Most-Popular

Best Bridal Makeup Artists in Kolkata: কলকাতার বিখ্যাত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট

বিয়ের দিনটা আমাদের সবার কাছেই খুব বিশেষ। পরবর্তী জীবন, নতুন আশা-আকাঙ্খা এই সব নিয়ে যেমন আমাদের অনেক চিন্তা থাকে, তেমনই থাকে বেশ একটা ভালোলাগার অনুভূতি। অনেক স্বপ্ন বুনতে থাকি আমরা বিয়ের দিনটাকে কেন্দ্র করে। তা এত কিছু যে দিনটাকে ঘিরে, সেই বিশেষ দিনের সাজও তো বেশ বিশেষ হওয়া দরকার।

তাই যে কাউকে দিয়ে আর মেকআপ করানো নয়, ওই দিনের জন্য দরকার বিশেষ একজন মানুষের যিনি তাঁর দক্ষ হাতে সাজিয়ে তুলবেন আপনাকে। তাই আজ দাশবাসের পক্ষ থেকে রইল ৬’জন বিখ্যাত ব্রাইডাল মেকআপ আর্টিস্টের সুলুকসন্ধান।

১. অর্পিতা গাঙ্গুলী

খবরের কাগজে বা ম্যাগাজিনের পাতায় অর্পিতা গাঙ্গুলীকে দেখে বা তাঁর কাজ দেখে নিশ্চয়ই আপনার ইচ্ছে ছিল যদি ওনার কাছে গিয়ে বিয়ের সাজ সাজা যায়! তা ইচ্ছে অপূর্ণ রাখবেন কেন। এবার সাধ পূরণ করেই নিন। অর্পিতা গাঙ্গুলীর এই ক্ষেত্রে প্রায় আট বছরের অভিজ্ঞতা আছে। তিনি তৈরি হয়েছেন জাবেদ হাবিবের মতো স্টাইল স্পেশালিষ্টএর হাতে। উনি শুধু মেকআপই করেন না, সেই মেকআপ করেন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী।

সৌন্দর্য আর ব্যক্তিত্ব মিলেই হয় ওনার বিয়ের সাজ। এর পাশাপাশি ওই দিনে আপনার বিয়ের মণ্ডপ, আর চারপাশের কী সাজ সেটাও উনি মাথায় রাখেন। তাই ওনার কাছে সাজা মানে আপনার একটি টোটাল প্যাকেজ নিয়ে বাড়ি ফেরা।

ঠিকানাঃ ৯বি/১ কেনারাম গাঙ্গুলী রোড, বড়িষা, কলকাতা-৭০০০০৮।

মোবাইলঃ ৯৮০৪৪৩৮৭৩০, ৯৭৪৮৩০৮৬৬৭

২. অভিজিৎ চন্দ

এই পেশায় ইনি নতুন। কিন্তু এই তরুণ তুর্কি এর মধ্যেই নিজেকে প্রতিষ্ঠা দিয়েছেন। ওনার বিশেষত্ব হল, উনি আন্তর্জাতিক ক্ষেত্রে কী হচ্ছে এখন, সেখানে কী বিশেষ ট্রেন্ড চলছে, সেটা মাথায় রেখে মেকআপ করেন। তাই বাঙ্গালিয়ানার মধ্যেও খানিক বিদেশী লুক পেলে মন্দ হয় না, কী বলেন! সবচেয়ে বড় কথা, আধিক্য নয়, একটা স্বাভাবিক কিন্তু এলিগেন্ট লুক দেওয়ার চেষ্টা করেন উনি আপনার বিশেষ দিনে।

ঠিকানাঃ ৭৪, রাজা বসন্ত রায় রোড, লেক টেরেস, কালীঘাট, কলকাতা- ৭০০০২৯।

মোবাইলঃ ৯৮৩০৬৮৮৮৯০

৩. উজ্জ্বল দেবনাথ

খুব কম দিনের মধ্যে ইনিও নিজের নাম বেশ ভালোভাবেই প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় এবং পাশ্চাত্য, এই দুই ঘরানাতেই ইনি সিদ্ধহস্ত। তাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। চাইলে আপনি যেমন গ্ল্যাম লুক পাবেন, তেমনই পেতে পারেন সনাতন বিয়ের সাজ। তাই বিশেষ দিনে এক্সপেরিমেন্ট করতে চাইলে উজ্জ্বল দেবনাথের হাত ধরতেই পারেন।

ঠিকানাঃ নেতাজীনগর, রানিকুঠি, সেক্টর ১, সল্টলেক, কলকাতা- ৭০০০৬৪।

মোবাইলঃ ৯৭৩২১৩৫২৬৯

৪. অভিজিৎ পাল

ফ্যাশন জগতে এখন বেশ পরিচিত মুখ। বিয়ের সাজের ক্ষেত্রে তো যথেষ্টই সিদ্ধহস্ত। ইনিও বর্তমান ট্রেন্ড সম্পর্কে সম্পূর্ণ সচেতন ও আপনার বিশেষ দিনে আপনাকে যথাযথ বাঙালি লুকে সাজিয়ে তুলতেও বেশ দক্ষ। আবার আপনার বৌভাতের দিনে আপনি যদি অন্য লুক চান, তাহলে অভিজিৎবাবু কিন্তু আপনার মাস্ট ডেস্টিনেশন হওয়া উচিৎ।

ঠিকানাঃ ৪৭, বঙ্কুবিহারী চ্যাটার্জী রোড, রথতলা, কসবা।

৫. নবীন দাস

খুবই পরিচিত মুখ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে। বিশেষ করে কলকাতার ফ্যাশন দুনিয়ায় উনি খুবই বিখ্যাত। আপনি যদি চান তাহলে বিয়ের সাজ ওনার হাত দিয়েই সাজতে পারেন। অনেক দিন এই জগতে থাকার জন্য পেশাদারিত্ব নিয়ে কোনও কথা হবে না ওনার ক্ষেত্রে।
ঠিকানাঃ ১৬৬সি/৬/৭ লেক গার্ডেন্স, কলকাতা- ৭০০০৭৪।

মোবাইলঃ ৯৮৩১২৩৩৬১৮

৬. জিতু

অল্প দিনে ভালোই প্রশংসা কুড়িয়েছেন জিতু। ওনার সাজের বিশেষত্ব হচ্ছে সাজে পিচ রঙ আর গোলাপি রঙের বিশেষ ব্যবহার। এই দুটো রঙ দিয়েই উনি এমন মোহময়ী করে তোলেন কনেকে যা বাঙালীর স্বাভাবিক সাজের সঙ্গে খুবই মানানসই হয়। এভাবেই উনি কনেকে করে তোলেন অনন্যা।

মোবাইলঃ 9613948148

তাহলে এখন আর দেরি নয়। আজ থেকেই আপনার বিশেষ দিনের প্ল্যান তৈরি করুন আর বিয়ের দিনের সাজে নিজেকে করে তুলুন অনন্যা অপরূপা।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago