শীতের পোশাক মানেই সোয়টার আর মাংকি টুপি নয় । স্টাইল এর আরেক নাম শীতের পোশাক। আর ফ্যাশান মানেই ব্যাক্তিগত স্টাইল স্টেটমেনট। শীতকাল মানেই বিয়েবারি, বড়দিনের পার্টি, নিউ ইয়ার পার্টি।
তাই নিজস্ব একটা স্টাইল মেনট্যাণ্ট করা জরুরি। দেখে নিন কি কি স্টাইলে আপনাকে ভালো দেখাবে এবারের শীতে।
এখন বিয়েবাড়ির মরশুম। একদিকে যেমন বেছে নিতে পারেন শাড়ির মত সাবেকি ঘরানার পোশাক, অন্যদিকে নিতে পারেন জিন্স আর লঙ কুর্তির সাথে স্টোল।
বিয়েবাড়ির ক্ষেত্রে শাড়িটা নানা স্টাইলে পড়া যেতে পারে। তবে সেক্ষেত্রে পোলো নেক সোয়টারের সাথে বা কোপের সাথে পরলে একটা অন্য লুক আসবে।
জিন্স পড়লে কাঁথা বা বাটিক ডিজাইন এর কাজ করা স্টোল নেওয়া যেতে পারে। কুর্তির সাথে যদি কোট পরতে ইচ্ছে করে তাহলে সেটা স্লিভলেস বা একটু হালকা ফেব্রিকের মধ্যে দেখতে পারেন, যা বেশ স্টাইলিশ দেখাবে।
‘আভহি পার্টিতো শুরু হুইহে… ‘ শীতকাল মানেই পার্টি টাইম। শীতের পার্টিতে আপনি বেছে নিতে পারেন কোট বা গ্রাউন। যা পার্টি থিমের সাথে মানানসই অনুযায়ী পরবেন।
তাছাড়া শর্ট ড্রেস লেদার বুটের সাথে দারুন মানাবে। সাথে লেদারের জ্যাকেট ক্যারি করতে পারেন।
ইয়ং জেন পার্টিতে ভেলভেট গ্রাউন পশমিনা দিয়ে পরা যেতে পারে। তাছাড়া ফ্যাশানেবেল ট্রেনড কোট অন্য লুক আনবে। লঙ স্লিভস্রাগ, হালকা ট্রউফার হ্যাট পার্টির জন্য বেশ ভালো।
বাঙালীর শীতকাল মানেই চড়ুইভাতি যা কিনা পিকনিক । গোটা একটা দিনের মামলা । সেক্ষেত্রে জিন্স ও লঙ স্লিভ টিশার্ট বেশ আরামদায়ক।
তাছাড়া শাড়ির ক্ষেত্রে খেসের শাড়ি বেশ যায় । বৈচিত্র আনতে এক রঙের ড্রেস ও তার সাথে নি – লেংথ বুটস পরা যায়।
যাবতীয় পোশাকের ব্যাপারে শুধু খেয়াল রাখবেন রঙ । শীতের পোশাকের কালার প্যালেট স্টাইলের মেন রসদ। শীতের রঙ গাঢ়। তাই ফ্যাশানে – ইন থাকতে গাঢ় রঙ বেছে নিন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…