চৌদ্দ বছর বয়সী বানিক নিজের জীবনে বিপর্যয় ডেকে এনেছিল শুধুমাত্র তার প্রতিবেশীর কথায়। সেই প্রতিবেশীর মেয়ে এক নতুন ক্রিমের কল্যাণে ফর্সা হয়ে যায়, যা বানিকের মায়ের নজরে আসে।
নিজের মেয়ের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিবেশীর পরামর্শমতো মেয়েকে সেই নতুন ক্রিম কিনে দেন। ক্রিমের মোড়ক অন্যান্য সব স্কিন ক্রিমের চাইতে দেখতে ভিন্ন হলেও বানিকের মা খুব একটা পাত্তা দেন নি। শুধুমাত্র মেয়ের রং ফর্সা হবে এই চিন্তায় তিনি বিভোর ছিলেন।
সেই প্রতিবেশীর মেয়ের মতো বানিকও ক্রিম ব্যবহার করে দৃশ্যমান ফলাফল পেয়েছিল। কিন্তু ব্যবহারের ঠিক দুইমাসের মাথায় বাড়ে বিপত্তি। জাদুর মত কাজ করা ক্রিম রং ফর্সা করার সাথে আরো যা যা ক্ষতি করেছিল, তা সারাতে বানিকের লেগে যায় পাক্কা ৬ বছর।
বানিকের ব্যবহৃত সেই জাদুকরী ক্রিমটি ছিল বেটনোভেট সি বা বেটামেথাসোন। এবং আজকের আর্টিকেলে রয়েছে বেটনোভেট সি আদ্যোপান্ত। যদি আপনিও হোন বানিকের মতো একজন, তাহলে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
বেটামেথাসোন মূলত একটি টপিকাল কর্টিকোস্টেরয়েড ওষুধ। এই ওষুধ স্কিনের বিভিন্ন জটিল সমস্যা, যেমন সোরিয়াসিস এবং একজিমা সারানোর জন্য ব্যবহৃত হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। মজার ব্যাপার হল, এই ওষুধের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার একটি হচ্ছে ত্বকের রং হালকা করা। অর্থাৎ এটি ত্বকে ফর্সাভাব এনে দেয়, যা পরবর্তী সর্বনাশ ঘটানোর জন্য যথেষ্ট।
নির্দিষ্ট রোগ এবং সময়সীমা ছাড়া এই ক্রিম ব্যবহার করলে আপাতদৃষ্টিতে ত্বকের রং ফর্সা হয়। কিন্তু তৈরি হয় ফটোসেনসিটিভিটি। সূর্যের আলোর নিচে গেলেই ত্বকে জ্বালাপোড়া অনুভূত হয়। এমনিতে বেটামেথাসোন ক্রিমে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকলেও ভুল ব্যবহারবিধির কারণে তা-ই উল্টো ত্বকে জ্বলুনির উদ্রেক করে।
এছাড়াও ত্বকে চুলকানি ভাব, অ্যাকনে, মুখের ত্বকে অবাঞ্ছিত লোম গজানো ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া তো আছেই। অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বকের অনেক জায়গা জুড়ে র্যাশ উৎপন্ন হয় এবং ত্বক অনেক বেশি রুক্ষ-শুষ্ক হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কর্টিকস্টেরয়েড ওষুধ ত্বককে ফর্সা করার পাশাপাশি ত্বককে কালো বানিয়েও ফেলতে পারে৷
ভয়ঙ্কর ব্যাপার হলো, বেটামেথাসোন ব্যবহার চাইলেও বন্ধ করা যায় না। বন্ধ করলেই অ্যাকনে, ড্রাইনেস, র্যাশ, লাল ছোপ ইত্যাদি মারাত্মকভাবে স্কিনে হানা দেয়। ফলে ভুক্তভোগীরা না চাইতেও বেটনোভেট সি ব্যবহার করতে বাধ্য হয়।
বেটামেথাসোনের মত স্টেরয়েড স্কিন ক্রিম নিয়ে এত হৈচৈ হতো না যদি না আমাদের সমাজ সৌন্দর্য নিয়ে এতটা উন্মাদ না হতো। সমাজে কালো রংকে এতটাই ঘৃণা করা হয় যে তার জন্য স্টেরয়েড মেশানো রং ফর্সাকারী ক্রিম এমনকি ওষুধ পর্যন্ত ব্যবহারের হিড়িক পড়ে যায়।
কালো বর্ণের মেয়েদের যেন সুন্দর স্বাভাবিক জীবনযাপনের অধিকার নেই। হয় মোটা অংকের পণ দাও নয়তো সারাজীবন কুমারী থাকো। যেহেতু ‘বিয়ে’ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সামাজিক পরিচিতি, সেহেতু ফর্সা হওয়াটা অতীব জরুরি।
২০১৪ সালে দক্ষিণপশ্চিম দিল্লীর একটি শহর গুরুগ্রামে এক মহিলা আত্মহত্যা করেন তার গায়ের রং নিয়ে স্বামীর কাছ থেকে পাওয়া অনবরত বিদ্রূপের কারণে। এর ঠিক এক বছর পরে কলকাতার এক স্কুলশিক্ষিকা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। কারণটা ছিল একই, তার ময়লা রংয়ের কারণে পাত্র জোটানো কঠিন হয়ে যাবে।
এ তো কেবল খন্ডচিত্র। এক গায়ের রংকে কেন্দ্র করে এরকম ঘটনা আরো বহু আছে। বেটামেথাসোন নিয়ে জলঘোলা কিন্তু কম হয় নি। ২০১৭ সালে বেটামেথাসোন সহ আরো ১৪ টি টপিকাল স্টেরয়েড স্কিন ক্রিমের অবাধ লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলা হয়েছিল। কিন্তু ফলাফল শূন্য।
বণিকের পরিবারের মত হাজারো বণিক স্টেরয়েড স্কিন ক্রিম ব্যবহার করবে শুধু মাত্র ভালো বর পাওয়ার জন্য। এদের কাছে ফর্সা চামড়া হচ্ছে সকল সুখের চাবিকাঠি। বিয়ের আগে রং ঠিক না করলে সমাজে মুখ দেখানোর যে জো থাকেনা। তাই রং ফর্সা করার আগে চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি ফর্সা করাটা দরকার।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…