ফ্যাশন

ব্লাউজ ডিজাইন ৯টি ছবিসহ

শাড়িতে প্রত্যেক নারীই যেন অনন্যা হয়ে ওঠে। আর শাড়ির সঙ্গে যদি মানানসই ডিজাইনার ব্লাউজ পরা যায় তাহলে তো আর কোন কথাই নেই। সবার চোখ থাকবে আপনার দিকে। এখন বিভিন্ন রকম সুন্দর ডিজাইনার ব্লাউজ বাজারে এসেছে। দেখে নাওয়া যাক সের’মই কয়েকটি ফ্যাশনেবল ব্লাউজের ডিজাইন।

১. কলার নেক জারদৌসি ব্লাউজ | Collar Neck Zardozi Blouse

কলারনেক এই স্টাইলটি খুব স্টাইলিশ। এরম একটা করিয়ে রাখলে যেকোনো ডিজাইনার শাড়ির সঙ্গে বেশ মানাবে।

২. বোট নেক ব্লাউজ | Boat Neck Blouse

একঘেয়ে ব্যাকলেস পড়তে চাইছেন না। অথচ পিঠটা একটু শো করাতে চাইছেন। তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট। একদম নতুন এই ডিজাইনটি  ট্রাই করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।

৩. টাইআপ ব্লাউজ | Tie-up Blouse

যারা পিছনে বাঁধা ডিজাইন ব্লাউজ পড়েন। কিন্তু চাইছেন একদম অন্য রকম বাঁধা তারা এরকম ট্রাই করতে পারেন। পিঠে বাঁধাই ডিজাইন কিন্তু একদম ইউনিক।

৪. ব্যাকলেস ব্লাউজ | Backless Blouse

যারা ব্যাকলেস  পড়তে খুব পছন্দ করেন, তারা এর’ম একটা ব্যাকলেস ট্রাই করুন। বেশ ভালো লাগবে।

৫. রাউণ্ড ব্যাক ব্লাউজ | Round Back Blouse

পিঠের পিছনে একঘেয়ে ভি, চৌকো না করে এরকম গোল ডিজাইন করে নিতে পারেন। বেশ স্টাইলিশ লুক।

৬. ব্যাক ডিজাইন ব্লাউজ | Blouse with Knotted Back

খুব বেশি ভারী ডিজাইন পছন্দ না করলে, সামনেটা একদম প্লেইন রেখে খালি পিছনটা এরম একটা ভারী ডিজাইন দেখতে পারেন।

৭. কেপ স্টাইল ব্লাউজ | Cape Style Blouse

যারা খুব স্টাইল মেনে চলেন তাদের জন্য এটি বেস্ট। কেপ স্টাইল ব্লাউজ একদম নতুন ডিজাইন। ট্রাই করে দেখুন সবার নজর থাকবে আপনার দিকে।

৮. জ্যাকেট ব্লাউজ | Jacket Blouse

যেকোনো প্লেইন শাড়ির সঙ্গে জাস্ট পড়ে নিন এইরকম স্টাইলের একটি ব্লাউজ। ব্যাস তেমন না সাজলেও এই ব্লাউজটি সবার নজর কাড়বে।

৯. পিঠে বোতাম দেওয়া ব্লাউজ | Blouse with Back Buttons

এই স্টাইলের ব্লাউজটি এখন বেশ চলছে। যেকোনো শাড়ি, যেকোনো বয়সের মানুষকেই মানায় এই স্টাইলটি।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago