বিবাহের দিনটি, প্রতিটি নারীর কাছেই বেশ স্মরণীয়। আরো আকর্ষণীয় এবং মোহময়ী করে তুলতে কিংবা বেস্ট গর্জিয়াস লুকস দিতে নারীর জুড়ি মেলা ভার। এবার নিশ্চয়ই মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি করে আপনি এক্সট্রা লুকস’এর মাধ্যমে এক এবং অনবদ্য হয়ে উঠবেন? আরে বাবা! নিজেই দেখে নিন না। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে সেরা কিছু ব্রাইডাল মেকাপ কিটের তালিকা নিয়ে আজ আমি হাজির।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
বেয়া মিনারেলস ক্রিম লাইনার যা চোখে খুব ভালোভাবে মিশে যায়।
বেয়া মিনারেলসের অল ওভার ফেস কালার- পিচ।
বেয়া মিনারেলসের ফক্স ট্যান অল ওভার ফেস কালার।
ফেদার লাইট মিনারেল ভিল- ট্রানসলুসেন্ট সীমার।
লাইভ স্ট্রোক ব্রাশ।
অ্যাঙ্গেল ফেস ব্রাশ।
ফেদার লাইট ব্রাশ।
ইনট্রাকশনাল ব্রোশিওর।
একটি ডিভিডি যাতে আপনি পাবেন এই কিটের ব্যবহার বিধি।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
একোয়া সীমার বেস ফাউন্ডেশন।
ন্যাচারাল গোল্ড কিট।
ন্যাচারাল গোল্ড ক্লিনার।
ন্যাচারাল গোল্ড স্কার্ভ।
ন্যাচারাল গোল্ড ক্রিম।
ন্যাচারাল গোল্ড জেল।
ন্যাচারাল গোল্ড প্যাক।
ন্যাচারাল গোল্ড ব্লীচ ফেয়ারনেস ব্লীচ ক্রিম।
কালারসেন্স ব্রাইডাল গিফট সেট।
কালারসেন্স ব্লাশার।
কালারসেন্স মাস্কারা।
কালারসেন্স পার্ল আইলাইনার।
কালারসেন্স কাজল।
কালারসেন্স একোয়া সিন্দুর।
কালারসেন্স লিকুইড লিপ কালার-গোলাপি এবং মেরুন এর দুইটি শেডে
ওয়ারেন্টিঃ ২ বছর।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
কালারসেন্স মেকআপ বক্স একটি।
কালারসেন্স কম্প্যাক্ট একটি।
কালারসেন্স ব্লাশার একটি।
কালারসেন্স মাস্কারা একটি।
কালারসেন্স আইশ্যাডো তিনটি।
কালারসেন্স সুপ্রিম আইলাইনার একটি।
কালারসেন্স ব্রাইডাল কাজল একটি।
কালারসেন্স একোয়া সিন্দুর একটি।
কালারসেন্স বিন্দিস দুইটি।
কালারসেন্স লিপস্টিক চারটি।
কালারসেন্স নেইল পেইন্ট চারটি।
কালারসেন্স সুপ্রিম আইলাইনার।
৫০০ টাকা মূল্যের মেকআপ পাউচ।
ওয়ারেন্টিঃ তিন বছর।
চারটি শেডের ব্রাইডাল কালারসেন্স লিভ প্যালেট (Coloressence Bridal Lip Palette with 4 Shades)।
এই কালার সেন্স ব্রাইডাল লিভ প্যালেট আপনি চারটি শেডের পাবেন। যা প্রত্যেকটা অকেশনে ডিফারেন্ট লুকস এনে দেবে। এতে আছে শিয়া বাটার, ভিটামিন-ই এবং প্রাকৃতিক স্কিন সফটনেস ম্যাটেরিয়ালস যা ব্যবহারে আপনি কোমল ঠোটের অধিকারিণী হয়ে উঠবেন দীর্ঘ সময়ের জন্য। এই লিপস্টিক খুবই আকর্ষণীয় এবং ম্যাট ফিনিস প্রদান করে।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
