হয়ে উঠতে পারে।অ্যামাজনে ২০% ডিসকাউন্টে ৩১৫ টাকায় এই বডিলোশন আপনি সংগ্রহ করতে পারবেন।
তাহলে এখন থেকে রুক্ষ শুষ্ক ত্বককে চিরদিনের মত বিদায় জানান।কারণ আজকের এই বডিলোশনগুলির মধ্যে যে কোনো একটি নিয়মিত ব্যবহার করলেই যতই ঋতু পরিবর্তন হোক আপনার ত্বকের কোমলতা এবং নমনীয়তা কিন্তু একই রকম ভাবে বজায় থাকবে।তাই নিজের পছন্দ মত বডিলোশন এইবেলাই ব্যবহার করতে শুরু করুন এবং পেয়ে যান মাখনের মত কোমল ত্বক।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…