Most-Popular

আপনার রক্তের গ্রুপ আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী বলে? পড়ে দেখুন মিলছে কিনা!

সারা বিশ্বজুড়ে মানুষ তাঁর জীবনসঙ্গীর মধ্যে নিজের সঙ্গে কিছু সামঞ্জস্য খোঁজার চেষ্টা করেন। ভারতের মতো দেশে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তারার ওপর নির্ভর করে কোষ্ঠী বিচার করার প্রবণতা রয়েছে।

জানলে অবাক হবেন জাপানিরা কিন্তু সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রক্তের গ্রুপের ওপর নির্ভর করেন। তারা বিশ্বাস করে একজন ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় তাঁর রক্তের গ্রুপেই পাওয়া যায়।

১৯১৬ সালের গোড়ার দিকে রক্তের গ্রুপের সঙ্গে ব্যক্তিত্বের সম্পর্ককে মান্যতা দেওয়া হয়েছে। এরপর সেনাবাহিনীর শক্তি এবং দুর্বলতা পরীক্ষা করার ক্ষেত্রেও ব্লাড গ্রুপকে মান্যতা দেওয়া হয়। এরপর জাপানিরা এই নিয়ে বহু গবেষণা করে এবং বিশেষজ্ঞরা মানুষের ব্যক্তিত্বে রক্তের গ্রুপের প্রভাবকে সমর্থন করে একাধিক বইও লিখেছে। তবে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। মানবদেহের চারটি রক্তের গ্রুপ এ,বি,এবি এবং ও-এর অধিকারীদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা আপনাদের জন্য কিছু তথ্য সংগ্রহ করেছি।

এ গ্রুপের রক্ত যাদের (Blood Group A)

  • এ গ্রুপের ব্যক্তিরা খুবই ধৈর্যশালী হয়ে থাকে এবং এরা এদের অনুভূতিকে আড়াল করতে পারে। পাশপাশি এই গ্রুপের মানুষরা খুবই আন্তরিক, ধৈর্যশীল, বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি দায়বদ্ধ থাকে। পাশাপাশি এদের মধ্যে সৃজনশীল প্রবৃত্তি কাজ করে এবং এরা খুব গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। পাশাপাশি এরা খুব জেদি এবং চিন্তিত প্রকৃতির হন।
  • কাজের ক্ষেত্রে এদের মন খুবই আবিষ্ট থাকে এবং কর্মক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার জন্য মাঝে মাঝে খুবই চাপ নিয়ে ফেলে। যার ফলে কাজের ক্ষেত্রে এই ধরণের ব্যক্তিত্ব খুবই নির্ভরযোগ্য।
  • এরা এদের স্বল্প পরিসরের বন্ধবর্গ নিয়েই খুশি থাকে।এদের মন অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এরা কোনও ঝামেলায় জড়াতে ভালোবাসেন না।এরা খুবই বিশ্বাসযোগ্য কিন্তু সহজে আঘাত পায়।
  • যেসব বিখ্যাত ব্যক্তির রক্তের গ্রুপ এ, তাঁরা হলেন, জর্জ বুশ, অ্যাডলফ হিটলার, জেট লি, ব্রিটনি স্পিয়ার্স, রিচার্ড নিকসন।
  • এ এবং এবি ব্লাড গ্রুপের মানুষের জন্য এরা উপযুক্ত।

বি গ্রুপের রক্ত যাদের (Blood Group B)

  • এরা ভীষণ রকম স্বতন্ত্র ও স্বনির্ভর এবং এরা অন্যের মতামতের তোয়াক্কা করে না। এই গ্রুপের মানুষরা সাধারণত সৃজনশীল, নমনীয়, এবং আবেগতাড়িত হয়ে থাকেন।
  • মাঝে মাঝে এদের সঙ্গে চলা কঠিন হয়ে যায়, কারণ এরা অন্যের কথা শোনে না, এবং এরা যা মনে করে সেটাই করার চেষ্টা করে।
  • তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা স্বচ্ছন্দ্য, চনমনে, এবং নিজের মনের কথা বলতে ভালোবাসেন।
  • এরা নিজের লক্ষ্যে স্থির থাকে এবং নিজের লক্ষ্য পূরণে এরা নিয়ম ভাঙতে ভালোবাসেন, যার ফলে কাজের ক্ষেত্রে এইধরণের মানুষকে নিয়ে চলা মুশকিল হয়ে ওঠে।
  • ভিন্স ইয়ং, লিওনার্দো ডি ক্যাপ্রিও, জ্যাক নিকোলসন- কিছু জনপ্রিয় নাম যাদের ব্লাড গ্রুপ বি। বি এবং এবি ব্লাড গ্রুপের মানুষের জন্য এরা উপযুক্ত।

এবি গ্রুপের রক্ত যাদের (Blood Group AB)

  • এই ব্লাড গ্রুপ যাদের তাদের ব্যক্তিত্ব বন্ধুত্বপূর্ণ, কল্পনাপ্রসূত, আকর্ষণীয়, আবার কখনও অনাকাঙ্খিত এবং দার্শনিক প্রকৃতিরও হয়ে থাকে।
  • এরা মুলত এ এবং বি ব্লাড গ্রুপের ব্যক্তিত্বের মিশ্রণে গড়ে ওঠে। যেমন ধরুন এরা ক্ষেত্রবিশেষে মুডি, আবেগঘন আবার স্বার্থপরও হয়ে থাকে।
  • আবার এরা একটু বিশ্লেষণাত্মক এবং স্প্লিট পার্সোনালিটির হয়ে থাকে, যার ফলে একটু অনাকাঙ্খিত হয়ে ওঠে।
  • বারাক ওবামা, মার্লিন মোনরো, জ্যাকি চ্যান, এবং জন এফ কেনেডি এবি ব্লাড গ্রুপের অধিকারী।
  • এ,বি,এবি এবং ও ব্লাড গ্রুপের মানুষের জন্য এরা উপযুক্ত।

ও গ্রুপের রক্ত যাদের (Blood Group O)

  • ও ব্লাড গ্রুপের অধিকারী যারা, তারা কিন্তু সমস্যার সমাধান করতে এবং মধ্যস্থতাকারী হিসাবে খুবই ভালো।
  • এরা একদিকে যেমন কল্পনাপ্রবণ তেমনই ক্লান্তিকর কাজকর্ম থেকে বিরত থাকাই পছন্দ করে।
  • এরা জন্মগত নেতা এবং সহজাত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। যদিও এরা এদের অত্যাধিক আত্মবিশ্বাসের কারণে এরা প্রায়শই অহংকারী এবং কখনও অতিনাটকীয় হয়ে ওঠে।
  • তবে অন্যদিকে তারা একইভাবে নেতৃত্বদানের সমস্ত ইতিবাচক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
  • এরা যেকোনও উপায়ে সাফল্যের স্বাদ নিতে পছন্দ করে, তার জন্য প্রয়োজনে ঝুঁকিও নিতে প্রস্তুত থাকে।
  • তবে তাদের দিয়ে কোনও কাজ করানোর ক্ষেত্রে পর্যাপ্ত তদারকি করার প্রয়োজন হয়।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

3 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

3 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

3 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

3 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

3 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

3 বছর ago