শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়াক্সিং-এর কনসেপ্ট বহুদিনের। কিন্তু এখন চলে এসেছে বিকিনি ওয়াক্স। যদিও এই বিকিনি ওয়াক্স বেশ যন্ত্রণাদায়ক। কিন্তু তাও অনেকেই করেন বিকিনি ওয়াক্স। কিন্তু এটা কি শরীরের জন্য সত্যি ভালো? কারণ মেয়েদের শরীরের বিকিনি লাইন অত্যন্ত কোমল, নরম ও স্পর্শকাতর হয়। এমনিতেই ওয়াক্স করতে বেশ যন্ত্রণা পেতে হয়। আর হঠাৎ এই কোমল, স্পর্শকাতর জায়গায় এত যন্ত্রণা দেওয়া কি ঠিক? মানে এই বিকিনি ওয়াক্স কি আদৌ নিরাপদ আপনার জন্য? দেখুন।
খুব বেশী ওয়াক্স করলে কিন্তু ইনফেকশনের সমস্যা হতে পারে। বিকিনি লাইনের স্কিন অত্যন্ত স্পর্শকাতর হয়। তাই ওয়াক্সের ফলে যে শুধু স্কিন প্রবলেম হয় তাই নয়, এই ইনফেকশন ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। মানে মূত্রনালীর সংক্রমণও হতে পারে। তাই বিকিনি লাইনের লোম কিন্তু একদিক থেকে সেই সমস্ত ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। অন্য দিকে খুব বেশী ওয়াক্স করলে ওই স্থানে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ খুব সহজ হয়ে যায়। আর এই ভাইরাস খুব সহজেই ভেতরে প্রবেশ করে। আর তার ফলেই হয় মূত্রনালীর সংক্রমণ।
➡ যৌনাঙ্গে ওয়াক্স কেন করতে নেই জেনে নিন
আগেই বলেছি বিকিনি লাইন অত্যন্ত কোমল ও স্পর্শকাতর হয়। তাই ওই জায়গায় হট ওয়াক্স খুবই ক্ষতিকর হতে পারে। ওয়াক্স খুব গরম হলে, ওই জায়গার স্কিন পুড়েও যেতে পারে। শুধু স্কিন কেন, অতিরিক্ত গরমের কারণে মূত্রনালীও মারাত্মক ভাবে এফেক্টেড হতে পারে। তবে খুব ভালো এক্সপার্ট যারা, তাঁরা সঠিক ভাবেই যদিও করেন। তাঁরা এই উত্তাপের খেয়াল রাখেন, এবং সবদিক ভালো ভাবে খেয়াল করেই করেন। তবে আপনাকেও কিন্তু সতর্ক হয়েই করতে হবে।
অনেক সময় ওয়াক্স করে লোম টেনে তোলার পর স্কিন র্যাশ হতে পারে। এছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। যদি ভালো প্রোডাক্ট ব্যবহার করা না হয়, তাহলে স্কিন র্যাশ, চুলকানি হতে পারে, যন্ত্রণা হতে পারে। এছাড়াও মূত্রনালীর ক্ষতি তো হতেই পারে আগেই বললাম।
বিকিনি ওয়াক্স করার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন।
খুব ছোট লোম নিয়ে বিকিনি ওয়াক্স করবেন না। কারণ ছোট লোম তুলতে বেশী কষ্ট হয়। আর যন্ত্রণাও হয়। লোম বড় হলে ওয়াক্স অনেক সহজ হয়। তাই লোম যেন একটু বাড়ে।
এই সময় টাইট পোশাক একদম নয়। যতটা সম্ভব ঢিলেঢালা পোশাক পরুন। কারণ ওয়াক্স করার পর এমনিতেই স্কিন একটু ফুলে যায়, লাল হয়ে যায়। আর এর ওপর একদম টাইট পোশাক পরলে অস্বস্তি আরও বেড়ে যাবে। ইনফেকশনও হয়ে যেতে পারে তাই একটু খোলামেলা পোশাক পরুন। যাতে বাতাস প্রবেশ করতে পারে।
ওয়াক্স করার আগে কখনোই ময়েশ্চারাইজার লাগানো উচিত নয়। এতে ওয়াক্স করতে সমস্যা হয়। লোম ভালো ভাবে ওঠে না। তাই ওয়াক্স করার দিন কোনো ময়েশ্চারাইজার লাগাবেন না।
ওয়াক্স যেদিন করবেন সেদিন ও তার পরের দিন কোন রকম যৌন মিলন একদম নয়। ওই জায়গা খুব নরম হয়। এমনিতেই ওয়াক্স করার জন্য একটু আঘাত লেগেছে। এরপর যদি যৌন মিলন হয় তাহলে যন্ত্রণা আরও বাড়বে। তাই বিশেষজ্ঞদের মতে ওই দু’দিন যৌন মিলন বন্ধ রাখাই শ্রেয়। এমনকি ওইদিন ওয়ার্ক আউটও বন্ধ রাখতে বলেন বিশেষজ্ঞরা। কারণ ওয়ার্ক আউট করলেই জায়গাটি ঘামতে পারে। আর তার ফলে সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করতে পারে। কারণ আগেই বলেছি লোমগুলি এই ভাইরাসের আক্রমণ বন্ধ রাখে।
বিকিনি ওয়াক্স করার আগে ভালো করে খোঁজ-খবর নিয়ে নিন। খুব ভালো পার্লার, যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা হয় সেখানেই যান। আর যিনি একদম দক্ষ এক্সপার্ট তাঁর থেকেই করাবেন। যার-তাঁর থেকে, যেকোনো পার্লারে করাবেন না। নোংরাভাবে করলে কিন্তু খুব সহজেই মূত্রনালীর সংক্রমণ হতে পারে। এমনকি যৌন রোগও হতেই পারে। তাই সাবধান।
সবসময় যে বিকিনি ওয়াক্স করতেই হবে তার কোন মানে নেই। মাঝে মাঝে বাড়িতে কাঁচি দিয়ে সতর্ক ভাবে ট্রিম করে নিন। তবে রেজার ব্যবহার না করাই ভালো। এটা ক্ষতিকর এতে খুব সহজেই লেগে যায়। কেটেও যেতে পারে, তাই কাঁচি ভালো। আর ওই জায়গাটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।
➡ এবার থেকে বাড়িতেই করুন ওয়াক্স
বিকিনি ওয়াক্স করুন। তবে খুব বেশী কখনোই নয়। কারণ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, এটা খুব একটা ভালো নয়। তাই খুব সতর্ক হয়ে, আর মাঝে মাঝে করবেন। খুব বেশী কখনই করবেন না। কারণ এখানে খুব সহজেই জীবাণু সংক্রমণ হয়। তাই খুব ভালো পার্লার ছাড়া কিন্তু না করাই ভালো।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…