শাড়িতে প্রত্যেক নারীই যেন অনন্যা হয়ে ওঠে। আর শাড়ির সঙ্গে যদি মানানসই ডিজাইনার ব্লাউজ পরা যায় তাহলে তো আর কোন কথাই নেই। সবার চোখ থাকবে আপনার দিকে। এখন বিভিন্ন রকম সুন্দর ডিজাইনার ব্লাউজ বাজারে এসেছে। দেখে নাওয়া যাক সের’মই কয়েকটি ফ্যাশনেবল ব্লাউজের ডিজাইন।
কলারনেক এই স্টাইলটি খুব স্টাইলিশ। এরম একটা করিয়ে রাখলে যেকোনো ডিজাইনার শাড়ির সঙ্গে বেশ মানাবে।
একঘেয়ে ব্যাকলেস পড়তে চাইছেন না। অথচ পিঠটা একটু শো করাতে চাইছেন। তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট। একদম নতুন এই ডিজাইনটি ট্রাই করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।
যারা পিছনে বাঁধা ডিজাইন ব্লাউজ পড়েন। কিন্তু চাইছেন একদম অন্য রকম বাঁধা তারা এরকম ট্রাই করতে পারেন। পিঠে বাঁধাই ডিজাইন কিন্তু একদম ইউনিক।
যারা ব্যাকলেস পড়তে খুব পছন্দ করেন, তারা এর’ম একটা ব্যাকলেস ট্রাই করুন। বেশ ভালো লাগবে।
পিঠের পিছনে একঘেয়ে ভি, চৌকো না করে এরকম গোল ডিজাইন করে নিতে পারেন। বেশ স্টাইলিশ লুক।
খুব বেশি ভারী ডিজাইন পছন্দ না করলে, সামনেটা একদম প্লেইন রেখে খালি পিছনটা এরম একটা ভারী ডিজাইন দেখতে পারেন।
যারা খুব স্টাইল মেনে চলেন তাদের জন্য এটি বেস্ট। কেপ স্টাইল ব্লাউজ একদম নতুন ডিজাইন। ট্রাই করে দেখুন সবার নজর থাকবে আপনার দিকে।
যেকোনো প্লেইন শাড়ির সঙ্গে জাস্ট পড়ে নিন এইরকম স্টাইলের একটি ব্লাউজ। ব্যাস তেমন না সাজলেও এই ব্লাউজটি সবার নজর কাড়বে।
এই স্টাইলের ব্লাউজটি এখন বেশ চলছে। যেকোনো শাড়ি, যেকোনো বয়সের মানুষকেই মানায় এই স্টাইলটি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…