একোয়া সীমার বেস ফাউন্ডেশন।
লিপ কালার্স।
লিকুইড লিপ কালার্স।
একোয়া সিঁদুর।
মাস্কারা।
কাজল।
ব্লাশার।
পার্ল আইলাইনার।
এটি একটি কমপ্লিট ব্রাইডাল মেকআপ কিট, যা সন্ধ্যাকালীন পার্টিতে আপনাকে একটি বেস্ট লুক দেবে। প্রোডাক্ট এর কোয়ালিটিও বেশ উঁচু মানের।
এই হ্যান্ড পিক অর্গানিক কসমেটিকসটি ন্যাচারাল লুকস আনতে অনবদ্য।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
ন্যাচারাল গোলাপ জল।
সেন্সুয়াল ম্যাসাজ এন্ড বডি অয়েল ।
নিম এন্ড বেসিল ফেসওয়াশ।
গ্লো প্যাক ফেসিয়াল থেরাপি।
অ্যালোভেরা হাইড্রোজেল উইথ গোল্ড।
রয়াল জাসমিন সোপ।
অ্যালোভেরার সাথে ৯ টি হাপস সোপ।
রোজ এন্ড হানি উইথ প্যাটেল সোপ।
ত্বক, চুল, মুখ এবং পায়ের যত্নে ১০০ ভাগ প্রাকৃতিক ল্যাস ন্যাচারাল।
পেট্রোলিয়াম গুণসমৃদ্ধ একটি এসেনশিয়াল অয়েল।
সাতটি ক্লাসিক শেডে পাবেন এই আইশ্যাডো প্যালেটটি। এটি একটি কানাডা ব্র্যান্ডের প্রোডাক্ট।
এই কিটের মধ্যে আপনি যা পাবেনঃ
লাইভ গোল্ড।
একটি কপার সেড।
একটি ব্রোঞ্জ চকলেট সেড।
পার্ল’ই লাইট শেড।
লাইট পিঙ্ক শেড।
একটি পিঙ্গিস ল্যাভেন্ডার শেড।
মেকাপ এন্ড গ্লো থ্রি শেডস ব্রাইডাল লিপ প্যালেট (Makeup and Glow 3 Shade Bridal Lip Palette)।
শেডসঃ
ব্রাইড টু বি
পীচ
স্যালমন
সমস্ত স্কিন টোনের সঙ্গে মানানসই এই লিপ প্যালেটটি। সেমি ম্যাট ফিনিশের এই লিফলেট গুলির সঙ্গে আপনি হয়ে উঠবেন দীর্ঘক্ষন এর জন্য মোহময়ী। এবং স্পেশাল দিনে আপনি কোন বিশেষ রঙের ড্রেসটি পড়বেন, তার ওপরে অনেকাংশেই নির্ভর করে এর ব্যবহার বিধি।
এলইজ ব্রাইডাল আই এন্ড লিপ প্যালেট (Eloise Bridal Eye & Lip Palette)
শেডসঃ
শ্যাম্পেন লেস
পিঙ্ক সামুজ
সিমিরিং টোপ
এই ক্লাসিক প্যালেট, অয়েল এবং ফিগ্রেন্স ফ্রি। কিটের এই তিনটি সেডই আপনার পক্ষে যথেষ্ট।
ববি ব্রাউন বেসিক লিফ প্যালেটঃ (Bobbi Brown Basic Lip Palette)
এতে আছে চারটি অবিশ্বাস্য রং।
লিপ গ্লস ইন ন্যাকেট
সিমার লিপ গ্লস ইন পোজি
লিপ কালার ইন ব্রাউনি
নব বধূদের কথা মাথায় রেখেই এই লিপ প্যালেট গুলি তৈরি করা হয়েছে। অবশ্য যদি আপনি পাগলের মত লিপস্টিক ভালবাসেন তাহলে ববি ব্রাউন বেসিক লিফ প্যালেট আপনারই জন্যে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…